Shubman Gill 5 Records: লর্ডসেই লেখা হবে ইতিহাস! এই ৫ রেকর্ডের দোরগোড়ায় শুভমান

Shubman Gill Records 2025: বিগত কয়েকটা দিনে শুভমান গিলের ক্রিকেট পরিচিতি অনেকটাই বদলে গিয়েছে। চলতি ইংল্য়ান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেই তিনি একাধিক রেকর্ড কায়েম করেছেন।

Shubman Gill Records 2025: বিগত কয়েকটা দিনে শুভমান গিলের ক্রিকেট পরিচিতি অনেকটাই বদলে গিয়েছে। চলতি ইংল্য়ান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব গ্রহণ করেই তিনি একাধিক রেকর্ড কায়েম করেছেন।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Shubman Gill 5 Records

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

Shubman Gill: বিগত কয়েকটা দিনে শুভমান গিলের ক্রিকেট পরিচিতি অনেকটাই বদলে গিয়েছে। ইংল্যান্ড (India vs England) সফরে আসার আগে যখন শুভমানের কাঁধে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নেতৃত্ব তুলে দেওয়া হয়েছিল, তখন অনেকেই ভ্রুঁ কুঁচকেছিলেন। এমন একটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে কীভাবে একজন অনভিজ্ঞ অধিনায়কের কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হল, তা নিয়েও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। কিন্তু, সমালোচকরা তাঁদের যাবতীয় জবাব ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন। লিডসের পর এজবাস্টন - গত ৪ ইনিংসে তিনটে শতরান হাঁকিয়ে শুভমানই হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র।

Advertisment

এবার পালা তৃতীয় টেস্ট ম্য়াচের (IND vs ENG 3rd Test Match)। সিরিজের তৃতীয় টেস্ট ম্য়াচটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) আয়োজন করা হবে। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে এই ম্য়াচ। সিরিজের পরিপ্রেক্ষিতে তৃতীয় টেস্ট ম্য়াচের গুরুত্ব অপরিসীম। কারণ ইংল্যান্ড এবং ভারত ইতিমধ্যে একটি করে টেস্ট ম্য়াচে জয়লাভ করেছে। তৃতীয় টেস্ট ম্য়াচে যে দল জয়লাভ করবে, সিরিজের পাল্লা তাদের দিকেই ভারি হয়ে যাবে। যাইহোক, এই তৃতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ৫ অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আসুন, সেগুলো নিয়ে একবার আলোচনা করা যাক।

মাত্র ১৮ রান করলেই ইতিহাস গড়বেন শুভমান গিল

Advertisment

Shubman Gill Insert (4)

ইংল্যান্ডের বিরুদ্ধে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে শুভমান গিলের সামনে একটি বড় রেকর্ডের হাতছানি রয়েছে। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের হাতছানি। আপাতত এই রেকর্ডটি রাহুল দ্রাবিড়ের দখলেই রয়েছে। ২০০২ সালের ইংল্যান্ড সফরে তিনি ৬ ইনিংসে মোট ৬০২ রান করেছিলেন। ব্যাটিং গড় ১০০.৩৩। এরমধ্যে তিনটে সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি ছিল। এরপর এই তালিকায় দ্বিতীয় স্থানে নাম রয়েছে বিরাট কোহলি। ২০১৮ সালের ইংল্যান্ড সফরে তিনি ১০ ইনিংসে ৫৯.৩০ ব্যাটিং গড়ে মোট ৫৯৩ রান করেন। এবার এই তালিকায় ৫৮৫ রান সংগ্রহ করে তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছেন শুভমান গিল। লর্ডস টেস্টে তিনি যদি আর ১৮ রান করতে পারেন, তাহলে রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি দুজনকেই একসঙ্গে টেক্কা দিতে পারবেন।

Shubman Gill Century: শুভমানের সেঞ্চুরিতে 'বধ' ইংরেজরা, অনন্য রেকর্ড গড়লেন ক্যাপ্টেন গিল

ইংল্যান্ডের বিরুদ্ধে এক সিরিজে সর্বাধিক রান

Shubman Gill Insert (3)

এ তো গেল শুধুমাত্র ইংল্যান্ডের মাটিতে রেকর্ডের কথা। কিন্তু, ভারত এবং ইংল্যান্ড দুটো দেশ মিলিয়ে যদি এই রেকর্ডের কথা আলোচনা করা যায়, তাহলে সর্বাধিক রানের রেকর্ডটি ভারতীয় ক্রিকেট দলের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের ঝুলিতে রয়েছে। গত বছর দেশের মাটিতে জয়সওয়াল ইংল্য়ান্ডের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে (পাঁচ ম্য়াচে) মোট ৭১২ রান করেছিলেন। প্রথম দুটো টেস্ট ম্য়াচেই শুভমান ৫৮৫ রান করে ফেলেছেন। যশস্বীর এই রেকর্ড ভাঙার জন্য তাঁকে আর ১২৮ রান করতে হবে। লর্ডস টেস্টে যদি একটা শতরান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসে, তাহলেই কেল্লাফতে। হোম এবং অ্যাওয়ে টেস্ট সিরিজ মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বাধিক রানের রেকর্ড কায়েম করতে পারবেন তিনি। 

