IND vs ENG: দৃষ্টিহীন খুদে ভক্তের ইচ্ছাপূরণ যশস্বীর, এজবাস্টনে মর্মস্পর্শী ঘটনা, চোখে জল আসবে Video দেখলে

Yashasvi Jaiswal Emotional Video: ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে রবি প্রথম টেস্ট ম্যাচ থেকেই যশস্বীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিল। অবশেষে চলতি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রবির সেই স্বপ্নপূরণ হল।

Yashasvi Jaiswal Emotional Video: ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে রবি প্রথম টেস্ট ম্যাচ থেকেই যশস্বীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিল। অবশেষে চলতি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রবির সেই স্বপ্নপূরণ হল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Yashasvi Jaiswal Video: ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের মধ্যেই চোখে জল আনা ঘটনা ঘটল টিম ইন্ডিয়ার তারকার সঙ্গে

Yashasvi Jaiswal Video: ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টেস্টের মধ্যেই চোখে জল আনা ঘটনা ঘটল টিম ইন্ডিয়ার তারকার সঙ্গে

India vs England 2nd Test: ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) দ্বিতীয় টেস্টের মধ্যেই চোখে জল আনা ঘটনা ঘটল টিম ইন্ডিয়ার তারকার সঙ্গে। এমন এক মর্মস্পর্শী ঘটনা যা ক্রিকেটপ্রেমীদের কাঁদিয়ে দেবে। ভারতের ওপেনার ব্যাটসম্যান যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) তাঁর এক ভক্ত, দৃষ্টিহীন শিশু রবির ইচ্ছাপূরণ করে তাকে অটোগ্রাফ-সহ ব্যাট উপহার দিয়েছেন। রবি বহুদিন ধরেই প্রিয় ব্যাটসম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিল।

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে রবি প্রথম টেস্ট ম্যাচ থেকেই যশস্বীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিল। অবশেষে চলতি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে রবির সেই স্বপ্নপূরণ হল।

আরও পড়ুন তৃতীয় টেস্টেই ফিরছেন রোহিত-বিরাট? আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা

রবির ক্রিকেটের প্রতি ভালবাসা আর তাঁর অদম্য জেদের প্রতি মুগ্ধ হয়ে যশস্বী তাঁকে নিজের অটোগ্রাফ দেওয়া ব্যাট উপহার দেন, যেখানে লেখা ছিল, ‘রবিকে ভালবাসা ও শুভকামনা।’

Advertisment

ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, তাতে যশস্বীকে রবিকে বলতে শোনা যায়, ‘হ্যালো রবি, কেমন আছো? আমি যশস্বী। তোমার সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে। আমি সত্যিই তোমার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ ছিলাম, কারণ আমি জানি তুমি ক্রিকেটের খুব বড় ভক্ত। আমি জানি না কেন, তবে তোমার সঙ্গে দেখা করার সময় আমারও নার্ভাস লাগছিল।’

আরও পড়ুন 'তুমিই একেবারে যোগ্য', ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর 'প্রিন্স'কে শুভেচ্ছা কিং কোহলির

যশস্বী আরও বলেন, ‘তোমার জন্য আমার একটা উপহার আছে। আমার এই ব্যাট। আমি চাই তুমি এটা স্মৃতি হিসেবে রেখে দাও। তোমার সঙ্গে দেখা করে সত্যিই খুব ভাল লাগল।’

এর জবাবে রবি বলে, ‘আপনার সঙ্গে দেখা করে আমারও খুব ভাল লাগছে। অনেক ধন্যবাদ। আপনি দারুণ ক্রিকেটার। আপনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ। আমি ক্রিকেট খুব ভালবাসি, আর আপনার ব্যাটিং দেখতে খুব ভাল লাগে।’

BCCI Yashasvi Jaiswal India vs England