IND vs ENG Day 5 Updates: 'তুমিই একেবারে যোগ্য', ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর 'প্রিন্স'কে শুভেচ্ছা কিং কোহলির

IND vs ENG 2025: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচটি বার্মিংহামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ভারতের জেতার জন্য আপাতত ৭ উইকেট দরকার।

IND vs ENG 2025: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্য়াচটি বার্মিংহামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে টিম ইন্ডিয়া আপাতত জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ভারতের জেতার জন্য আপাতত ৭ উইকেট দরকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli and Shubman Gill

বিরাট কোহলি এবং শুভমান গিল

IND vs ENG 2nd Test Match: ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) ব্যাট হাতে রাজত্ব করছেন। শনিবার (৫ জুলাই) তিনি বার্মিংহাম টেস্ট ম্য়াচের দ্বিতীয় ইনিংসে শতরান (১৬১ রান) করেন। আর সেকারণে টিম ইন্ডিয়া ৪২৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ছিল ৬০৮ রানের একটা অসম্ভব টার্গেট। কিন্তু, সেই লক্ষ্য ইতিমধ্যে আরও কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে। কারণ চতুর্থ দিনের শেষবেলায় ইংল্যান্ড ৭২ রানে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ফেলেছে। এরমধ্যে জোড়া উইকেট শিকার করেন আকাশ দীপ এবং একটি উইকেট মহম্মদ সিরাজ তুলে নেন।

Advertisment

IND vs ENG Weather Update: বৃষ্টিতে ধুয়ে যাবে এজবাস্টন জয়ের স্বপ্ন? কী বলছে ওয়েদার আপডেট?

'প্রিন্স' নামে খ্যাত শুভমান গিল এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। পরপর দুটো ইনিংসে তিনি জোড়া শতরান হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন। আর এই সাফল্যের পরই ভারতীয় ক্রিকেটের 'কিং' বিরাট কোহলি (Virat Kohli) ইনস্টাগ্রাম স্টোরিতে শুভমানের ভূয়শী প্রশংসা করলেন। কোহলি লিখেছেন, 'তুমিই ভারতীয় ক্রিকেটের আসল তারকা। কী দারুণ খেললে! আশা করছি, তুমি পুনরায় ইতিহাস লিখতে পারবে। এখান থেকে তুমি এবার শুধুমাত্র উপরের দিকেই উঠবে। আরও সাফল্য অর্জন করবে। তুমি এই সাফল্যের একেবারে যোগ্য দাবিদার।'

Shubman Gill double century: সারার সঙ্গে কবে বিয়ে দিচ্ছেন? শুভমানের রেকর্ডের দিনই বেকায়দায় শচীন

Advertisment

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত চার ইনিংসে শুভমান গিল তিনটে শতরান হাঁকিয়ে ফেলেছেন। বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান করেছিলেন। শুভমান ছাড়া দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা (অপরাজিত ৬৯ রান), ঋষভ পন্থ (৬৫) এবং কেএল রাহুল (৫৫) হাফসেঞ্চুরি করেছেন। ভারত চতুর্থ দিন টি-ব্রেকের এক ঘণ্টা পর ইনিংস ডিক্লেয়ার করে। যদিও এই ইনিংস ডিক্লেয়ারের সময় নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা একাধিক প্রশ্ন তুলেছিলেন। সেই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার তারকা টেস্ট ব্যাটার চেতেশ্বর পূজারাও।

Sourav Ganguly on Shubman Gill: 'আমার দেখা সেরা ইনিংস...', শুভমানের ব্যাটিংয়ে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়

পূজারা অন এয়ার বলেন, 'ভারতের কমপক্ষে আরও আধঘণ্টা আগে ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া উচিত ছিল।' গিল আউট হওয়ার পরও যখন ইনিংস ডিক্লেয়ার করা হল না, তখন গোটা স্টেডিয়াম জুড়ে 'বোরিং-বোরিং' চিৎকার শুনতে পাওয়া যায়। এরপর শুরু হয়ে যায় হুটিংও। টি-ব্রেকের সামন্য আগেই শতরান করেন শুভমান গিল। শোয়েব বশীর এবং জো রুটের স্পিন বোলিংকে তিনি কার্যত দুরমুশ করে দেন। ডিপ স্কোয়ার এবং মিড উইকেটে একাধিক সুইপ শট মেরেছেন।

Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল

রেকর্ড গড়লেন শুভমান

১৬২ রানের এই ইনিংসে শুভমান গিল ১৩ চার এবং ৮ ছক্কা হাঁকিয়েছেন। এই ম্য়াচে তিনি মোট ৪৩০ রান করেন। গিল এবং জাদেজা পঞ্চম উইকেটে ১৭৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। একটি টেস্ট ম্য়াচে সর্বাধিক রানের তালিকায় শুভমান ইতিমধ্যে সুনীল গাভাসকারের রেকর্ড ভেঙে দেন। ১৯৭১ সালে গাভাসকার পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৪৪ রান করেছিলেন। গাভাসকারের পর একই টেস্ট ম্য়াচে ২০০ এবং ১০০ রান হাঁকানো দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন শুভমান। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই ৩ উইকেট খুইয়ে ফেলেছে। জয়ের জন্য এখনও ৫৩৬ রান দরকার। আপাতত ব্যাট করছেন হ্যারি ব্রুক এবং অলি পোপ।

Virat Kohli Indian Cricket Team Shubman Gill IND vs ENG 2nd Test Match