Ind vs Eng 2nd Test Match: ইতিহাস এবং দ্বিতীয় টেস্ট ম্য়াচে জয়, টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সামনে এই দুটোর মধ্যে আপাতত ৮ উইকেট বাকি রয়েছে। বার্মিংহামে এখনও পর্যন্ত একবারও টেস্ট ম্য়াচ জিততে পারেনি টিম ইন্ডিয়া। এই মাঠে ৭ ম্য়াচের মধ্যে সাতটাতেই হেরেছে ভারত। আর একটা ম্য়াচ ড্র হয়েছিল। আর সেকারণেই বলা হয়, এজবাস্টন নাকি ইংরেজদের শক্ত ঘাঁটি। কিন্তু, এবার সেই মিথ ভাঙতে বসেছে। জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার (৬ জুলাই) সেই ইতিহাস ভারতীয় টিম কায়েম করতে পারে কি না, এখন সেটাই দেখার।
অধিনায়কত্বে লেটার মার্কস
শুভমান গিল (Shubman Gill) যখন একেবারে তরুণ ভারতীয় ক্রিকেট দল নিয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন, সেইসময় অনেকেই আশঙ্কার প্রশ্ন তুলেছিলেন। কানাঘুষো শোনা গিয়েছিল, এই দলে ব্যাটিং অভিজ্ঞতা একেবারে নেই। ইংরেজদের সামনে নাকি তাঁরা কার্যত দাঁড়াতেই পারবে না। শুভমান কিন্তু এই অগ্নিপরীক্ষায় একেবারে লেটার মার্কস নিয়ে পাস করেছেন। তিনি শুধুমাত্র দুর্দান্ত নেতৃত্বই দেননি, ব্যাট হাতে দুর্দান্ত নজর কেড়েছেন। সেঞ্চুরি এবং ডবল সেঞ্চুরির ধামাকায় বুঝিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একেবারে সুরক্ষিত হাতেই রয়েছে।
Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল
দুর্দান্ত শতরান শুভমানের
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল প্রথম ইনিংসে ২৬৯ রান করার পাশাপাশি একাধিক রেকর্ড ভেঙে দেন। শনিবার (৫ জুলাই) এজবাস্টনে দ্বিতীয় ইনিংসেও তিনি দুর্ধর্ষ একটি শতরান করেন। আর সেইসঙ্গে গড়ে ফেলেন এক অনন্য রেকর্ড। সুনীল গাভাসকার ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার কোনও একটি টেস্ট ম্য়াচেই ডবল সেঞ্চুরির পাশাপাশি শতরান করতে পারেননি। এবার সেই রেকর্ড স্পর্শ করলেন শুভমান। দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়া ৬ উইকেটে ৪২৭ রান করার পর ইনিংস ডিক্লেয়ার করে দেন। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৬০৮ রান দরকার ছিল।
Sourav Ganguly on Shubman Gill: 'আমার দেখা সেরা ইনিংস...', শুভমানের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়
ভারতীয় বোলারদের দাপট
চতুর্থ দিনের অন্তিম সেশনে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ের পর বোলিং ডিপার্টমেন্টেও দুর্দান্ত পারফরম্য়ান্স করল ভারতীয় ক্রিকেট দল। জোড়া উইকেট শিকার করলেন বাংলার পেস ব্যাটারি আকাশ দীপ। তাঁর ঝুলিতে এসেছে ব্রিটিশ ওপেনার বেন ডাকেট (২৫) এবং অভিজ্ঞ ব্যাটার জো রুটের (২১) উইকেট। অন্যদিকে জ্যাক ক্রলিকে (০) প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ। তবে দ্বিতীয় ইনিংসেও এখনও পর্যন্ত উইকেট শিকার করতে পারেননি প্রসিদ্ধ কৃষ্ণা। ম্য়াচের শেষদিনে কী তিনি কামাল দেখাতে পারবেন? সেটাই আপাতত দেখার।