India vs England second Test result: ভারতের তারকা পেসার আকাশদীপের (Akash Deep) দুর্দান্ত বোলিংয়ের জোরে টিম ইন্ডিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে (IND vs ENG 2nd Test Match) ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আকাশদীপ দ্বিতীয় টেস্টে মোট ১০টি উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ডের বিরুদ্ধে (India vs England) ভারতকে বড় জয় এনে দিয়েছেন। প্রথম ইনিংসে তিনি ৪টি এবং দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন। আকাশদীপ ক্রিকেট খেলে কোটি কোটি টাকা উপার্জন করছেন। চলুন জেনে নিই, তাঁর মোট সম্পত্তি কত।
আকাশদীপের নেট ওয়ার্থ প্রায় ৪০ কোটি টাকার কাছাকাছি, যা গত বছর প্রায় ৩৪ কোটি টাকা ছিল। তিনি টিম ইন্ডিয়ার হয়ে খেলেন, আইপিএল (IPL) থেকে কোটি কোটি টাকা আয় করেন। বিসিসিআই (BCCI) থেকে বছরে ১ কোটি টাকা পান, কারণ তিনি গ্রেড সি-এর ক্রিকেটার। নিজের রাজ্য দল বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেও তিনি মোটা টাকা রোজগার করেন। ২০২৫ সালে আইপিএলে লখনউ সুপারজায়ান্টস (LSG) তাঁকে ৮ কোটি টাকায় কিনেছিল।
আরও পড়ুন 'এই পারফরম্যান্স ওঁর জন্য', ক্যানসার আক্রান্ত দিদিকে ঐতিহাসিক জয় উৎসর্গ আকাশদীপের
আকাশদীপ ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের মাধ্যমেও আয় করেন। বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়। প্রথম টেস্ট ম্যাচে আকাশদীপ খেলেননি। দ্বিতীয় টেস্টে তাকে জসপ্রীত বুমরাহর পরিবর্তে দলে নেওয়া হয়েছিল। রবিবার এজবাস্টনে দ্বিতীয় ক্রিকেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে ভারত ৩৩৬ রানে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-১ এ সমান করেছে। এজবাস্টনে এটি ভারতের প্রথম টেস্ট জয়।
আরও পড়ুন দু'বেলা ভরত না পেট, বাবা চাইতেন 'সরকারি চাকরি'! এই ১ সিদ্ধান্তই বদলে দেয় আকাশদীপের জীবন
দ্বিতীয় টেস্টে অধিনায়ক শুভমান গিলের দুই ইনিংসে শতরানের (২৬৯ রান ও ১৬১ রান) দৌলতে ভারত ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের বিশাল টার্গেট দেয়। জবাবে ইংল্যান্ড ২৭১ রানেই অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান করেছিল এবং দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪২৭ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪০৭ রান করেছিল। আকাশদীপ (প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট) পুরো ম্যাচে ১০ উইকেট এবং মহম্মদ সিরাজ (প্রথম ইনিংসে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট) মোট ৭ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?