New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/13/siraj-vs-duckett-2025-07-13-19-41-14.jpg)
Siraj vs Duckett: মাঠেই সিরাজের সঙ্গে ডাকেটের ধাক্কাধাক্কি
IND vs ENG 3rd Test Day 4: ডাকেটকে আউট করার পর সিরাজ নিজেকে আর সামলে রাখতে পারেননি এবং অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে উদযাপন শুরু করেন। তিনি ডাকেটের সামনে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে দু’জনের কাঁধও একসময় ধাক্কা খায়।
Siraj vs Duckett: মাঠেই সিরাজের সঙ্গে ডাকেটের ধাক্কাধাক্কি
Mohammed Siraj Shoulder Barging Ben Duckett ICC Rules for physical altercation: মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের (IND vs ENG 3rd Test Match) চতুর্থ দিনে পুরো হিংস্র মেজাজে রয়েছেন। ডিএসপি সিরাজ ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন। লর্ডস টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে একদিক থেকে জসপ্রীত বুমরাহ ইংলিশ ওপেনারদের উপর চাপ তৈরি করেছিলেন আর অন্যদিক থেকে সিরাজ গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
ডাকেটকে আউট করার পর সিরাজ নিজেকে আর সামলে রাখতে পারেননি এবং অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে উদযাপন শুরু করেন। তিনি ডাকেটের সামনে গিয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে দু’জনের কাঁধও একসময় ধাক্কা খায়। ম্যাচ অফিসিয়ালরা যদি সিরাজকে আইসিসি আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেন, তবে তাঁর শাস্তি বা জরিমানাও হতে পারে।
আরও পড়ুন ইংরেজদের ঘিরে ধরে মার! ডাকেটকে আউট করেই হিংস্র উল্লাস সিরাজের, দেখুন Video
মহম্মদ সিরাজ দিনের পঞ্চম ওভার এবং ইংল্যান্ডের ইনিংসের ষষ্ঠ ওভার বল করতে আসেন। প্রথম দুই বলে কোনও রান হয়নি, তৃতীয় বলে ডাকেট চার মারেন। চতুর্থ বলটি লেংথ ডেলিভারি ছিল, কোনও রান হয়নি। পঞ্চম বলের লেংথ ছোট করেন সিরাজ, সেটি ছিল শর্ট বল। ডাকেট সেটিকে মিড অনের উপর দিয়ে পুল করতে যান, কিন্তু ভালভাবে ব্যাটে-বলে করতে পারেননি। বল আকাশে উঠে যায় এবং বুমরাহ কোনও ভুল না করে সহজেই ক্যাচ ধরেন। বেন ডাকেট ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন।
এরপর রিপ্লেতে দেখা যায়, আউট হওয়ার পর ডাকেটই সিরাজের দিকে এগিয়ে যান, যার ফলে দু’জনের কাঁধে ধাক্কা লাগে। আইসিসি (ICC) আচরণবিধির ২.১২ ধারায় বলা আছে, খেলোয়াড়দের একে অপরের সঙ্গে অযথা শারীরিক সংস্পর্শে আসা নিষিদ্ধ। যদি ম্যাচ অফিসিয়ালরা সিরাজ বা ডাকেটকে দোষী মনে করেন, তাহলে তাদের বিরুদ্ধে লেভেল ১ বা লেভেল ২ লঙ্ঘনের মামলা হতে পারে এবং জরিমানা ধার্য হতে পারে।
আরও পড়ুন লর্ডস টেস্টের মাঝেই বড় ধাক্কা ইংল্যান্ডের! স্টোকসদের প্ল্যান ভেস্তে যেতেই পোয়াবারো ভারতের
যদি সিরাজ দোষী প্রমাণিত হন, ICC তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে এবং বড় অঙ্কের জরিমানা করতে পারে। এর আগেও ডিএসপি সিরাজকে অস্ট্রেলিয়া সফরের বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে একই ধরনের আচরণের জন্য সতর্ক করা হয়েছিল। ম্যাচের পর আইসিসি সিরাজের ম্যাচ ফি-এর ২০ শতাংশ কেটে নিয়েছিল এবং এক ডিমেরিট পয়েন্টও দিয়েছিল।