/indian-express-bangla/media/media_files/2025/07/13/shubman-gill-controversy-2025-07-13-15-00-06.jpg)
Shubman Gill Controversy: ইংরেজ ব্যাটারদের উপর চরম ক্ষুব্ধ শুভমান গিল
KL Rahul reveals reason behind last over controversy: ভারত ও ইংল্যান্ডের মধ্যে লর্ডস টেস্টের তৃতীয় দিনের (IND vs ENG 3rd Test Match) শেষ ওভারের খেলা এখন সকলের আলোচনার বিষয় হয়ে উঠেছে। কেএল রাহুল (KL Rahul) শনিবারের এই বিতর্কিত ওভার নিয়ে মুখ খুলে এর নেপথ্যের কারণ ব্যাখ্যা করেছেন। ভারত প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট করার পরে ইংল্যান্ডকে তৃতীয় দিন দুই ওভার ব্যাট করতে হত কারণ দুই দলের স্কোর সমান ছিল। ভারত তখন ইংল্যান্ডের ওপেনারদের বিরুদ্ধে সেই দুই ওভার বল করতে উদ্গ্রীব ছিল, ঠিক তখনই জ্যাক ক্রলি (Zak Crawley) কিছু নাটক করে সময় নষ্ট করতে শুরু করেন।
ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রলি যখন ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছিলেন, তখন শুভমান গিলের (Shubman Gill) খুব একটা ভাল লাগেনি। এমন কাণ্ড দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ক্রলিকে কিছু কথাও শুনিয়ে দেন। ওভারের পঞ্চম বলের পর ক্রলি গ্লাভসে চোট পেয়ে ফিজিওকে ডাকেন। তখন ভারতীয় খেলোয়াড়রা, বিশেষ করে গিল, তাঁকে খোঁচা দিয়ে উল্লাস করতে থাকেন। এই নিয়ে প্রেস কনফারেন্সে রাহুল বলেন, ভারত দুই ওভার বল করতে চেয়েছিল এবং তখনও প্রায় ছয় মিনিট বাকি ছিল, যা সম্পূর্ণ স্বাভাবিক।
আরও পড়ুন শুভমানকে ফাঁসাতে বড় চাল ইংল্যান্ডের, বেকায়দায় পড়তে পারেন গিল?
রাহুল বলেন, দল খুবই উচ্ছ্বসিত ছিল কারণ তারা জানে, সারাদিন মাঠে কাটানোর পর দিনের শেষ লগ্নে ব্যাটিং করতে নামা কতটা কঠিন। রাহুল বলেন, “হ্যাঁ, আমি গিলকে খুবই উত্তেজিত দেখেছি। তবে আমাদের উদ্দেশ্য ছিল দুই ওভার বল করা। ছয় মিনিট বাকি ছিল। এই দুই ওভার যেকোনও দলের জন্যই গুরুত্বপূর্ণ।”
Shubman Gill & Co. didn’t come to be played around, 𝙠𝙮𝙪𝙣𝙠𝙞 𝙔𝙚 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞, 𝙨𝙞𝙠𝙝𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞𝙣!#ENGvIND 👉 3rd TEST, DAY 4 | SUN 13th JULY, 2:30 PM | Streaming on JioHotstar pic.twitter.com/ix13r7vtja
— Star Sports (@StarSportsIndia) July 12, 2025
“ইংল্যান্ডের ওপেনাররা শেষ দিকে একটু নাটক করেছিল। যখন আমরা বল করতে নামলাম, তখন সবাই উৎসাহে টগবগ করছিল। আমরা জানি, পুরো দিন ফিল্ডিং করার পর মাত্র দুই ওভার ব্যাটিং করা ব্যাটসম্যানের জন্য কত কঠিন। আমরা আশা করছিলাম এই ফাঁকে একটা উইকেট পেয়ে যাব। দিনের শেষে একটাও উইকেট আমাদের জন্য দারুণ হত। নাটক না হলেও আমরা সমানভাবে উত্তেজিত থাকতাম।”
আরও পড়ুন অসভ্যতা করেও শোধরাল না ইংল্যান্ড, অভিযোগ শুভমানের বিরুদ্ধেই?
রাহুল আরও বলেন, ম্যাচের অবস্থাই এমন ছিল যে দলের মধ্যে এমনিতেই উত্তেজনা ছিল। তিন দিনের খেলার পরও দুই দলের মধ্যে তেমন কোনও পার্থক্য ছিল না। “আমি মনে করি, এই নাটক ছাড়াই আমরা উত্তেজিত থাকতাম। কারণ ম্যাচের পরিস্থিতিই এমন। সামনে এখনও দুই দিন বাকি। তিন দিন কঠোর খাটনির পর দুই দলই প্রায় সমান জায়গায় দাঁড়িয়ে। সবকিছু এখন চতুর্থ ও পঞ্চম দিনের ওপর নির্ভর করছে। আমরা মাঠে নামব এবং যত তাড়াতাড়ি সম্ভব ১০ উইকেট নেওয়ার চেষ্টা করব।”
আরও পড়ুন শুরু হয়ে গেল ইংরেজদের 'অসভ্যতা', অওকাত বুঝিয়ে দিলেন শুভমানও! দেখুন ভিডিও