IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের সিলেবাসের বাইরে সুন্দর, বিষাক্ত স্পিনে দিশেহারা স্টোকসরা

IND vs ENG 3rd Test Day 4: স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে ২২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ১০ম উইকেটটি তিনি শোয়েব বশিরকে আউট করে নেন।

IND vs ENG 3rd Test Day 4: স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে ২২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ১০ম উইকেটটি তিনি শোয়েব বশিরকে আউট করে নেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG Washington Sundar: সুন্দরের ঘাতক স্পিন বুঝতেই পারলেন না রুট-স্টোকসরা

IND vs ENG Washington Sundar: সুন্দরের ঘাতক স্পিন বুঝতেই পারলেন না রুট-স্টোকসরা

India vs England 3rd Test Day 4: লর্ডস টেস্টের চতুর্থ দিনে (IND vs ENG 3rd Test Match) ভারতের বিধ্বংসী বোলিংয়ের সামনে কার্যত উড়ে গেছে ইংল্যান্ডের ব্যাটিং। তৃতীয় দিনের শেষ ওভারে জ্যাক ক্রলির সময় নষ্ট করার কৌশল ভারতীয় দলকে আরও উসকে দেয়। এর ফলেই চতুর্থ দিনে ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডকে মাত্র ১৯২ রানে অলআউট করে দেয়। এই কৃতিত্বের বড় অংশীদার ছিলেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), যিনি ইংলিশ ব্যাটারদের একের পর এক চমকে দিয়েছেন।

Advertisment

লাঞ্চ ব্রেকের পর অধিনায়ক বেন স্টোকস ও জো রুট ষষ্ঠ উইকেটের জন্য ৬৭ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছিলেন। তবে সুন্দর তখন অন্য কিছুই ভেবে রেখেছিলেন। অফ স্পিনার সুন্দর জো রুটকে ৪০ রানে বোকা বানিয়ে বোল্ড করে দেন এবং এরপর ইংল্যান্ডের বিধ্বংসী উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথকে মাত্র ৮ রানে ফিরিয়ে দেন। রুট দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন, কিন্তু সুন্দর তাঁর স্টাম্প ছিটকে দেন।

আরও পড়ুন 'ভয়ঙ্কর' সুন্দরে জারিজুরি শেষ ইংরেজ ব্যাটারদের, লর্ডস টেস্ট জিততে কত রান চাই ভারতের?

Advertisment

৪৭তম ওভারে সুন্দর আবার আঘাত হানেন, এইবার জেমি স্মিথকে আউট করেন, যিনি আগের ম্যাচে ভারতকে বেশ ভুগিয়েছিলেন। সুন্দরের ফ্ল্যাট ডেলিভারি স্মিথের ব্যাটের বাইরের প্রান্ত ছুঁয়ে সোজা অফ স্টাম্পে আঘাত করে। এরপর সুন্দর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নেন।

আরও পড়ুন ডাকেটকে আউট করেই কাঁধে ধাক্কা! হিংস্র উল্লাসের চরম মূল্য দিতে হতে পারে সিরাজকে

সুন্দর স্টোকসকে একটি লেংথ বল করেন, যা ভিতরের দিকে ঢুকে যাচ্ছিল। স্টোকস শটের গিয়ার বদলে স্লগ সুইপ করতে গিয়ে হাঁটু মুড়িয়ে বসেন, কিন্তু বল তাঁর ব্যাটের নিচ দিয়ে গিয়ে সোজা স্টাম্পে আঘাত করে। স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ভারতের হয়ে ২২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। ১০ম উইকেটটি তিনি শোয়েব বশিরকে আউট করে নেন।

Washington Sundar India vs England IND vs ENG 3rd Test Match