IND vs ENG 3rd Test Updates: বাদ দেওয়ার জন্য উঠেছিল জোর সওয়াল, হাফসেঞ্চুরি হাঁকিয়ে যোগ্য জবাব 'অসময়ের বন্ধু' জাদেজার

Ravindra Jadeja Half Century: লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার 'অসময়ের বন্ধু' হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ৩ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। ভারতীয় ক্রিকেট দলকে বিপদ থেকে টেনে তুললেন জাদেজা।

Ravindra Jadeja Half Century: লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার 'অসময়ের বন্ধু' হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর ৩ ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকালেন তিনি। ভারতীয় ক্রিকেট দলকে বিপদ থেকে টেনে তুললেন জাদেজা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ravindra Jadeja Half Century

লর্ডসে হাফসেঞ্চুরি হাঁকালেন রবীন্দ্র জাদেজা

IND vs ENG 3rd Test Match: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে থেকেই রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja) নিয়ে একাধিক মন্তব্য শুনতে পাওয়া গিয়েছিল। অনেকে তো আবার অবসর নিয়েও শুরু করেছিলেন রটনা। কিন্তু, নিন্দুকদের মুখে কার্যত ঝামা ঘষে এক নয়া রেকর্ড কায়েম করলেন জামনগরের 'রাজপুত্র'। ইংল্যান্ডের মাটিতে টানা তিন ইনিংসে হাঁকালেন নজরকাড়া হাফসেঞ্চুরি।

Advertisment

কুলদীপের বদলে জাদেজাকে খেলানো নিয়ে উঠেছিল প্রশ্ন

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টেস্ট ম্য়াচটা লিডসে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে জাদেজা খুব একটা ভাল পারফরম্য়ান্স করতে পারেননি। এরপর শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরই অবসর গ্রহণ করেছিলেন রবীন্দ্র জাদেজা। সকলে মনে করেছিলেন, লাল বলের ক্রিকেটেও হয়ত তেমনই কোনও সিদ্ধান্ত নেবেন জাদেজা। সেকারণে প্রথম টেস্ট ম্য়াচে ফ্লপ পারফরম্য়ান্সের পরই কুলদীপ যাদবকে টিম ইন্ডিয়ায় ঢোকানোর জন্য নেটপাড়ায় জোর সওয়াল উঠেছিল।

Advertisment

IND vs ENG 3rd Test: শুভমানদের পাতে 'গোমাংস'? লর্ডস টেস্টের মেন্যু দেখে তুলকালাম ভারতীয়দের

ভরসার দাম দিলেন রবীন্দ্র জাদেজা

কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল অবশ্য রবীন্দ্র জাদেজার উপরেই আস্থা রেখেছেন। কারণ একটাই। তাঁরা টিম ইন্ডিয়ার প্রথম একাদশে ব্যাটিং গভীরতা চান। ইংল্যান্ডের পাটা উইকেটে বল যে তেমন ঘুরবে না, সেকথা সকলেই খুব ভাল করে জানতেন। যদি কুলদীপ ভারতের প্রথম একাদশে সুযোগ পেতেন, তাহলে তিনিও কতগুলো উইকেট শিকার করতেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু, শেষপর্যন্ত এই ডুয়েলে বাজিমাত করলেন রবীন্দ্র জাদেজা। আর সেটাও ব্যাটিং দক্ষতার কারণে।

IND vs ENG 3rd Test: সেঞ্চুরির তাড়াহুড়ো, রাহুলের ভুল সিদ্ধান্তেই আউট ঋষভ? সমালোচনার ঝড়

টানা ৩ ইনিংসে অর্ধশতরান

ইতিপূর্বে এজবাস্টনের জোড়া ইনিংসে জাদেজা যথাক্রমে ৮৯ এবং ৬৯ (অপরাজিত) রান করেছিলেন। লর্ডসেও যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন টিম ইন্ডিয়ার অবস্থা খুব একটা অনুকূল ছিল না। লাঞ্চের ঠিক পরেই শতরান হাঁকিয়ে আউট হয়ে যায় কেএল রাহুল। তার আগে উইকেটে সেট হয়ে ফিরে গিয়েছেন ঋষভ পন্থও (৭৪)। এই জায়গা থেকেই নবাগত নীতিশ কুমার রেড্ডির সঙ্গে পার্টনারশিপ গড়ে তোলেন রবীন্দ্র জাদেজা। ষষ্ঠ উইকেটে তাঁদের মধ্যে ৭২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ৩০ রান করে নীতিশ ফিরে গেলেও, ব্যাট হাতে নবাবিয়ানা চালিয়ে যান জাদেজা। অবশেষে ৮৭ বলে হাফসেঞ্চুরি পূরণ করলেন তিনি। হাঁকিয়েছেন পাঁচটি বাউন্ডারি। আপাতত ব্যাট করতে নেমেছেন ওয়াশিংটন সুন্দর। ১০৫ ওভার শেষে ভারতীয় ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ৩৫২ রান করেছে। প্রথম ইনিংসে এখনও ইংল্যান্ডের থেকে ৩৫ রানে পিছিয়ে রয়েছে ভারত। এই হাফসেঞ্চুরিকে তিনি শতরান রূপান্তর করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

Ravindra Jadeja India vs England IND vs ENG 3rd Test Match