IND vs ENG 3rd Test Match: ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচ লর্ডসে (Lord's Cricket Ground) আয়োজন করা হয়েছে। আর কয়েকঘণ্টা পরই পঞ্চম তথা অন্তিম দিনের খেলা শুরু হবে। তবে এই ম্য়াচের পাল্লা কোনদিকে ভারী হবে, তা নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। চতুর্থ দিনের খেলা যে যথেষ্ট রোমাঞ্চকর ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। রবিবার (১৩ জুলাই) দিনের তিনটে সেশন মিলিয়ে মোট ২৪৮ রান উঠেছে। আর পড়েছে ১৪ উইকেট। ম্য়াচের শেষ দিন টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team) জয়ের জন্য ১৩৫ রান করতে হবে। আর ইংল্যান্ডের চাই ৬ উইকেট। এই পরিস্থিতিতে ম্য়াচের শেষদিনে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা বলা যেতেই পারে।
১৯২ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস
চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার পাশাপাশি ইংল্য়ান্ডের ব্যাটিংও শুরু হয়। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের কোনও ব্যাটারই উইকেটে বেশিক্ষণ সময় কাটাতে পারেননি। আর সেকারণেই গোটা দল মাত্র ১৯২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৪০ রান করেন জো রুট। এছাড়া বেন স্টোকস ৩৩ রানের ইনিংস ব্রিটিশ ব্রিগেডকে উপহার দেন। বোলিংয়ের কথা যদি বলতে হয়, তাহলে ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন। এছাড়া বুমরাহ এবং সিরাজ দুটো করে উইকেট তুলে নেন।
IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের সিলেবাসের বাইরে সুন্দর, বিষাক্ত স্পিনে দিশেহারা স্টোকসরা
ভারত হারিয়েছে ৪ উইকেট
১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারতীয় ব্যাটিং ডিপার্টমেন্ট। দ্বিতীয় ওভারেই টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সওয়াল খারাপ শট খেলে প্যাভিলিয়নে ফিরে গেলেন। দ্বিতীয় ইনিংসে তিনি রানের খাতাই খুলতে পারলেন না। এরপর করুণ নায়ার এবং কেএল রাহুল ছোট একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু, খুব বেশিক্ষণ এই পার্টনারশিপ এগোতে পারেনি। আরও একবার ব্যাট হাতে ফ্লপ হলেন করুণ নায়ার। মাত্র ১৪ রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে যান।
IND vs ENG 3rd Test: ৩০ মিনিটে খেলা ঘোরাল ইংল্যান্ড, শেষ দিন ভারতের চাই ১৩৫ রান, হাতে উইকেট মাত্র ৬
অধিনায়ক শুভমান গিল ছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকদের আশা-ভরসা। তিনিও মাত্র ৬ রান করে কার্সের বলে LBW হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। দিনের শেষ ওভারে আকাশদীপ ফিরে যেতেই চতুর্থ ধাক্কা খায় ভারতীয় ক্রিকেট দল। বেন স্টোকস তাঁকে ক্লিন বোল্ড করে দেন। আর এভাবেই টিম ইন্ডিয়া মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। এই জায়গা থেকে ভারতকে যদি জিততে হয়, তাহলে আরও দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। লর্ডসে পঞ্চম দিন ব্যাট করা যে কতটা কঠিন হয়, তা আমরা সকলেই জানি। এই পরিস্থিতিতে ভারত ম্য়াচটা জিততে পারে কি না, সেটা আর মাত্র কয়েকঘণ্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।