Mike Atherton thinks 3 series defeat in a row would be problem for Gautam Gambhir: অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে (Anderson-Tendulkar Trophy) ভারতের পারফরম্যান্স বেশ কিছু জায়গায় প্রশংসিত হলেও কঠিন বাস্তবতা হল, ওভালে পঞ্চম ও শেষ টেস্টে (IND vs ENG) হারলে টানা তৃতীয় টেস্ট সিরিজ হারবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। এর আগে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায়, এবং তারপর বছরের শুরুতে বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে পরাজিত হয়। এসব ব্যর্থতার মধ্যেই ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে জায়গা করে নিতে ব্যর্থ হয়।
পর পর টেস্ট সিরিজে হার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হেড কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘটছে, এবং এমন পরিস্থিতিতে তাঁর উপর চাপ বাড়ছে বলেই মনে করছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক আথারটন।
আরও পড়ুন মহাবিপদে গম্ভীরের চাকরি! প্রাক্তন সতীর্থের এক কথায় ডুবতে পারে কোচিং কেরিয়ার
স্কাই স্পোর্টসে আথারটন বলেন, "তারা নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৩-০ ব্যবধানে, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-১। এখন যদি ইংল্যান্ডের বিরুদ্ধেও হারে, তবে কোচ হিসেবে গম্ভীরের উপর অবশ্যই চাপ তৈরি হবে। ভারত এমন একটি দল, যাদের কাছ থেকে প্রতি ম্যাচে জয়ের প্রত্যাশা থাকে। টানা তিনটি সিরিজ হার সেই প্রত্যাশাকে ভেঙে দেবে, আর সেটাই সমস্যা।"
তবে চাপের বিষয়ে উল্টো সুর ভারতের। গম্ভীরের উপর চাপ মানতে নারাজ টিম ইন্ডিয়া।
পঞ্চম টেস্টের আগে শুভমান গিলকে প্রশ্ন করা হয়েছিল, ওভালের পিচ কিউরেটরের সঙ্গে গম্ভীরের উত্তপ্ত বাক্যবিনিময় কি কোচের উপর চাপের ইঙ্গিত? গিল তা নস্যাৎ করে বলেন, "এটা কেবল পিচ কাছ থেকে দেখতে না দেওয়ায় হতাশা থেকে হয়েছিল। কোচ কোনও চাপের মধ্যে নেই।"
আরও পড়ুন বিরাট নিয়ম ভাঙলেন গম্ভীর, হেড কোচ ড্রেসিংরুমে যা করলেন জানলে চোখ কপালে উঠবে
ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও একই কথা বলেন, "গম্ভীর চাপের মধ্যে নেই। পুরো সিরিজটাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। একাধিক ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে, এবং যেকোনও দলের পক্ষেই ফল যেতে পারত। তাঁর খেলার দিন থেকেই কখনও তাঁকে চাপের মধ্যে দেখিনি," মন্তব্য করেন কোটাক।
গৌতম গম্ভীর ইতিমধ্যেই ভারতের কোচ হিসেবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কৃতিত্ব অর্জন করেছেন। তবে টেস্ট ফর্ম্যাটে এই ধারাবাহিক পরাজয় কি তাঁর কোচিং ভবিষ্যতের উপর ছায়া ফেলবে? ওভালের শেষ টেস্টই হতে পারে সেই প্রশ্নের জবাব।