IND vs ENG: দু'বেলা ভরত না পেট, বাবা চাইতেন 'সরকারি চাকরি'! এই ১ সিদ্ধান্তই বদলে দেয় আকাশদীপের জীবন

India vs England 2nd Test: আকাশ দীপের ক্রিকেটজীবন সহজ ছিল না। তাঁর বাবা চেয়েছিলেন, ছেলে সরকারি চাকরি করুক। বাবা আকাশকে পুলিশ কনস্টেবল বা বিহার সরকারের কোনও গ্রুপ-ডি কর্মচারী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল।

India vs England 2nd Test: আকাশ দীপের ক্রিকেটজীবন সহজ ছিল না। তাঁর বাবা চেয়েছিলেন, ছেলে সরকারি চাকরি করুক। বাবা আকাশকে পুলিশ কনস্টেবল বা বিহার সরকারের কোনও গ্রুপ-ডি কর্মচারী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Deep Struggle Story: দ্বিতীয় টেস্টে এজবাস্টনে আগুন ঝরাচ্ছেন ফাস্ট বোলার আকাশ দীপ

Akash Deep Struggle Story: দ্বিতীয় টেস্টে এজবাস্টনে আগুন ঝরাচ্ছেন ফাস্ট বোলার আকাশ দীপ

Akash Deep clean bowled Joe Root: বার্মিংহ্যামে ইংল্যান্ডের (IND vs ENG 2nd Test Match) বিরুদ্ধে বল হাতে আগুন ঝরাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা পেসার আকাশ দীপ (Akash Deep)। ডানহাতি এই পেসার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটকে ক্লিন বোল্ড করে ব্রিটিশদের ব্যাটিংয়ের কোমর ভেঙে দিয়েছেন। এজবাস্টন টেস্টে (India vs England) আকাশ দীপ ধারাবাহিকভাবে স্টাম্প টার্গেট করে বল করে যাচ্ছেন, যার ফল হাতেনাতে পেয়েছেন ৪ উইকেট শিকার করে। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন আকাশ। জসপ্রিত বুমরাহর (Jasprit Bumrah) পরিবর্তে প্লেয়িং ইলেভেনে সুযোগ পেয়ে আকাশ দীপ সেই সুযোগ দু’হাত ভরে কাজে লাগিয়েছেন।

Advertisment

কষ্টে গড়া স্বপ্নের গল্প 

আকাশ দীপের ক্রিকেটজীবন সহজ ছিল না। তাঁর বাবা চেয়েছিলেন, ছেলে সরকারি চাকরি করুক। বাবা আকাশকে পুলিশ কনস্টেবল বা বিহার সরকারের কোনও গ্রুপ-ডি কর্মচারী হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের লিখন অন্য কিছু ছিল।

আকাশ দীপের মন পড়ে ছিল ক্রিকেটে। বাবার কথামতো একাধিকবার সরকারি চাকরির পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষার হলে গিয়েও খাতা প্রায় ফাঁকা রেখে ফিরতেন। ১৯৯৬ সালের ১৫ ডিসেম্বর বিহারের সাসারামে জন্মানো আকাশ দীপ প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়ে এক সাক্ষাৎকারে তাঁর জীবনের মোড় ঘোরানো ঘটনা শেয়ার করেছিলেন।

Advertisment

আরও পড়ুন সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের

কেরিয়ারের শুরুর দিনগুলোতে আকাশ দীপ চাকরির খোঁজে সাসারাম থেকে পাড়ি জমান বাংলার দুর্গাপুরে, যেখানে তাঁর কাকা থাকতেন। কাকার সহায়তায় সেখানে চাকরি পান, সঙ্গে স্থানীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেও শুরু করেন। কিন্তু অল্প কিছুদিন পরেই বাবা স্ট্রোক করে মারা যান। বাবার মৃত্যুর ঠিক দুই মাস পর বড় ভাইও মারা যান। একে একে দুই স্তম্ভ হারিয়ে আকাশ দীপের উপর নেমে আসে বিপর্যয়।

পরিবারের দায়িত্ব আর ক্রিকেটের টান 

বাবা আর ভাইয়ের মৃত্যুর পর সংসারের পুরো দায়িত্ব এসে পড়ে আকাশ দীপের কাঁধে। সংসারে আর কারও রোজগার ছিল না, ফলে বাধ্য হয়ে ক্রিকেট ছেড়ে দেন। তিন বছর বাদে ফের উপলব্ধি করেন, ক্রিকেট ছাড়া তিনি বাঁচতে পারবেন না। সেই ভালবাসাই তাঁকে আবার দুর্গাপুরের অ্যাকাডেমিতে ফিরিয়ে আনে। সেখান থেকে প্রথম সুযোগ পান বাংলার অনূর্ধ্ব-২৩ দলে। তারপর দুর্গাপুর থেকে কলকাতা এসে ভাড়া বাড়িতে থেকে লড়াই চালিয়ে যান। কিছুদিনের মধ্যে জায়গা করে নেন বাংলার রঞ্জি দলে। আর তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

আরও পড়ুন দৃষ্টিহীন খুদে ভক্তের ইচ্ছাপূরণ যশস্বীর, এজবাস্টনে মর্মস্পর্শী ঘটনা, চোখে জল আসবে Video দেখলে

আইপিএলে স্বপ্নপূরণ 

২০২২ সালে আকাশ দীপ আইপিএল-এর জন্য চুক্তিবদ্ধ হন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) তাঁকে ২০ লাখ টাকায় দলে নেয়। এরপর তাঁর পারফরম্যান্স দেখে জাতীয় দলের দরজাও খুলে যায়। আকাশ দীপ বর্তমানে ভারতের অন্যতম সম্ভাবনাময় পেসারদের একজন। আইপিএলে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন। বর্তমানে তিনি লখনউ সুপারজায়ান্টসের খেলোয়াড়।

জো রুটকে ‘ড্রিম ডেলিভারি’ 

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ এক স্বপ্নের বলে জো রুটকে বোল্ড করেন। চোট কাটিয়ে ফেরা এই পেসারের বলের কোনও জবাব রুটের কাছে ছিল না। তাঁর বোলিংয়ের গতি আর ধার দেখে সবাই মুগ্ধ। আকাশ দীপের বোলিং প্রশংসা করেছেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল আর পেসার মহম্মদ সিরাজও। এজবাস্টন টেস্টের আগে আকাশ দীপ ৭টি টেস্টে ১৫টি উইকেট নিয়েছেন। ৩৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে তাঁর ঝুলিতে ১২৮টি উইকেট।

Akash Deep India vs England IND vs ENG 2nd Test Match