IND vs ENG: এক 'দীপে' ইংল্যান্ডের রক্ষে নেই! বেঞ্চে বসে আরও ২ 'দীপ', গম্ভীর-শুভমান কি তিনজনকেই লর্ডসে নামাবেন?

IND vs ENG 3rd Test Lords: এক দীপেই ইংল্যান্ডের অবস্থা শোচনীয় হয়েছে, আর এখনও কোচ গৌতম গম্ভীরের হাতে দু’জন ‘দীপ’ রিজার্ভ বেঞ্চে বসে আছেন, স্পিনার কুলদীপ যাদব ও পেসার আর্শদীপ সিং।

IND vs ENG 3rd Test Lords: এক দীপেই ইংল্যান্ডের অবস্থা শোচনীয় হয়েছে, আর এখনও কোচ গৌতম গম্ভীরের হাতে দু’জন ‘দীপ’ রিজার্ভ বেঞ্চে বসে আছেন, স্পিনার কুলদীপ যাদব ও পেসার আর্শদীপ সিং।

author-image
IE Bangla Sports Desk
New Update
IND vs ENG 3rd Test: লর্ডসে ভারতের বোলিং অ্যাটাক কেমন হবে তা নিয়ে জল্পনা?

IND vs ENG 3rd Test: লর্ডসে ভারতের বোলিং অ্যাটাক কেমন হবে তা নিয়ে জল্পনা

Gautam Gambhir Playing XI selection: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের (India vs England) টেস্ট সিরিজে প্রথম ম্যাচ হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। বার্মিংহামে জয়ের নায়ক ছিলেন তরুণ পেসার আকাশ দীপ (Akash Deep)। পুরো ম্যাচে তিনি মোট ১০টি উইকেট নিয়ে ইংল্যান্ড দলকে নতজানু হতে বাধ্য করেন। এক দীপেই ইংল্যান্ডের অবস্থা শোচনীয় হয়েছে, আর এখনও কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) হাতে দু’জন ‘দীপ’ রিজার্ভ বেঞ্চে বসে আছেন, স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)।

Advertisment

আজকের ম্যাচে ইংল্যান্ডের (IND vs ENG 3rd Test Match) বিরুদ্ধে ভারতের একাদশে কে কে সুযোগ পাবেন তা নিয়ে নানা জল্পনা চলছে। সবাই নিজের মতামত দিচ্ছেন, তবে শেষ কথা বলবেন কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। প্রথম টেস্টে হারের পর জসপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) বাইরে বসিয়ে আকাশ দীপকে নামানো হয়েছিল, আর তিনি বাজিমাত করে দিয়েছেন। এখন তাঁর জায়গা প্রায় পাকা। বুমরাহ ফিরলে প্রসিদ্ধ কৃষ্ণকে বসতে হতে পারে। এক দীপ তাণ্ডব দেখিয়েছেন, আর দু’জন দীপ এখনও স্ট্যান্ডবাই!

আরও পড়ুন লর্ডসে সেরা অস্ত্রকে নামাচ্ছে ইংল্যান্ড, 'আসতে দাও মজা হবে', হুঙ্কার ঋষভ পন্থের

Advertisment

১ দীপ তাণ্ডব, ২ দীপ এখনও স্ট্যান্ডবাই 

আকাশ দীপ একাই বার্মিংহাম টেস্টে ইংল্যান্ডের কোমর ভেঙে দেন। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডের মান-সম্মান ধুলোয় মিশিয়েছেন। এখন গম্ভীরের হাতে আরও দু’জন দীপ আছে, যাঁদের একাদশে নেওয়ার দাবি জোরালো হচ্ছে। স্পিনার কুলদীপ যাদবের টেস্ট রেকর্ড ভাল, তবে সুযোগ কম পেয়েছেন। এই চায়নাম্যান স্পিনার যদি সুযোগ পান, তাহলে ইংল্যান্ডের ব্যাটারদের ঘূর্ণির ফাঁদে ফেলতে পারেন। ওয়ান ডে-তে দু’বার হ্যাটট্রিক নেওয়া কুলদীপের জাদু ইংল্যান্ডেও দেখতে চান সমর্থকরা।

আরও পড়ুন তৃতীয় টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ? পন্থের মন্তব্যে তুলকালাম

অন্যদিকে, পেসার আর্শদীপ সিংও প্রস্তুত আছেন। সুইং বোলিংয়ে দারুণ পারদর্শী আর্শদীপের ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতাও আছে। কেন্ট কাউন্টির হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন এবং ২০২৩-২৪ মরশুমে ১৩টি উইকেট নিয়েছেন। যদি গম্ভীর তাঁকে সুযোগ দেন, তবে সুইং বোলিংয়ে তিনিও ইংল্যান্ডের ব্যাটারদের নাচাতে পারেন।

Gautam Gambhir Kuldeep Yadav Shubman Gill Arshdeep Singh Akash Deep India vs England IND vs ENG 3rd Test Match