New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/09/rishabh-pant-3-2025-07-09-22-40-41.jpg)
ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ
IND vs ENG Playing XI: তৃতীয় টেস্ট ম্য়াচের জন্য ইংল্যান্ড ক্রিকেট দল ইতিমধ্যে প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। ব্রিটিশ ক্রিকেট দলে কামব্যাক করছেন জোফ্রা আর্চার। এবার টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে মুখ খুললেন ঋষভ পন্থ।
ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ
India vs England: আগামী ১০ জুলাই থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্য়াচ (IND vs ENG 3rd Test Match) আয়োজন করা হবে। এই ম্যাচটি ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) খেলা হচ্ছে। ম্যাচ শুরু হওয়ার একদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট দল তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। অন্যদিকে, টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রথম একাদশ নিয়ে সাসপেন্স এখনও রয়েছে অব্যাহত। ম্যাচ শুরুর আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। তৃতীয় টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কেমন হবে, এই ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু, ঋষভ স্পষ্টভাবে কিছু জানালেন না।
এজবাস্টনে আয়োজিত দ্বিতীয় টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ৩৩৬ রানে জয়লাভ করেছিল। ওই ম্য়াচের পর টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল স্পষ্ট করে দিয়েছিলেন, তৃতীয় টেস্ট ম্য়াচে কামব্যাক করতে চলেছেন জসপ্রীত বুমরাহ। কিন্তু, কার জায়গায় বুমরাহ কামব্যাক করতে চলেছে, সেই ব্যাপারে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। আপাতত ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশ কেমন হতে চলেছে, তা নিয়ে সকলের মনে অযাচিত প্রশ্ন উঁকি মারতে শুরু করেছে।
IND vs ENG 3rd Test Match: কখন শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট? নোট করে রাখুন ম্যাচের সময়
তৃতীয় টেস্ট ম্য়াচের একদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ঋষভ পন্থ সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন। টিম ইন্ডিয়ার প্রথম একাদশ নিয়ে তিনিও গোপনীয়তা বজায় রাখলেন। প্রেস কনফারেন্সে ভারতীয় ক্রিকেট দলের প্লেইং ইলেভেন নিয়ে ঋষভকে প্রশ্ন করা হয়েছিল। জবাব দিতে গিয়ে ঋষভ বললেন, 'আসুন আপনাদের সেই কথাটাই জানিয়ে দিই।'
Rishabh Pant on facing Jofra Archer 🔥 pic.twitter.com/2qOWqnxMCA
— ִ ࣪𖤐 (@twitfrenzy_) July 9, 2025
পন্থের কথায়, টিম ইন্ডিয়ার কাছে আপাতত প্রত্যেকটা বিকল্প রাস্তাই খোলা রয়েছে। আর সেগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। কখনও-কখনও ২ দিনের মধ্যেই উইকেটের চরিত্র একেবারে বদলে যায়। সেই কথাটা মাথায় রেখেই আমরা প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। আমরা ৩+১ (তিন পেসার, ১ স্পিনার) না ৩+২ (তিন পেসার, ১ স্পিনার/অলরাউন্ডার) ফরমেশনে দলগঠন করব, সেই সিদ্ধান্তটা নিতে হবে। এই মন্তব্যের পর একটা বিষয় স্পষ্ট হয়েই গেল যে টিম ইন্ডিয়া ম্য়াচের দিন সকালে উইকেট দেখেই প্রথম একাদশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ প্লেয়িং ইলেভেন নিয়ে ১০ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে গম্ভীর-গিল জুটি। আপাতত এই ম্য়াচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে কারা সুযোগ পান, সেটাই এখন দেখার।
IND vs ENG: নিজের পায়েই কুড়ুল মারছে ইংল্যান্ড! কালিদাস হবেন বেন স্টোকস?
তৃতীয় টেস্ট ম্য়াচের জন্য ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, শোয়েব বশীর।