IND vs ENG: এক সুযোগেই বাজিমাত, বল হাতে 'তাণ্ডব' আকাশ দীপের! এবার কার জায়গায় ফিরবেন বুমরাহ?

Akash Deep Edgbaston Test: এজবাস্টন টেস্ট ম্য়াচে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলতে নেমেছিলেন আকাশ দীপ। কিন্তু, পরিবর্ত ক্রিকেটার হিসেবে নেমে তিনি যে পারফরম্য়ান্স করলেন, তা দেখে বলা যেতেই পারে লর্ডস টেস্টের প্রথম একাদশে অনায়াসে সুযোগ পাবেন।

Akash Deep Edgbaston Test: এজবাস্টন টেস্ট ম্য়াচে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলতে নেমেছিলেন আকাশ দীপ। কিন্তু, পরিবর্ত ক্রিকেটার হিসেবে নেমে তিনি যে পারফরম্য়ান্স করলেন, তা দেখে বলা যেতেই পারে লর্ডস টেস্টের প্রথম একাদশে অনায়াসে সুযোগ পাবেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Akash Deep

টিম ইন্ডিয়ার তারকা পেসার আকাশ দীপ

Akash Deep Wickets: বার্মিংহাম টেস্ট ম্য়াচের (IND vs ENG 2nd Test Match) জন্য টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যখন প্রথম একাদশ ঘোষণা করেছিল, সেইসময় অনেকেই শুভমান গিলের (Shubman Gill) সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) অনুপস্থিতিতে অনেকেই ভারতের বোলিং ডিপার্টমেন্টকে 'দুর্বল' তকমা দিয়েছিলেন। তবে আশা করা যেতে পারে, ম্যাচের শেষ দিন হয়ত এই চিন্তাভাবনা অনেকটাই বদলে গিয়েছে।

Advertisment

এই ম্য়াচে জসপ্রীত বুমরাহের বদলে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন আকাশ দীপ। ইতিমধ্যে বাংলার এই পেস ব্যাটারি বল হাতে ইংরেজদের শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন। সঙ্গে ভয়ের খোলসে ঢুকে গিয়েছেন টিম ইন্ডিয়ারই একজন ক্রিকেটার! আশঙ্কা করছেন, লর্ডস টেস্টে হয়ত তাঁর নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারে।

IND vs ENG: তৃতীয় টেস্টেই ফিরছেন রোহিত-বিরাট? আনন্দে আত্মহারা ভারতীয় ক্রিকেট সমর্থকরা

বার্মিংহামে তাণ্ডবলীলা চালাচ্ছেন আকাশ দীপ

Advertisment

অনেকদিন পর আবারও ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে আকাশ দীপকে দেখতে পাওয়া গিয়েছে। এই টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ৪ উইকেট শিকার করেছিলেন। তৃতীয় ওভারেই বেন ডাকেট এবং অলি পোপকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এর পাশাপাশি সেঞ্চুরিয়ন হ্যারি ব্রুককেও তিনি আউট করে দেন। অলরাউন্ডার ক্রিস ওকসের উইকেটও শিকার করেন তিনি।

IND vs ENG: দৃষ্টিহীন খুদে ভক্তের ইচ্ছাপূরণ যশস্বীর, এজবাস্টনে মর্মস্পর্শী ঘটনা, চোখে জল আসবে Video দেখলে

প্রথম ইনিংসে আকাশ দীপ ৫ উইকেট শিকারের সুযোগ হাতছাড়া করলেও, তাঁর বোলিং সকলের নজর কেড়েছিল। দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেটের মধ্যে চারটেই আকাশ দীপ শিকার করেছেন। ইংরেজ ব্যাটিং ব্রিগেডের টপ অর্ডারকে কার্যত বিধ্বস্ত করে দেন তিনি। আর সেকারণে লর্ডস টেস্টেও তাঁর জায়গাটা কার্যত পাকা হয়েই গিয়েছে।

IND vs ENG Shubman Gill: সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের

চাপ বাড়ল প্রসিদ্ধ কৃষ্ণার উপরে

বার্মিংহাম টেস্ট ম্য়াচে আকাশ দীপ যেভাবে ব্যাট করছেন, সেটা দেখার পর আশা করা যেতেই পারে যে লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচেও শুভমান গিলের ভরসা কুড়োতে পারবেন। পাশাপাশি মহম্মদ সিরাজও এখনও পর্যন্ত ৭ উইকেট শিকার করে ফেলেছেন। এই পরিস্থিতিতে তিনিও যে লর্ডস টেস্টে খেসবেন, তা বলা যেতেই পারে। তবে এই টেস্ট ম্যাচে সবথেকে বেশি হতাশ করেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। এই পরিস্থিতিতে তৃতীয় টেস্ট ম্যাচের প্রথম একাদশে তিনি সুযোগ পাবেন কি না, তা নিয়ে আলোচনা হতেই পারে।

IND vs ENG: দু'বেলা ভরত না পেট, বাবা চাইতেন 'সরকারি চাকরি'! এই ১ সিদ্ধান্তই বদলে দেয় আকাশদীপের জীবন

কারণ দ্বিতীয় টেস্টে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। লর্ডস টেস্টে চোখ বন্ধ করে তাঁকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ফেরানো হবে। এই পরিস্থিতিতে হয়ত প্রসিদ্ধ কৃষ্ণার জায়গায় তিনি টিম ইন্ডিয়ায় ঢুকতে পারেন। তৃতীয় টেস্টে সিরাজ-আকাশ এবং বুমরাহের ত্রিফলা আক্রমণ ইংরেজদের কালঘাম ছোটাতে পারে।

Indian Cricket Team Jasprit Bumrah Shubman Gill Akash Deep IND vs ENG 2nd Test Match