IND vs ENG: বার্মিংহামে লজ্জার হার, মান-সম্মান খুইয়ে কার ঘাড়ে দোষ চাপালেন স্টোকস?

IND vs ENG 2nd Test: লজ্জাজনক হারের পর অনেকেই অপেক্ষা করছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস কী বলেন। আর স্টোকস পিচকেই দোষ দিলেন এই হারের জন্য।

IND vs ENG 2nd Test: লজ্জাজনক হারের পর অনেকেই অপেক্ষা করছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস কী বলেন। আর স্টোকস পিচকেই দোষ দিলেন এই হারের জন্য।

author-image
Subhamay Mandal
New Update
IND vs ENG 2nd Test: লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তুমুল সমালোচিত বেন স্টোকসরা

IND vs ENG 2nd Test: লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তুমুল সমালোচিত বেন স্টোকসরা

IND vs ENG 2nd Test: যে মাঠে ভারতের কাছে কখনও টেস্ট হারেনি, সেই এজবাস্টনেই টিম ইন্ডিয়ার কছে ৩৩৬ রানে হেরে দর্পচূর্ণ হয়েছে ইংল্যান্ডের (IND vs ENG 2nd Test Match)। এমন লজ্জাজনক হারের পর দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তুমুল সমালোচিত বেন স্টোকসরা (Ben Stokes)। তথাকথিত বাজবল ক্রিকেট রবিবার মুখ থুবড়ে পড়েছে। ভারতের ফাস্ট বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ (India vs England)। লজ্জাজনক হারের পর অনেকেই অপেক্ষা করছিলেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস কী বলেন। আর স্টোকস পিচকেই দোষ দিলেন এই হারের জন্য।

Advertisment

ম্যাচের পর ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস স্বীকার করেছেন প্রত্যেক বিভাগেই ভারতীয়রা তাঁদের মাত দিয়েছে। টিম ইন্ডিয়া অনেক ভাল খেলেছে। সবচেয়ে প্রশংসা ঝরে পড়েছে আকাশ দীপের জন্য। বার্মিংহামে ১০ উইকেট নেওয়া নায়ককে নিয়ে স্টোকস বলে, 'আমার মনে হয় আকাশ গতকাল রাত আর আজ সকালে পিচের ফাটলের সদ্ব্যবহার করেছে। লাগাতার অ্যাঙ্গেল পাল্টানোর ওঁর কৌশল এবং সেই অদ্ভূত ক্ষমতা সঠিক ছিল। ওই ফাটলের উপরই ফোকাস করেছে আকাশ। সকালে হ্যারি ব্রুক যে বলে আউট হল সেই বলে কোনও ব্যাটারই কিছু করতে পারতেন না।'

আরও পড়ুন এজবাস্টন টেস্টের আগে প্রবল সমালোচনা, ভারত জিততেই 'পালটি' খেলেন শাস্ত্রীজি

স্টোকস আরও বলেছেন, 'যখন জেমি স্মিথ শুরুতে কিছু রান করল তখন আমি উল্টোদিকের ক্রিজে ছিলাম। বল এক ফুট দূরে ছিল। আকাশ যেভাবে ক্রিজে অ্যাঙ্গেল পাল্টে ওই এক জায়গাতে বলটা রাখল তাতেই ওঁর অবিশ্বাস্য প্রতিভার পরিচয় পাওয়া যায়।' 

Advertisment

স্টোকসের ইংল্যান্ড ড্রয়ের জন্য খেলাতে বিশ্বাসী নয়। কিন্তু ক্যাপ্টেন জানালেন টার্গেট ধরাছোঁয়ার বাইরে ছিল। তিনি বলেছেন, '৩০০ বা তার বেশি রানে হার বাস্তবেই বিরাট বড় ব্যাপার। যখন আমরা ব্যাট করতে নামলাম তখন জানতাম আমাদের সামনে চ্যালেঞ্জ কঠিন। কিন্তু গতকাল তিনটে এবং পরেরদিন সকালে ২টি উইকেট হারিয়ে সব শেষ হয়ে যায়।'

আরও পড়ুন টিম ইন্ডিয়ার জয়ে ওলট-পালট WTC পয়েন্ট টেবিল, কত নম্বরে উঠে এলেন শুভমানরা?

স্টোকস স্বীকার করেছেন ভারত খেলার সব বিভাগেই ভাল প্রদর্শন করেছে। তিনি বলেছেন, 'এই সপ্তাহে ওঁরা ব্যাটিং-বোলিং সবই ভাল করেছে, আমরা যেটা আগের ম্যাচে করেছিলাম।'

Ben Stokes India vs England IND vs ENG 2nd Test Match