India vs England: রাত পোহালেই শুরু হয়ে যাবে সাজো-সাজো রব। কয়েকঘণ্টা পরই শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট (IND vs ENG 3rd Test Match) ম্য়াচ। এই ম্য়াচটি লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) আয়োজন করা হচ্ছে। কখন থেকে শুরু হবে এই ম্য়াচটি, সেটা আগে থেকে অবশ্যই জেনে রাখা উচিত। লাঞ্চ এবং টি-ব্রেক কখন হবে? আর রাত ক'টা নাগাদই বা শেষ হবে প্রতিদিনের খেলা? আসুন, এই ব্যাপারে সবিস্তারে আলোচনা করা যাক।
১০ জুলাই দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্য়াচ
লর্ডসে আয়োজিত ভারত (Indian Cricket Team) বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে। ম্যাচ শুরুর আধঘণ্টা আগে অর্থাৎ ঠিক তিনটের সময় আয়োজন করা হবে টস। এই টসের পরই দুই দলের ক্রিকেট অধিনায়ক চূড়ান্তভাবে দলের প্রথম একাদশ ঘোষণা করবে। প্রসঙ্গত, লর্ডস টেস্টে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে অধিনায়ক টস জিতবেন, তিনি কী সিদ্ধান্ত গ্রহণ করেন, সেটাই আপাতত দেখার। এখনও পর্যন্ত প্রথম দুটো ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস টস জিতেছেন। দুটো ম্য়াচেই তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
Shubman Gill 5 Records: লর্ডসেই লেখা হবে ইতিহাস! এই ৫ রেকর্ডের দোরগোড়ায় শুভমান
এই সময়ই নেওয়া হবে বিরতি
দুপুর সাড়ে তিনটে থেকে লর্ডস টেস্টের প্রথম সেশন শুরু হবে। চলবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। এরপর ছ'টা বেজে দশ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন। চলবে রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত। দিনের তৃতীয় তথা অন্তিম সেশন শুরু হবে রাত সাড়ে আটটা থেকে। আর সেটা চলবে সাড়ে দশটা পর্যন্ত। এই সময়েই সাধারণত প্রতিদিন খেলা শেষ হবে। কিন্তু, আম্পায়াররা প্রয়োজন অনুসারে খেলার সময় কখনও কখনও বাড়াতে পারেন। বিশেষ করে যদি কোনওদিন ৯০ ওভারের খেলা সম্ভব না হয়। এই সিদ্ধান্তটা আম্পায়ারদেরই গ্রহণ করতে হয়।
IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?
কোথায় দেখতে পাবেন ভারত-ইংল্যান্ড ম্য়াচের লাইভ সম্প্রচার
লর্ডসে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচের লাইভ সম্প্রচার আপনারা সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং জিও হটস্টারে দেখতে পাবেন। তবে যদি আপনার কাছে ডিডি ফ্রি ডিশ থাকে, তাহলে ডিডি স্পোর্টসেও আপনি বিনামূল্যে এই ম্য়াচ উপভোগ করতে পারবেন। এমনিতে প্রথম ২ ম্য়াচে আপনারা জেনেই গিয়েছেন যে কোথায় এই ম্য়াচ দেখা যাবে। তাও আমরা আপনাদের আরও একবার জানিয়ে রাখলাম।