India vs England Lord's Test Day 3 highlights: লর্ডস টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসও। প্রথম ইনিংসে ভারতীয় ক্রিকেট দল ১০ উইকেট হারিয়ে ৩৮৭ রান তুলেছে। অর্থাৎ, ভারত এবং ইংল্যান্ড আপাতত একই জায়গায় দাঁড়িয়ে ছিল। এবার দ্বিতীয় ইনিংসে যে দল ভাল পারফরম্য়ান্স করতে পারবে, লর্ডস টেস্ট ম্য়াচে তারাই শেষপর্যন্ত জিততে পারবে। দিনের শেষে ইংল্যান্ড আপাতত ২ রানে এগিয়ে রইল।
ইটের জবাব পাটকেল দিল ভারত
টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব শুভমান গিলের হাতে আসার পর থেকেই গোটা দলের ভোল একেবারে বদলে গিয়েছে। আগের তুলনায় যেন আরও বেশি বেড়ে গিয়েছে জেতার খিদে। লর্ডস টেস্টে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম ইনিংসে তারা ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। জো রুটের ব্যাট থেকে ১০৪ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে এসেছিল। রুটের এই সেঞ্চুরির পাল্টা জবাব দিলেন টিম ইন্ডিয়ার ওপেনার কেএল রাহুল। তিনিও ১০০ রান করে টিম ইন্ডিয়ার মানরক্ষা করলেন। তবে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ঋষভ পন্থ (৭৪) এবং রবীন্দ্র জাদেজার (৭২) অবদান ভুলে গেলে চলবে না।
IND vs ENG 3rd Test: শুভমানদের পাতে 'গোমাংস'? লর্ডস টেস্টের মেন্যু দেখে তুলকালাম ভারতীয়দের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালের পর থেকে এই প্রথমবার ভারত এবং ইংল্যান্ড কোনও টেস্ট ম্য়াচের প্রথম ইনিংসে একই রান করল। অনেকে তো আবার খানিক ইংল্যান্ডকে কটাক্ষ করে বলতে শুরু করেছেন, প্রথম ইনিংসে ভারতই এগিয়ে রয়েছে। কারণ টিম ইন্ডিয়া যেখানে ৪৮ বাউন্ডারি হাঁকিয়েছে, ইংল্যান্ড সেখানে হাঁকিয়েছে ৪১ বাউন্ডারি। তৃতীয় দিনের তৃতীয় সেশনে অবশ্য ভারত ব্যাট হাতে নজর কাড়তে পারেনি। মাত্র ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে। লোয়ার মিডল অর্ডারে অর্ডারে জাদেজা যেভাবে লড়াই করলেন তা সত্যিই প্রশংসনীয়। প্রথমদিকে নীতিশ রেড্ডি তাঁকে কিছুটা হলেও সঙ্গ দেন। এরপর ওয়াশিংটন সুন্দরের সঙ্গে গড়ে ওঠে ৫০ রানের পার্টনারশিপ।
IND vs ENG 3rd Test Updates: বাদ দেওয়ার জন্য উঠেছিল জোর সওয়াল, হাফসেঞ্চুরি হাঁকিয়ে যোগ্য জবাব 'অসময়ের বন্ধু' জাদেজার
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাট করতে নামলে, আবারও ঋষভ পন্থের অনুপস্থিতি চোখে পড়ল। তাঁর জায়গায় উইকেটকিপিং করতে নামলেন ধ্রুব জুরেল। ব্রিটিশ ব্যাটারদের যে নিয়মরক্ষার খাতিরেই ব্যাট করতে নামতে হল, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। ইংল্যান্ডের হয়ে ব্যাট করতে নেমেছিলেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ওভার করতে আসেন জসপ্রীত বুমরাহ। আগামীকাল ইংল্যান্ডের ১০ উইকেট টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট কুপোকাত করতে পারে কি না, সেটাই এখন দেখার।