IND vs ENG 3rd Test: লর্ডস টেস্টের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের! স্টোকসদের প্ল্যান ভেস্তে যেতেই পোয়াবারো ভারতের

IND vs ENG 3rd Test Day 4: গত বছর বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন বশির। চলতি সিরিজে তিনি এখন পর্যন্ত মোট নয়টি উইকেট নিয়েছেন।

IND vs ENG 3rd Test Day 4: গত বছর বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন বশির। চলতি সিরিজে তিনি এখন পর্যন্ত মোট নয়টি উইকেট নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shoaib Bashir Injured: চোটের কারণে বশির ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না।

Shoaib Bashir Injured: চোটের কারণে বশির ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না।

Injured England Spinner Shoaib Bashir doubtful for 4th test: ইংল্যান্ডের তারকা স্পিনার শোয়েব বশির (Shoaib Bashir) শনিবার (১২ জুলাই) লর্ডসে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test Match) ভারতের প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন। ২১ বছর বয়সী এই স্পিনার তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে রবীন্দ্র জাডেজাকে বল করতে গিয়ে বাঁ হাতের ছোট আঙুলে চোট পান। শোনা যাচ্ছে, এই চোটের কারণে বশির ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারবেন না।

Advertisment

চোট লাগার পরই বশির মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং আর প্রথম ইনিংসে বল করতে নামেননি। ইংল্যান্ড দল আশা করছিল, তিনি অন্তত বিকেলের সেশনে আবার বল করতে পারবেন, কিন্তু তিনি আর মাঠে ফেরেননি।

আরও পড়ুন ইংরেজদের ঘিরে ধরে মার! ডাকেটকে আউট করেই হিংস্র উল্লাস সিরাজের, দেখুন Video

Advertisment

ক্রিকইনফো-এর রিপোর্ট অনুযায়ী, চতুর্থ দিনের খেলার আগে তিনি প্র্যাকটিস পিচে কিছুটা বল করেছিলেন। সে সময় তাঁর বাঁ হাতের চতুর্থ ও পঞ্চম আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল। তবে তিনি ব্যাটিং করতে পারবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট চতুর্থ দিনের সকালে এক বিবৃতিতে জানিয়েছে, “বাঁ হাতের ছোট আঙুলে চোট পাওয়ার পর শোয়েব বশিরের উপর নজর রাখা হচ্ছে এবং আশা করা যাচ্ছে যে তিনি চতুর্থ ইনিংসে বল করবেন। তৃতীয় ইনিংসে তিনি ব্যাট করতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত খেলার পরিস্থিতি দেখে নেওয়া হবে। ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টে তাঁর অংশগ্রহণ ম্যাচ শেষ হওয়ার পর পর্যালোচনা করা হবে।”

আরও পড়ুন ভাঙল ৫০ বছরের পুরনো রেকর্ড, টেস্ট ক্রিকেটে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার

গত বছর বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেছিলেন বশির। চলতি সিরিজে (India vs England) তিনি এখন পর্যন্ত মোট নয়টি উইকেট নিয়েছেন। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি কে.এল. রাহুলকে আউট করেন, যিনি তখন ১০০ রান করেছিলেন। যদি বশির ম্যানচেস্টারে পরের টেস্টের জন্য ফিট না হন, তাহলে ইংল্যান্ড লিয়াম ডসন, জ্যাক লিচ বা রেহান আহমেদকে খেলানোর কথা ভাবতে পারে।

India vs England IND vs ENG 3rd Test Match