IND vs ENG 5th Test: একেই বলে কুড়ুলে পা মারা! ওভালে ‘আত্মঘাতী রানআউট’! শুভমানকে ছিঁড়ে খেলেন কোচ

Shubman Gill run out: শুভমান গিল এবং সাই সুদর্শনের মধ্যে রানিং নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ভারতীয় দলের বড় ক্ষতি ডেকে আনে। শুরুতে দুই উইকেট হারানো ভারতের ইনিংসকে সামলে তুলছিল এই জুটি।

Shubman Gill run out: শুভমান গিল এবং সাই সুদর্শনের মধ্যে রানিং নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ভারতীয় দলের বড় ক্ষতি ডেকে আনে। শুরুতে দুই উইকেট হারানো ভারতের ইনিংসকে সামলে তুলছিল এই জুটি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill run out: ভুল সিদ্ধান্তে উইকেট ছুড়ে দিয়ে এলেন শুভমান গিল

Shubman Gill run out: ভুল সিদ্ধান্তে উইকেট ছুড়ে দিয়ে এলেন শুভমান গিল

Ashish Nehra on Shubman Gill Run out: লন্ডনের ওভাল স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের (IND vs ENG) মধ্যে পঞ্চম টেস্টে এমন এক মুহূর্তে খেলা জমে উঠেছিল, ঠিক তখনই ঘটে গেল একটি চরম ভুল। ভারতীয় অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) এমনভাবে রান আউট হলেন, যেটা দেখলে মনে হয় যেন তিনি ইচ্ছা করেই নিজের উইকেট ছুঁড়ে দিলেন।

Advertisment

ম্যাচের ২৮তম ওভারে গাস অ্যাটকিনসনের একটি বল ধীরে ডিফেন্ড করে রান নেওয়ার জন্য দৌড় দেন গিল। অথচ বলটি অ্যাটকিনসনের খুব কাছেই ছিল। ইংল্যান্ড পেসার তা দ্রুত তুলে সরাসরি স্টাম্পে থ্রো করেন এবং নিখুঁতভাবে গিলকে রান আউট করে দেন। গিল তখন বুঝতে পারেন, এই রান নেওয়ার সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল। যদিও তিনি দ্রুত ক্রিজে ফেরার চেষ্টা করেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

Advertisment

শুভমান গিল এবং সাই সুদর্শনের মধ্যে রানিং নিয়ে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা ভারতীয় দলের বড় ক্ষতি ডেকে আনে। শুরুতে দুই উইকেট হারানো ভারতের ইনিংসকে সামলে তুলছিল এই জুটি। কিন্তু গিলের এমন ভুল সিদ্ধান্তে ফের চাপের মুখে পড়ে ভারত।

আরও পড়ুন ওভাল টেস্টের প্রথম দিনেই মারাত্মক ভুল! রোহিত শর্মার রোগে ধরল শুভমানকে?

এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "এটা মোটেও ভুল নয়, এটা সরাসরি আত্মঘাতী সিদ্ধান্ত। এমন রান নেওয়ার কোনও মানেই ছিল না। এটা এমন নয় যে পায়ে কুড়ুল মারা, বরং কুড়ুলের উপর পা দিয়ে মারা।"

উল্লেখ্য, শুভমান গিল ও সাই সুদর্শন দু’জনেই আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন, যেখানে কোচ আশিস নেহরাই। নেহরা বলেন, “এই দু’জনের মধ্যে রানিং নিয়ে সমস্যা আগেও দেখা গেছে, আইপিএলেও এবং এবারও। ওদের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট।”

আরও পড়ুন ওভালে নয়া ইতিহাস শুভমানের, গাভাসকর-কোহলির রেকর্ডও ভেঙে চুরমার

এই গুরুত্বপূর্ণ মুহূর্তে গিলের উইকেট হারানো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। কারণ ইংল্যান্ডের বোলিং আক্রমণ কিছুটা দুর্বল হলেও তারা সুযোগের সদ্ব্যবহার করতে পেরেছে।

Shubman Gill IND vs ENG