IND vs ENG Shubman Gill: সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের

৭৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেন শুভমান

Shubman Gill Insert (2)

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে এই টেস্ট সিরিজের প্রথম ম্য়াচেই শতরান হাঁকিয়েছিলেন শুভমান গিল। দ্বিতীয় টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে তিনি ২৬৯ রান এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করেন। ভারতীয় ক্রিকেট দলের হয়ে এক টেস্ট ম্য়াচে সর্বাধিক রানের (৪৩০) রেকর্ড ইতিমধ্যেই তিনি কায়েম করে ফেলেছে। এজবাস্টনের পর লর্ডসেও শুভমানের জন্য একটি বড় রেকর্ড অপেক্ষা করছে। যদিও এই রেকর্ড শুধুমাত্র শুভমানই নন, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল যে কেউ ভাঙতে পারেন।

IND vs ENG Shubman Gill: সামান্য ভুলেই সর্বনাশ! বাতিল হতে পারে ২৫০ কোটির চুক্তি, মাথায় হাত শুভমানের

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবথেকে বড় টেস্ট ইনিংস রয়েছে ১৮৪ রানের। ১৯৫২ সালে বিনু মাঁকড় এই রেকর্ডটি কায়েম করেছিলেন। আজ পর্যন্ত কোনও ভারতীয় ব্যাটার সেটা ভাঙতে পারেননি। কিন্তু, প্রথম দুটো ম্য়াচে শুভমান গিল যেভাবে ব্যাটিং পারফরম্য়ান্স করেছেন, সেটা দেখে এই রেকর্ডের কথা আশা করা যেতেই পারে।

5 Records by Shubman Gill: শুভমানের ৫ রেকর্ডে 'পরাধীন' ইংরেজরা, ব্রিটিশ তল্লাটে উড়ল ভারতের পতাকা

ভাঙতে পারেন ডন ব্র্যাডম্য়ানের রেকর্ড

Shubman Gill Insert (1)

শুধুমাত্র তাই নয়, কিংবদন্তী ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের রেকর্ডও ভাঙতে পারেন শুভমান গিল। কীভাবে? অধিনায়ক একটি টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড আপাতত ব্র্যাডম্যানের দখলেই রয়েছে। ১৯৩৬-৩৭ মরশুমের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে ব্র্যাডম্যান ৮১০ রান করেছিলেন। আর শুভমান তো প্রথম দুটো টেস্ট ম্য়াচেই ৫৮৫ রান করে সকলের নজর কেড়েছেন। ব্র্যাডম্যানের এই রেকর্ড ভাঙার জন্য তাঁকে আরও ২২৫ রান করতে হবে। যদি লর্ডস টেস্টে জোড়া ইনিংসেই তিনি একটি করে শতরান হাঁকাতে পারেন, তাহলে এই রেকর্ড অসম্ভব নয়। নাহলে, সিরিজের আরও ২ ম্য়াচ অবশ্য বাকি থাকবে।

IND vs ENG Shubman Gill: এজবাস্টনে জিতেও খুশি নন শুভমান, এর পিছনে কারণটা জানেন?

একটি টেস্ট সিরিজে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড

Shubman Gill Insert

চলতি ইংল্যান্ড সফরে এক নতুন শুভমান গিলকে আবিষ্কার করেছে গোটা ক্রিকেট বিশ্ব। প্রথম ২ টেস্ট ম্য়াচেই (লিডস এবং এজবাস্টন) তিনি তিনটে শতরান হাঁকিয়ে ফেলেছেন। এরমধ্যে আবার একটি ডবল সেঞ্চুরিও রয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ক্লাইভ ওয়ালকট এক অনন্য রেকর্ড কায়েম করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই টেস্ট সিরিজে তিনি পাঁচটি শতরান হাঁকান। এই রেকর্ডটি আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। শুভমান যদি লর্ডসের ঐতিহাসিক ময়দানে জোড়া শতরান হাঁকাতে পারেন, তাহলে ওয়ালকটকে স্পর্শ করতে পারবেন। কাজটি কঠিন হলেও, শুভমানের অভিধানে বোধহয় অসম্ভব বলে কিছু নেই।

Indian Cricket Team Shubman Gill India vs England IND vs ENG 3rd Test Match Lord's Cricket Ground