Mohammed Siraj shows aggression after Ben Duckett wicket: ‘ঘিরে ধরে মারো’ কাকে বলে, সেটা মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বেন ডাকেটের (Ben Duckett) উইকেট নিয়ে প্রমাণ করে দিলেন। লর্ডস টেস্টের চতুর্থ দিনে (IND vs ENG 3rd Test Match) খেলা শুরু হতেই বুমরাহ চাপ তৈরি করতে শুরু করেন। তিনি অতিরিক্ত বাউন্স পাচ্ছিলেন, যা ইংলিশ ব্যাটারদের অস্বস্তিতে ফেলে দেয়। একদিকে রান আসছিল না, অন্যদিকে শরীরে বারবার বল লাগতে থাকায় ইংলিশ ব্যাটাররা পিছিয়ে যেতে শুরু করে।
এইভাবে ফাঁদ পেতেছিলেন সিরাজ
এরই মধ্যে মহম্মদ সিরাজ দিনের পঞ্চম ও ইংল্যান্ডের (India vs England) ইনিংসের ষষ্ঠ ওভার করতে আসেন। প্রথম দুই বলে কোনও রান হয়নি, তৃতীয় বলে ডাকেট চার মারেন। চতুর্থ বল ছিল লেংথ বল, রান হয়নি। কিন্তু পঞ্চম বলে সিরাজ লেংথটা কিছুটা ছোট করে দেন।
আরও পড়ুন কেন উত্তেজিত হলেন শুভমান? ইংরেজদের নোংরা নাটকের পর্দাফাঁস রাহুলের
১২ বলে ১২ রানেই শেষ
ওটা ছিল শর্ট বল। ডাকেট সেটি মিড অনের দিকে পুল করতে যান, কিন্তু ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি। বল আকাশে উঠে যায় এবং বুমরাহ সহজেই ক্যাচ ধরেন। এভাবে প্রথম ইনিংসে হিরো হয়ে ওঠা ডাকেট দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ বলে ১২ রান করে আউট হয়ে ফেরেন।
উইকেট পেয়ে আগ্রাসী উল্লাস
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রথম উইকেট ছিল এটি। তখন স্কোর ২২ রান। তৃতীয় দিনের শেষ ৬ মিনিটে দুই দলের মধ্যে কথা কাটাকাটির রেশ এদিনও দেখা গেল।
আরও পড়ুন ভাঙল ৫০ বছরের পুরনো রেকর্ড, টেস্ট ক্রিকেটে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার
ডাকেটকে কাঁধে ধাক্কা
উইকেট পেয়ে সিরাজ অতিরিক্ত উত্তেজিত হয়ে ডাকেটের কাছে গিয়ে চোখে চোখ রেখে চিৎকার শুরু করেন। শুধু তাই নয়, তিনি ইংলিশ ওপেনারকে কাঁধ দিয়ে ধাক্কাও দেন।
আম্পায়ারের তিরস্কার
আম্পায়ারদের এটা একেবারেই ভালো লাগেনি। আম্পায়াররা সিরাজকে ডেকে সতর্ক করে দেন। যদি আইসিসি-র কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তাঁকে ডিমেরিট পয়েন্ট বা জরিমানা করা হয়, তাতেও অবাক হওয়ার কিছু নেই।