/indian-express-bangla/media/media_files/2025/07/12/rishabh-pant-run-out-2025-07-12-18-05-00.jpg)
রান আউট হয়ে গেলেন ঋষভ পন্থ
Rishabh Pant: লর্ডস টেস্টে (IND vs ENG 3rd Test Match) তৃতীয় দিনের প্রথম সেশনে বেশ ভাল ব্যাটিং করল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। শনিবারের লাঞ্চ ব্রেকে ভারত ১০৩ রান করলেও একটি উইকেট হারিয়ে ফেলেছে। তাও সেটা একেবারে মধ্যাহ্নভোজের ঠিক আগে। রান আউট হয়ে ফিরে যেতে হল ভারতীয় ক্রিকেট দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে। ঋষভের এই আউট হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুলকে (KL Rahul) অভিযুক্তের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। অভিযোগ একেবারে স্পষ্ট, ঋষভ রান নিতে চাননি। কিন্তু, রাহুলের ভুল সিদ্ধান্তের কারণেই তাঁকে শেষপর্যন্ত দৌড়তে হয়। কী হয়েছিল ঘটনাটি, সবিস্তারে জেনে নেওয়া যাক।
লর্ডস টেস্টে তৃতীয় দিনের খেলা যখন শুরু হয়, ৩ উইকেট হারালেও ১৪৫ রানে দাঁড়িয়েছিল। ৫৩ রানে ব্যাট করছিলেন কেএল রাহুল এবং ১৯ রানে ঋষভ পন্থ। লিডস টেস্টে জোড়া শতরানের পর থেকেই ভারতীয় ক্রিকেট সমর্থকদের ভরসা অর্জন করেছেন ঋষভ। যাইহোক প্রথম সেশনটা বেশ ভালোই কাটছিল। ৮৬ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করলেন টিম ইন্ডিয়ার 'স্পাইডি'। অন্যদিকে, রাহুলও নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন। তিনি ব্যাট করছিলেন ৯৮ রানে।
লাঞ্চ ব্রেকের আগে বড় জোর আর একটা ওভার বাকি ছিল। এমনকী, জিও হটস্টারে ধারাভাষ্য দেওয়ার সময়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন লেগ স্পিনার অনিল কুম্বলে জানিয়েও দেন যে লাঞ্চ ব্রেকে হয়ত টিম ইন্ডিয়া কোনও উইকেট হারাবে না। সেক্ষেত্রে তৃতীয় দিনের প্রথম সেশনে ভারত যে চালকের আসনে থাকবে, তা বলা যেতেই পারে। কুম্বলের মুখ থেকে কথাটা বেরোতে না বেরোতেই ঘটল দুর্ঘটনা। ৬৬ ওভারে বল করতে এসেছিলেন ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশীর। ওভারের তৃতীয় বলটা ঋষভ কভার পয়েন্টের দিকে ঠেলে দেন।
শটটা মারার পর ঋষভের রান নেওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। কারণ, তিনি দেখতে পাচ্ছিলেন বলটা ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকসের হাতে রয়েছে। আর স্টোকসের ফিল্ডিং যে কতখানি ভয়ঙ্কর, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। ইতিমধ্যে নন স্ট্রাইকার এন্ড থেকে দৌড়তে শুরু করেন কেএল রাহুল। তিনি যে কেন ওই ঝুঁকিটা গ্রহণ করলেন, সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অধিকাংশ ক্রিকেট সমর্থকের মতে, লাঞ্চের আগেই রাহুল নিজের সেঞ্চুরিটা পূরণ করতে চাইছিলেন। আর সেকারণেই ঋষভকে তিনি বিপদের মুখে ঠেলে দেন।
দেখে নিন ভিডিও:
RUN OUT! 🙌
— England Cricket (@englandcricket) July 12, 2025
Ben Stokes aims and fires at the stumps and Rishabh Pant is out! ❌ pic.twitter.com/Z9JWwV9aS4
যাইহোক, রাহুলকে দৌড়তে দেখে ঋষভও পড়িমড়ি করে দৌড়তে শুরু করলেন। কিন্তু, ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বেন স্টোকসের ডিরেক্ট থ্রো নন-স্ট্রাইকার এন্ডে উইকেট ভেঙে দেয়। ব্যাটটা স্লাইড করে ঋষভ কোনওমতে ক্রিজে ঢোকার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। ১১২ বলে ৭৪ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়। আর সেইসঙ্গে তৃতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় সেশনের প্রথম বলটা ফেস করবেন কেএল রাহুল। অপর প্রান্তে ব্যাট করার জন্য নীতিশ কুমার রেড্ডি নামেন না রবীন্দ্র জাদেজাকে প্রোমোট করা হয়, সেটাই এখন দেখার।