IND vs ENG: লর্ডসে সেরা অস্ত্রকে নামাচ্ছে ইংল্যান্ড, 'আসতে দাও মজা হবে', হুঙ্কার ঋষভ পন্থের

IND vs ENG 3rd Test: এজবাস্টনে লজ্জাজনক হারের পর আর্চারকে দলে ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস আশাবাদী, ৩০ বছর বয়সী এই স্পিডস্টার ফেরায় বোলিং আক্রমণে নতুন তেজ আর ধার আসবে।

IND vs ENG 3rd Test: এজবাস্টনে লজ্জাজনক হারের পর আর্চারকে দলে ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস আশাবাদী, ৩০ বছর বয়সী এই স্পিডস্টার ফেরায় বোলিং আক্রমণে নতুন তেজ আর ধার আসবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant (1)

Rishabh Pant: ইংল্যান্ড সিরিজে ঋষভ পন্থ এখনও পর্যন্ত দারুণ ব্যাট করছেন

IND vs ENG 3rd Test Lords Day 1: ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) ইংল্যান্ডের পেসার জোফ্রা আর্চারের (Jofra Archer) টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। চার বছরেরও বেশি লম্বা বিরতির পর আজ আবার সাদা জার্সিতে মাঠে নামছেন জোফ্রা আর্চার। লর্ডসের ঐতিহাসিক মাঠে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টের (IND vs ENG 3rd Test Match) আগে আর্চারই সবচেয়ে বড় আলোচনার বিষয়।

Advertisment

এদিকে নিজের বেপরোয়া স্টাইলের জন্য পরিচিত ভারতের সহ-অধিনায়ক ঋষভ পন্থ দু’হাত বাড়িয়ে আর্চারকে স্বাগত জানিয়েছেন। পন্থ বলেছেন, ‘‘যখনই আমি মাঠে নামি, আমি সবসময় ক্রিকেটকে উপভোগ করি এবং নিজের ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি… হ্যাঁ, জোফ্রা আর্চারের বিপক্ষে খেলা দারুণ অভিজ্ঞতা হবে, কারণ সে লম্বা বিরতির পর ফিরছে… আমি খুশি যে ও আবার ফিরে এসেছে।’’

Advertisment

আরও পড়ুন তৃতীয় টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ? পন্থের মন্তব্যে তুলকালাম

দুর্দান্ত ফর্মে ঋষভ পন্থ 

দ্বিতীয় টেস্টে (India vs England) ইংল্যান্ডকে ৩৩৬ রানে উড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় ফিরিয়েছে ভারত। সফরের শুরুতে লিডসে ভারতের পাঁচ উইকেটে হারের পর এই জয় বড় প্রত্যাবর্তন। ঋষভ পন্থ এখনও পর্যন্ত সিরিজে দারুণ ব্যাট করছেন। ৮৫.৫০ গড়ে ৩৪২ রান করেছেন তিনি, যার মধ্যে দ্বিতীয় টেস্টে মাত্র ৫৭ বলে খেলা ৬৫ রানের ঝড়ো ইনিংসও রয়েছে।

আরও পড়ুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ, ভাঙার মুখে সেহওয়াগ-রোহিতের রেকর্ড

বেন স্টোকসের ভরসা জোফ্রা আর্চার 

এজবাস্টনে লজ্জাজনক হারের পর আর্চারকে দলে ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। অধিনায়ক বেন স্টোকস আশাবাদী, ৩০ বছর বয়সী এই স্পিডস্টার ফেরায় বোলিং আক্রমণে নতুন তেজ আর ধার আসবে।

আরও পড়ুন কখন শুরু হবে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট? নোট করে রাখুন ম্যাচের সময়

লর্ডসে আর্চারের বিশেষ রেকর্ড 

জোফ্রা আর্চারের জন্য লর্ডসের মাঠের আলাদা মাহাত্ম্য আছে। এখানেই ২০১৯ বিশ্বকাপের সুপার ওভার করেছিলেন তিনি, যেখানে ইংল্যান্ড প্রথমবার বিশ্বকাপ জেতে। এখানেই তাঁর টেস্ট অভিষেকও হয়েছিল। ফলে এবার লর্ডসে আবার টেস্টে ফিরতে পেরে আর্চারের জন্য নস্ট্যালজিক মুহূর্ত হতে চলেছে।

Rishabh Pant Jofra Archer India vs England IND vs ENG 3rd Test Match