IND vs ENG 3rd Test Day 4 England allout: লর্ডস টেস্টে চতুর্থ দিনে (IND vs ENG 3rd Test Match) ইংল্যান্ড ব্যাটারদের কোমর ভেঙে দিল টিম ইন্ডিয়া। ভারতের দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের জেরে ইংল্যান্ডের ইনিংস শেষ ১৯২ রানে। দুর্দান্ত বোলিং সিরিজ-বুমরাহ-সুন্দরের। দিনের শুরুতে ইংল্যান্ডের প্রথম উইকেট ফেলেন সিরাজ। বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফিরিয়ে তাঁর হিংস্র উল্লাসের জেরে ব্যাপক বিতর্ক হয়। তার পর থেকেই ইংল্যান্ড ব্যাটারদের চেপে ধরে টিম ইন্ডিয়া। শেষ দিকে একের পর এক উইকেট হারিয়ে শেষ হয় ইংরেজদের জারিজুরি।
বুমরাহ (Jasprit Bumrah) শুরুতে সাফল্য না পেলেও টি-ব্রেকের পর জ্বলে ওঠেন। ইংল্যান্ডের টেলএন্ডারদের পর পর ফিরিয়ে সাফল্য দেন বুমরাহ। জসপ্রীত বুমরাহ ক্রিস ওকসকে আউট করে ভারতের জন্য নবম উইকেট তুলে নেন। বুমরাহ ওকসকে মাত্র ১০ রানে ক্লিন বোল্ড করে দেন।
আরও পড়ুন ডাকেটকে আউট করেই কাঁধে ধাক্কা! হিংস্র উল্লাসের চরম মূল্য দিতে হতে পারে সিরাজকে
ক্যাপ্টেন বেন স্টোকসকে ফেরান ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। সুন্দরের বলে বোল্ড হন স্টোকস। সুন্দরের দুরন্ত ঘূর্ণি ঠিকভাবে বুঝতে পারেননি আর বল সোজা গিয়ে স্টাম্পে লাগে। বেন স্টোকস মাত্র ৩৩ রান করেই আউট হন। তার আগে জো রুট এবং জেমি স্মিথকে ফেরান সুন্দর। রুট, স্মিথ এবং স্টোকস তিনজনেই সুন্দরের ঘূর্ণির প্যাঁচে পড়ে বোল্ড হন। এদিনের সারপ্রাইজ প্যাকেজ ছিলেন সুন্দর। রুট এবং স্টোকস ভয়ঙ্কর হয়ে ওঠার পর গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের আউট করে ভারতকে চালকের আসনে বসান সুন্দর। মাত্র ২২ রান দিয়ে তিনি নেন ৪ উইকেট।
আরও পড়ুন লর্ডস টেস্টের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের! স্টোকসদের প্ল্যান ভেস্তে যেতেই পোয়াবারো ভারতের
বুমরাহ আউট করেন কার্স এবং ওকসকে। দুজনকেই বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান বিশ্বের এক নম্বর বোলার। সবমিলিয়ে লর্ডস টেস্টে পুরোপুরি চালকের আসনে ভারত। ভারতকে লর্ডস টেস্টে জিততে হলে চতুর্থ এবং শেষ ইনিংসে করতে হবে ১৯৩ রান। জিতলেই লর্ডসে নয়া ইতিহাস লিখবে শুভমান গিলের টিম ইন্ডিয়া।
আরও পড়ুন ইংরেজদের ঘিরে ধরে মার! ডাকেটকে আউট করেই হিংস্র উল্লাস সিরাজের, দেখুন Video