IND vs ENG 3rd Test Match: ভাঙল ৫০ বছরের পুরনো রেকর্ড, টেস্ট ক্রিকেটে নয়া ইতিহাস টিম ইন্ডিয়ার

India vs England 3rd Test 2025: লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে ভারত এবং ইংল্যান্ডে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ২ রানে এগিয়ে রয়েছে।

India vs England 3rd Test 2025: লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে ভারত এবং ইংল্যান্ডে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ক্রিকেট দল ২ রানে এগিয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Indian Cricket Team Record

টিম ইন্ডিয়া ভেঙে দিল ৫০ বছরের পুরনো রেকর্ড

IND vs ENG 3rd Test Match: চলতি ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) এখনও পর্যন্ত দুর্দান্ত ব্যাটিং পারফরম্য়ান্স করেছে। এই সিরিজে টিম ইন্ডিয়া কতটা ভাল পারফরম্য়ান্স করেছে, সেটা একটা ছোট পরিসংখ্যান দিলেই স্পষ্ট হয়ে যাবে। এই সফরে এখনও পর্যন্ত ৫ ইনিংসের প্রত্যেকটাতেই ভারত ৩৫০-র বেশি রান করতে সফল হয়েছে। পাঁচ ম্য়াচের এই টেস্ট সিরিজের তৃতীয় ম্য়াচটি লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে (Lord's Cricket Ground) আয়োজন করা হয়েছে। এই ম্য়াচের প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দল ৫০ বছরের পুরনো একটি রেকর্ডও কার্যত চুরমার করে দিয়েছে। এই রেকর্ডটি ইতিপূর্বে ওয়েস্ট ইন্ডিজের দখলে ছিল।

Advertisment

বিদেশের মাটিতে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কায়েম করল ভারতীয় ক্রিকেট দল

ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়া যথেষ্ট ইতিবাচক ব্যাটিং করেছে। ব্যাটিং ডিপার্টমেন্টে কেএল রাহুল এবং ঋষভ পন্থ ছাড়া অধিনায়ক শুভমান গিল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। লর্ডস টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ হতে না হতেই ওয়েস্ট ইন্ডিজের ৫০ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। আপাতত বিদেশের মাটিতে এক টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড ভারতীয় ক্রিকেট দল নিজেদের পকেটে পুরে নিয়েছে। এই টেস্ট সিরিজে শুভমানরা এখনও পর্যন্ত ৩৬ ছক্কা হাঁকিয়েছেন। ইতিপূর্বে ১৯৭৪-৭৫ মরশুমে ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে এসে মোট ৩২ ছক্কা হাঁকিয়েছিলেন।

Advertisment

Shubman Gill Controversy Update: অসভ্যতা করেও শোধরাল না ইংল্যান্ড, অভিযোগ শুভমানের বিরুদ্ধেই?

এক টেস্ট সিরিজে বিদেশের মাটিতে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেট দল

  • ভারত - ৩৬ ছক্কা* (ইংল্যান্ড সফর, ২০২৫)
  • ওয়েস্ট ইন্ডিজ - ৩২ ছক্কা (ভারত সফর, ১৯৭৪-৭৫)
  • নিউজিল্যান্ড - ৩২ ছক্কা (পাকিস্তান সফর, ২০১৪-১৫)
  • অস্ট্রেলিয়া - ৩১ ছক্কা (ভারত সফর, ২০০০-০১)
  • ইংল্যান্ড - ৩২ ছক্কা (দক্ষিণ আফ্রিকা সফর, ২০১৯-২০)

IND W vs ENG W: অস্তমিত ব্রিটিশ সূর্য, ল্যাজে-গোবরে ইংরেজরা! ইতিহাস গড়ল ভারত

সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন ঋষভ পন্থ

পাঁচ ম্য়াচের চলতি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটার মধ্যে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। এই সিরিজে পন্থ এখনও পর্যন্ত ৪০০-র বেশি রান করে ফেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩ ঝকঝকে ওভার বাউন্ডারি বেরিয়ে এসেছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। তিনি এখনও পর্যন্ত ১২ ছক্কা হাঁকিয়েছেন।

Indian Cricket Team IND vs ENG 3rd Test Match Lord's Cricket Ground