India vs England: যদি আপনি রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) সমর্থক হল, তাহলে এই খবরটা শুধুমাত্র আপনারই জন্য। টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ২ মহারথীকে ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত টেস্ট সিরিজে ফের দেখা যেতে পারে। আপাতত এজবাস্টনে ভারত এবং ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াাচ (IND vs ENG 2nd Test Match) চলছে। সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচটি লর্ডসে আয়োজন করা হবে। এই ম্য়াচে রোহিত-বিরাটের উপস্থিতি ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলতে পরে। শোনা যাচ্ছে, রোহিত এবং বিরাট দুজনেই নাকি লন্ডনে রয়েছে। তৃতীয় টেস্ট ম্য়াচ দেখার জন্য তাঁরা স্টেডিয়ামে উপস্থিত হতে পারেন।
বেশ কয়েকটি রিপোর্ট মারফৎ জানতে পারা গিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে তৃতীয় টেস্ট ম্য়াচ দেখার জন্য আমন্ত্রণ জানাতে পারে। যদি এই সূত্রের খবর সত্যি হয়, তাহলে ফের লর্ডস স্টেডিয়ামে RO-KO জুটিকে দেখতে পাওয়া যাবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। কারণ সিরিজের ঠিক আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন রোহিত শর্মা। এই সিদ্ধান্তের ঠিক দিন তিনেক পর বিরাট কোহলিও গত ১২ মে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। রোহিত এবং বিরাটের সিদ্ধান্তে গোটা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছিল।
IND vs ENG Weather Update: বৃষ্টিতে ধুয়ে যাবে এজবাস্টন জয়ের স্বপ্ন? কী বলছে ওয়েদার আপডেট?
একনজরে রোহিত এবং বিরাটের টেস্ট কেরিয়ার
টেস্ট ক্রিকেটে বিরাট কোহলি টিম ইন্ডিয়ার হয়ে ১২৩ ম্য়াচে মোট ৯,২৩০ রান করেছেন। কোহলি অনায়াসেই ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন। কিন্তু, তার আগেই তিনি অবসর গ্রহণ করেন। লাল বলের ক্রিকেটে তিনি ৩০ শতরান এবং ৭ দ্বিশতরান হাঁকিয়েছেন। অন্যদিকে, রোহিত শর্মা টিম ইন্ডিয়ার হয়ে ৬৭ টেস্ট ম্য়াচ খেলেছেন। তিনি অবশ্য ৪,৩০১ রান করেন। রোহিতের ব্যাট থেকে একটি ডাবল সেঞ্চুরি, ১২ শতরান এবং ১৮ ফিফটি বেরিয়ে এসেছে।
IND vs ENG Day 5 Updates: 'তুমিই একেবারে যোগ্য', ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর 'প্রিন্স'কে শুভেচ্ছা কিং কোহলির
ইংল্যান্ড সফরে প্রথম জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া
পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজে টিম ইন্ডিয়া প্রথম ম্য়াচটা হেরে গিয়েছে। লিডস টেস্টে ৫ উইকেটে কার্যত মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট ম্য়াচটি এজবাস্টনে আয়োজন করা হয়েছে। এই ম্য়াচে অবশ্য শুভমান গিলের দল জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৬০৮ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। শেষ দিন ইংল্যান্ডকে জিততে হলে ৫৩৬ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট। লক্ষ্যপূরণের এই দৌড় যে কার্যত অসম্ভব, তা বলা যেতেই পারে। কারণ টেস্ট ইতিহাসে কোনও দলই শেষ দিন ৫০০ রান তাড়া করতে পারেনি।