IND vs ENG 3rd Test Day 5: লর্ডসে ঐতিহাসিক টেস্ট (IND vs ENG 3rd Test Match) জয়ের দোরগোড়ায় টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে (India vs England) পিছিয়ে পড়ার পর এবার লিড নেওয়ার মুখে দাঁড়িয়ে আছে। তৃতীয় টেস্ট ম্যাচ চার দিনের খেলার পর সমান সমান অবস্থায় রয়েছে। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে অলআউট করার পর ভারত চতুর্থ দিনের খেলা শেষ করেছে ৪ উইকেটে ৫৮ রান তুলে। শেষ দিনে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে আরও ১৩৫ রান করতে হবে, আর ইংল্যান্ডেরও হাতে রয়েছে ঐতিহাসিক জয়ের সুযোগ। তাদের দরকার মাত্র ৬টি উইকেট।
ম্যাচের শেষ দিনে অনেক কিছুই নির্ভর করছে, আর ভারতের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) পুরোপুরি আত্মবিশ্বাসী যে ভারত অবশ্যই সোমবার ম্যাচ জিতবে। স্কাই স্পোর্টস-এ নাসের হুসেন ও কুমার সাঙ্গাকারা-র সঙ্গে কথা বলতে গিয়ে সুন্দর বলেন, “নিশ্চয়ই ভারত কাল জিতবে, হয়তো প্রথম সেশনেই।” কখন ম্যাচ শেষ হবে, এই প্রশ্নের উত্তরে সুন্দর বলেন, “সম্ভবত লাঞ্চের পর।”
সুন্দর আরও বলেন, “আমরা যে অবস্থায় আছি… হয়তো ১ উইকেটের লোকসানে দিনের খেলা শেষ হলে ভাল হত, তবে আজ আমাদের বোলাররা, বিশেষ করে পেসাররা যেভাবে চাপ সৃষ্টি করেছে, তা অসাধারণ।”
আরও পড়ুন ৩০ মিনিটে খেলা ঘোরাল ইংল্যান্ড, শেষ দিন ভারতের চাই ১৩৫ রান, হাতে উইকেট মাত্র ৬
দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুর এই ক্রিকেটার রবিবার ১২.১ ওভারে মাত্র ২২ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন। লাঞ্চের পরের সেশনে সুন্দর প্রথমে জো রুটকে আউট করে নিজের উইকেটের খাতা খোলেন এবং পরে জেমি স্মিথকে বোল্ড করেন। রুট ৯৬ বলে ৪০ রান করেছিলেন, আর স্মিথ করেছিলেন মাত্র ৮ রান। তৃতীয় সেশনে সুন্দর বেন স্টোকসকে ৩৩ রানে বোল্ড করেন এবং শেষে শোয়েব বশিরকে ২ রানে আউট করে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন।
আরও পড়ুন ইংল্যান্ডের সিলেবাসের বাইরে সুন্দর, বিষাক্ত স্পিনে দিশেহারা স্টোকসরা
ভারতের হয়ে সুন্দর ছাড়াও পেসার মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ দু’টি করে উইকেট নেন। আর একটি করে উইকেট নেন আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি।