World Test Championship 2025-27 Points Table: ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়ের (IND vs ENG 2nd Test Match) সঙ্গে সঙ্গেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) (WTC) পয়েন্ট টেবিল ওলট-পালট হয়ে গেল। এই জয়ের মাধ্যমে শুধু ভারতই নয়, অস্ট্রেলিয়াও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে।
প্রথম জয়ের পর ভারতের অবস্থান
বার্মিংহামে ইংল্যান্ডকে (India vs England) ৩৩৬ রানে হারানোর পর ভারত এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। শুভমান গিলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার এখন ১২ পয়েন্ট এবং ৫০ পিসিটি% রয়েছে। ইংল্যান্ডেরও ১২ পয়েন্ট এবং ৫০ পিসিটি% আছে, তবে তারা চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশের ঝুলিতে ৪ পয়েন্ট এবং ১৬.৬৭ পিসিটি% আছে, ফলে তারা পঞ্চম স্থানে আছে। গত মাসে গলে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ, সেখান থেকেই তাদের এই চার পয়েন্ট এসেছে।
আরও পড়ুন এজবাস্টনে জিতেও খুশি নন শুভমান, এর পিছনে কারণটা জানেন?
শীর্ষে অস্ট্রেলিয়া
অন্যদিকে অস্ট্রেলিয়া রবিবারই ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজের টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে। সেন্ট জর্জেস, গ্রেনাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা এই ম্যাচে অজিরা ওয়েস্ট ইন্ডিজকে ২৭৭ রানের টার্গেট দেয়, কিন্তু রোস্টন চেজদের দল মাত্র ৩৪.৩ ওভারে ১৪৩ রানেই গুটিয়ে যায়। মিচেল স্টার্ক ও নাথান লায়ন তিনটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চার দিনের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭ পয়েন্ট টেবিলে তাদের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে সাহায্য করেন। প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ঝুলিতে এখন ২৪ পয়েন্ট এবং ১০০ পিসিটি% রয়েছে।
আরও পড়ুন শুভমানের ৫ রেকর্ডে 'পরাধীন' ইংরেজরা, ব্রিটিশ তল্লাটে উড়ল ভারতের পতাকা
শ্রীলঙ্কা দ্বিতীয়, ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ০ পয়েন্ট এবং ০ পিসিটি% নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। গত মাসে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকে ১-০ তে হারিয়ে শ্রীলঙ্কা এখনও দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের ঝুলিতে আছে ১৬ পয়েন্ট এবং ৬৬.৬৭ পিসিটি%।
আরও পড়ুন এই ৫ ক্রিকেটারই এজবাস্টনে জেতাল ভারতকে, গর্বিত গোটা দেশ