KL Rahul: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) হেড কোচ গৌতম গম্ভীর কেন যে তাঁকে এতটা ভরসা করেন, সেটা আরও একবার প্রমাণ করে দিলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার কেএল রাহুল। লর্ডস টেস্টের (IND vs ENG 3rd Test Match) প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দলের টপ অর্ডার যখন ইতিমধ্যে প্যাভিলিয়নে ফিরে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাহুলের শতরান ভারতীয় শিবিরকে অবশ্যই একটা আলাদা অক্সিজেন দেবে। যদিও ইংল্যান্ডের থেকে টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১৩৩ রানে পিছিয়ে রয়েছে।
লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে সকলেই শুভমান গিলকে নিয়ে আলোচনা করছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে কেএল রাহুল যে ইংরেজ বোলারদের সিলেবাসের বাইরে কার্যত ছিলেন, তা বলা যেতেই পারে। তবে সিলেবাসের বাইরে থাকলেও তিনিই যে বর্তমান টিম ইন্ডিয়ার 'দ্য ওয়াল', সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন। ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিনই রাহুলের ব্যাট থেকে হাফসেঞ্চুরি (৯৭ বলে ৫০ রান) বেরিয়ে এসেছিল। আর তৃতীয় দিন ১৭৬ বলে তাঁর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এল। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার এই তারকা ওপেনার ১৩ বাউন্ডারি হাঁকালেও, এটাও ছক্কা মারেননি।
সেঞ্চুরি করেই আউট রাহুল
তবে শতরান করার পর রাহুল আর বেশিক্ষণ উইকেটে টিকতে পারলেন না। সেই শোয়েব বশীরের বলেই শিকার হলেন তিনি। ৬৮ ওভারের প্রথম বলটাই রাহুলের ব্যাটের কানা লেগে স্লিপে চলে যায়। সেখানেই কার্যত শিকারি হায়নার মতো ওত পেতে দাঁড়িয়েছিলেন হ্যারি ব্রুক। তিনি ক্যাচ ধরতে কোনও ভুল করেননি। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, শতরান করার পরই রাহুলের মনোসংযোগ নষ্ট হয়ে যায়। আর সেকারণেই বশীরের ডেলিভারিটা তিনি শক্ত হাতে ড্রাইভ করতে গিয়েছিলেন। পরপর ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার উপর যে চাপ অনেকটাই বেড়ে গেল, সেটা আর আলাদা করে বলতে হবে না।
KL Rahul Record: IPL-এ নয়া ইতিহাস কেএল রাহুলের, প্রথম ক্রিকেটার হিসাবে অনন্য কীর্তি
শতরান করেও সমালোচিত কেএল রাহুল
লর্ডস টেস্টে শতরান করেও সমালোচনার মুখে পড়তে হচ্ছে কেএল রাহুলকে। আসলে লাঞ্চ ব্রেকের ঠিক আগেই রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টিম ইন্ডিয়ার উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এই ম্য়াচে ঋষভও বেশ ভালো ছন্দেই ব্যাট করছিলেন। বশীরের ঠিক আগের ওভারেই তৃতীয় বলটা পন্থ কভার পয়েন্টের দিকে ঠেলে দেন। অভিযোগ, রাহুল নাকি নিজের শতরান করার লক্ষ্যেই নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়তে শুরু করেন। এমনকী, বেন স্টোকস বলের একেবারে কাছাকাছি থাকলেও, সেটার তোয়াক্কা করেননি তিনি।
IND vs ENG 3rd Test: সেঞ্চুরির তাড়াহুড়ো, রাহুলের ভুল সিদ্ধান্তেই আউট ঋষভ? সমালোচনার ঝড়
ফলে যা হওয়ার, সেটাই হল। ঋষভ অপর প্রান্তে যাওয়ার আগেই স্টোকসের সরাসরি থ্রো নন স্ট্রাইকার এন্ডে উইকেট ভেঙে দেয়। ৭৪ রানে কার্যত বাধ্য হয়েই প্যাভিলিয়নে ফিরতে হয় পন্থকে। এই আউটের পরই মধ্যাহ্নভোজের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। আপাতত টিম ইন্ডিয়া ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান করেছে।