Akash Deep Record: একাই শেষ করলেন ১০ ইংরেজকে, ৩৯ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আকাশ

IND vs ENG 2nd Test: আকাশের এই পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এই দুর্ধর্ষ পারফরম্যান্সে ভারতের প্রাক্তন তারকা বোলারের ৩ দশক পুরনো রেকর্ড ভেঙেছেন আকাশ।

IND vs ENG 2nd Test: আকাশের এই পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এই দুর্ধর্ষ পারফরম্যান্সে ভারতের প্রাক্তন তারকা বোলারের ৩ দশক পুরনো রেকর্ড ভেঙেছেন আকাশ।

author-image
Subhamay Mandal
New Update
Akash Deep

Akash Deep Record: টিম ইন্ডিয়ার তারকা পেসার আকাশ দীপ

Akash Deep breaks 39 year old record: বার্মিংহাম টেস্টে (IND vs ENG 2nd Test Match) ঐতিহাসিক জয় পেয়েছে ভারত। প্রথম এশিয়ান দল হিসাবে এজবাস্টন দুর্গ (India vs England) জয় করেছে টিম ইন্ডিয়া। আর এ জয়ের অন্যতম নায়ক আর কেউ নন বাংলার তারকা পেসার আকাশ দীপ (Akash Deep)। বুমরাহর (Jasprit Bumrah) বদলি হিসাবে দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। আর এই সুবর্ণ সুযোগ ভাল ভাবেই কাজে লাগালেন তরুণ ফাস্ট বোলার। ম্যাচে দুই ইনিংসে ১০ উইকেট নিয়েছেন আকাশ। তাঁর এই পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এই দুর্ধর্ষ পারফরম্যান্সে ভারতের প্রাক্তন তারকা বোলারের ৩ দশক পুরনো রেকর্ড ভেঙেছেন আকাশ।

Advertisment

বার্মিংহাম টেস্টে বুমরাহ না থাকায় অনেক ক্রিকেট পণ্ডিতই ভারতের বোলিং আক্রমণকে দুর্বল ভাবছিলেন। কিন্তু বুমরাহের অভাবে একবারও টের পেতে দেননি আকাশ-সিরাজরা। দুই বোলার মিলেই শেষ করেছেন ইংল্যান্ড ব্যাটিংকে। যতই শুভমান গিল দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করুন, তিনিও জানতেন ইংল্যান্ডের ২০ উইকেট না ফেলতে পারলে লিডস টেস্টের মতোই হাল হবে। কিন্তু শুভমানের চিন্তা দূর করে দেন সিরাজ-আকাশ জুটি। 

আরও পড়ুন IPL খেলে কোটি কোটি টাকা আয়, বাংলার আকাশদীপের মোট সম্পত্তি কত জানেন?

বার্মিংহাম টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন আকাশ। আবার দ্বিতীয় ইনিংসেও বল হাতে আগুন ঝরান টিম ইন্ডিয়ার তারকা। নেন ৬টি উইকেট। তার মধ্যে বেন ডাকেট এবং জো রুটকে স্বপ্নের বলে বোল্ড করেন। ম্যাচে ১০ উইকেট নিয়ে নয়া ইতিহাস গড়েছেন আকাশ। ইংল্যান্ডে এক টেস্ট ম্যাচে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড ভাঙলেন আকাশ। ৩৯ বছর আগে চেতন শর্মার রেকর্ড ভেঙেছেন আকাশ।

Advertisment

আরও পড়ুন 'এই পারফরম্যান্স ওঁর জন্য', ক্যানসার আক্রান্ত দিদিকে ঐতিহাসিক জয় উৎসর্গ আকাশদীপের

১৯৮৬ সালে ইংল্যান্ড সিরিজে বার্মিংহাম টেস্টেই চেতন শর্মা ১০ উইকেট নিয়েছিলেন। আর এজবাস্টনের মাঠেই সেই কামাল দেখিয়ে দ্বিতীয় ভারতীয় বোলার হয়ে গেলেন। চেতন শর্মাকে মাত্র ১ রানের জন্য পিছনে ফেলে দিয়েছেন আকাশদীপ। চেতন শর্মা ১৮৮ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। যেখানে আকাশ ১০ উইকেট তুলেছেন ১৮৭ রান দিয়ে।

আরও পড়ুন দু'বেলা ভরত না পেট, বাবা চাইতেন 'সরকারি চাকরি'! এই ১ সিদ্ধান্তই বদলে দেয় আকাশদীপের জীবন

আকাশ দীপ দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেট নিয়েছেন। এর সঙ্গেই তিনি সপ্তম ভারতীয় বোলার হিসাবে এই অসাধারণ পরিসংখ্যান গড়েছেন। তাঁর আগে বিষেন সং বেদী, অমর সিং, বিএস চন্দ্রশেখর, চেতন শর্মা, দিলীপ দোশি, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ সিরাজ এই কামাল দেখিয়েছেন। ২০২১ সালে ইংল্যান্ডের মাটিতেই ১১০ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন নটিংহামে। কিন্তু ১০ উইকেট নিতে পারেননি।

Akash Deep India vs England IND vs ENG 2nd Test Match