Shubman Gill 269 Runs: বার্মিংহাম টেস্টে টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যে আপাতত চালকের আসনে বসে রয়েছে, তা বলা যেতেই পারে। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড (IND vs ENG 2nd Test Match) ৩ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে। অর্থাৎ ভারতের থেকে তারা এখনও ৫১০ রানে পিছিয়ে রয়েছে।
কিন্তু, দ্বিতীয় দিন এমন একটি ঘটনার সাক্ষী থাকলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা, যা হয়ত তাঁরা কোনওদিন কল্পনাও করতে পারেননি। ব্যাট করার সময় আচমকাই মাথা গরম করে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। সেইসঙ্গে সতীর্থ ব্যাটার আকাশ দীপকে তিনি যা নয় তাই বললেন। কী হয়েছে ঘটনাটি, আসুন সবিস্তারে জেনে নেওয়া যাক।
Shubman Gill Century IND vs ENG 2nd Test: লিডসের পর এজবাস্টন, শুভমানের শতরানে স্বস্তিতে ভারত
ঘটনাটি দ্বিতীয় দিন টি-ব্রেকের ঠিক আগের। শুভমান একটি দ্রুত সিঙ্গল নিতে চাইছিলেন। কিন্তু, দৌড়ানোর জন্য একেবারে প্রস্তুত ছিলেন না আকাশ দীপ। টিম ইন্ডিয়ার এই লোয়ার অর্ডার ব্যাটার, যাবেন কি যাবেন না সেটাই ঠিক করতে পারছিলেন না। এমন সময় মিড অনে দাঁড়িয়ে ছিলেন অলি পোপ। তিনি ডানদিকে ডাইভ দিয়ে বলটা ধরেন এবং উইকেটকিপারের দিকে ছুঁড়ে দেন।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/07/04/shubman-record-2-gfx-2025-07-04-01-19-04.png)
যদিও পোপের থ্রো একেবারে নিশানায় ছিল না। সেকারণে আকাশ দীপ আরও খানিকটা অতিরিক্ত সময় পেয়ে যান। আর ক্রিজে ঢুকে আসেন। নন-স্ট্রাইকার এন্ডে শুভমান ফিরে যাওয়ার পর চটে লাল হয়ে যান। আকাশ দীপকে চিৎকার করে তিনি বললেন, 'দেখ কেয়া রহা হে? ভাগ জলদি সে (দেখছিস কী ভাই? জলদি রান নে)।' ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর শুভমান এই প্রথমবার কোনও সতীর্থ ক্রিকেটারের উপর চিৎকার করলেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।
Shubman Gill Double Century: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস শুভমান গিলের, প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসাবে বিরাট রেকর্ড
দেখে নিন ভিডিও:
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন ভারতীয় ক্রিকেট দল কার্যত রাজত্ব করেছে। আরও সংক্ষিপ্তভাবে বলতে গেলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ইংরেজ বোলারদের কড়া হাতে শাসন করলেন। দ্বিতীয় দিন তাঁর ব্যাট থেকে ২৬৯ রানের একটা ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এছাড়া শুভমানকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা (৮৯) এবং ওয়াশিংটন সুন্দর (৪২)। সেই সুবাদে ভারত প্রথম ইনিংসে ৫৮৭ রানের বিশাল টার্গেট খাড়া করে।
Shubman Gill 5 Records: ইংল্যান্ডে নয়া ইতিহাস শুভমানের, ৫ রেকর্ডে শ্রেষ্ঠ আসনে ভারত অধিনায়ক
এই ম্য়াচে জসপ্রীত বুমরাহের জায়গায় খেলানো হয়েছে আকাশ দীপকে। দ্বিতীয় দিনের শেষবেলায় তিনি জোড়া উইকেট শিকার করেন। এছাড়া একটি উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। তৃতীয় দিনের প্রথম সেশনে ভারতীয় বোলাররা যদি আরও দুটো উইকেট তুলে নিতে পারে, তাহলে ইংল্যান্ড যে ফলো-অনের দিকে এগিয়ে যাবে, তা বলার অপেক্ষা রাখে না।