IND vs ENG 3rd Test: ৩০ মিনিটে খেলা ঘোরাল ইংল্যান্ড, শেষ দিন ভারতের চাই ১৩৫ রান, হাতে উইকেট মাত্র ৬

IND vs ENG 3rd Test Day 4 Highlights: দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে তুমুল চাপে ভারত। মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে টিম ইন্ডিয়া।

IND vs ENG 3rd Test Day 4 Highlights: দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে তুমুল চাপে ভারত। মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 3rd Test: পর পর উইকেট হারিয়ে বিরাট চাপে ভারত

IND vs ENG 3rd Test: পর পর উইকেট হারিয়ে বিরাট চাপে ভারত

IND vs ENG 3rd Test Day 4 Highlights: লর্ডস টেস্টের চতুর্থ দিনে (IND vs ENG 3rd Test Match) চরম নাটক। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করার পর দ্বিতীয় ইনিংসে তুমুল চাপে ভারত। মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে রীতিমতো ধুকছে টিম ইন্ডিয়া। একে একে প্যাভিলিয়নে ফিরে গেছেন যশস্বী, করুণ এবং শুভমানের মতো টপ অর্ডারের ব্যাটাররা। নৈশপ্রহরী হিসাবে ব্যাট করতে নামা আকাশদীপও উইকেটের পতন আটকাতে পারেননি। বেন স্টোকসের দুর্ধর্ষ ডেলিভারিতে দিনের শেষ বলে ছিটকে যায় তাঁর স্টাম্পস। সবমিলিয়ে ৫০-৫০ অবস্থায় রয়েছে এই টেস্ট। শেষ দিনে ভারতকে জিততে গেলে করতে হবে আরও ১৩৫ রান। আর ইংল্যান্ডের দরকার ৬টি উইকেট।

Advertisment

চতুর্থ দিনে ইংল্যান্ড এবং ভারতের (India vs England) মোট ১৪টি উইকেট পড়ে। দিনের শুরুটা ভারতের হলেও শেষটা করলে ইংল্যান্ড। এদিন ইংল্যান্ড ব্যাটারদের কোমর ভেঙে দেয় টিম ইন্ডিয়া। ভারতের দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ১৯২ রানে। দুর্দান্ত বোলিং সিরিজ-বুমরাহ-সুন্দরের। দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলেন সিরাজ। বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফিরিয়ে তাঁর হিংস্র উল্লাসের জেরে ব্যাপক বিতর্ক হয়। তার পর থেকেই ইংল্যান্ড ব্যাটারদের চেপে ধরে টিম ইন্ডিয়া। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে শেষ হয় ইংরেজদের জারিজুরি।

আরও পড়ুন ইংল্যান্ডের সিলেবাসের বাইরে সুন্দর, বিষাক্ত স্পিনে দিশেহারা স্টোকসরা

Advertisment

লাঞ্চের আগে ইংল্যান্ড ব্যাটিংয়ে আঘাত হানেন আকাশদীপ। হ্যারি ব্রুককে বোল্ড করে ফেরান। তারপরই সারপ্রাইজ প্যাকেজ হিসাবে ইংল্যান্ডের সামনে আসেন ওয়াশিংটন সুন্দর। প্রথমে জো রুট, তারপর জেমি স্মিথ এবং বেন স্টোকসকে আউট করেন সুন্দর। তিনজনেই বোল্ড হন সুন্দরের বিষাক্ত স্পিনে।
রুট এবং স্টোকস ভয়ঙ্কর হয়ে ওঠার পর গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের আউট করে ভারতকে চালকের আসনে বসান সুন্দর। শেষ উইকেট শোয়েব বশিরকে ক্লিন বোল্ড করেন সুন্দর। মাত্র ২২ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট।

আরও পড়ুন 'ভয়ঙ্কর' সুন্দরে জারিজুরি শেষ ইংরেজ ব্যাটারদের, লর্ডস টেস্ট জিততে কত রান চাই ভারতের?

১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আউট হন যশস্বী জয়সোয়াল। ভারতের ওপেনার বিশ্রী শট খেলে আউট হন। তার পর করুণ নায়ার কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কেএল রাহুলের সঙ্গে। কিন্তু তিনিও তাড়াতাড়ি ফিরে যান কার্সের বলে এলবিডব্লু হয়ে। চার নম্বরে ব্যাট করতে নামা শুভমান গিলের উপর অনেক ভরসা ছিল। তবে তিনি এদিন ডুবিয়েছেন। তাঁকেও ফেরান কার্স। দিনের শেষ বলে স্টোকস আউট করেন আকাশদীপকে। নৈশপ্রহরী হিসাবে নামা আকাশদীপের বিশেষ কিছু করার ছিল না। এবার ভারতের আশা-ভরসা সব রাহুল এবং ঋষভ পন্থের কাঁধে। আগামিকাল শেষ দিন ভারতকে জিততে গেলে এই দুই ব্যাটারকে বড় পার্টনারশিপ গড়তেই হবে। নাহলে লর্ডস টেস্টে তীরে এসে তরী ডুববে ভারতের। 

India vs England IND vs ENG 3rd Test Match