IND vs ENG 3rd Test: শুভমানদের পাতে 'গোমাংস'? লর্ডস টেস্টের মেন্যু দেখে তুলকালাম ভারতীয়দের

Lord's Test Beef Controversy: লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেটারদের নাকি মধ্যাহ্নভোজে 'গোমাংস' দেওয়া হয়েছে। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ তুলকালাম শুরু করেছেন।

Lord's Test Beef Controversy: লর্ডস টেস্টে ভারতীয় ক্রিকেটারদের নাকি মধ্যাহ্নভোজে 'গোমাংস' দেওয়া হয়েছে। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ তুলকালাম শুরু করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team (4)

ছবিটি প্রতীকী

India vs England: লর্ডস (Lord's Cricket Ground) টেস্টে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) যে আপাতত বেশ খানিকটা ব্যাকফুটে পৌঁছে গিয়েছে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। তৃতীয় দিনের শুরুটা বেশ ভালই করেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ঋষভ পন্থ (Rishabh Pant) এবং কেএল রাহুল (KL Rahul) ফিরে যাওয়ার পরই ভারতীয় ব্যাটিং অর্ডারে কার্যত থরহরিকম্প দেখা দিয়েছে। ৭৭ ওভার শেষে ভারত ৫ উইকেট হারিয়ে ২৮০ রান করেছে। ব্যাট করছেন নীতিশ কুমার রেড্ডি (৬) এবং রবীন্দ্র জাদেজা (২৩)। প্রথম ইনিংসে ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১০৭ রানে পিছিয়ে রয়েছে।

Advertisment

তবে লর্ডস টেস্টের তৃতীয় দিন আরও একটি কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তা হল লর্ডসের মেন্যু কার্ড। এই তালিকায় যে যে খাবারের কথা উল্লেখ করা হয়েছে, তারমধ্যে দ্বিতীয় স্থানেই রয়েছে 'গোমাংস'। আর এটা দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু করে দিয়েছেন।

KL Rahul Century: চাবকে সিধে করলেন ইংরেজদের, লর্ডসে সেঞ্চুরি হাঁকিয়ে 'লর্ড' রাহুল

Advertisment

আসুন, দেখে নেওয়া যাক তৃতীয় দিন কী কী খাবার দেওয়া হয়েছিল টিম ইন্ডিয়াকে?

  • রুট ভেজিটেবল স্যুপ
  • রোস্টেড ফিলে অফ বিফ
  • ফিলে অফ স্যালমন
  • ল্যাম্ব দো-পেঁয়াজা কারি
  • পনীর অ্যান্ড ব্রকোলি মাখনি
  • হারিশা স্পাইসড কলিফ্লাওয়ার
  • চিকেন কারি
  • সিজনড পোট্যাটো ওয়েজেস
  • বাসমতি চালের ভাত
  • সেদ্ধ করা ব্রকোলি, বিনস এবং মটর
  • ফলের স্যালাড
  • দই

এই তালিকায় দ্বিতীয় স্থানে 'বিফ' দেখেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। অনেকে তো আবার এও বলতে শুরু করেছেন যে ভারতীয় ভাবাবেগকে আঘাত করার জন্যই নাকি ইংরেজরা শুভমানদের পাতে 'গোমাংস' রাখার ব্যবস্থা করেছে। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয় কি না, এখন সেটাই দেখার।

Indian Cricket Team Menu at Lords

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, তৃতীয় দিনের প্রথম সেশনে টিম ইন্ডিয়া বেশ ভালই পারফরম্য়ান্স করেছিল। কেএল রাহুল এবং ঋষভ পন্থের মধ্যে ১০০ রানের পার্টনারশিপও গড়ে ওঠে। কিন্তু, আচমকাই হল ছন্দপতন। লাঞ্চ ব্রেকের ঠিক আগেই রান আউট হয়ে ফিরে যান ঋষভ পন্থ (৭৪)। এই উইকেটটা ইংরেজদের কাছে যে একেবারে বোনাস ছিল, তা বলা যেতেই পারে। তা সত্ত্বেও কোথাও একটা মনে হচ্ছিল যে এই ম্য়াচে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে ভারত।

IND vs ENG 3rd Test: সেঞ্চুরির তাড়াহুড়ো, রাহুলের ভুল সিদ্ধান্তেই আউট ঋষভ? সমালোচনার ঝড়

দিনের প্রথম একটা ঘণ্টা পন্থ এবং রাহুল বেশ দেখেশুনেই ব্যাট করলেন। মাঝমধ্যে ঋষভের ব্যাট থেকে দু'একটা বাউন্ডারি দেখতে পাওয়া যাচ্ছিল। রাহুল পুল শট হাঁকালেও প্রত্যেকটা শটই যথেষ্ট নিয়ন্ত্রণে ছিল। দ্বিতীয় সেশনের শুরুতেই রাহুল তাঁর শতরান পূরণ করেন। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিল, এবার হয়ত তিনি ব্যাটিং গিয়ার পরিবর্তন করবেন। কিন্তু, ওই ১০০ রানেই শোয়েব বশীরের বলে রাহুলকে প্যাভিলিয়নে ফিরতে হয়। নীতিশ এবং জাদেজা টিম ইন্ডিয়ার রান কতদুর টেনে নিয়ে যেতে পারেন, সেটাই আপাতত দেখার।

Rishabh Pant KL Rahul Indian Cricket Team India vs England Lord's Cricket Ground