/indian-express-bangla/media/media_files/2025/07/11/shubman-gill-angry-reaction-2025-07-11-18-32-53.jpg)
আম্পায়ারের বিরুদ্ধে গর্জে উঠলেন শুভমান গিল
IND vs ENG 3rd Test Match: লর্ডস টেস্টের দ্বিতীয় দিন নতুন বল নিয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠল। দ্বিতীয় দিন খেলা শুরু হতে না হতেই ভারতীয় বোলাররা ইংরেজদের উপর চাপ বাড়াতে শুরু করে. জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) আসতে না আগেই ইংল্য়ান্ডের সেট ব্যাটার জো রুট (Joe Root) এবং বেন স্টোকসকে (Ben Stokes) ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন। এরপর ইনিংসের ৯১ নম্বর ওভারে ভারতের পক্ষ থেকে বল পরিবর্তন করার জন্য আবেদন করা হয়। সেই আবেদন মেনেও নেওয়া হয়। কিন্তু, পরিবর্তে টিম ইন্ডিয়ার হাতে যে বল তুলে দেওয়া হয়, সেটা দেখে শুভমান গিল (Shubman Gill) একেবারে খুশি হতে পারেননি। চলতি টেস্ট সিরিজে এর আগেও বল পরিবর্তন নিয়ে অসন্তোষ দেখতে পাওয়া গিয়েছিল। হেডিংলে টেস্টেও বল পরিবর্তনের সময় আম্পায়ারের সঙ্গে ঋষভ পন্থের তর্কাতর্কি দেখতে পাওয়া যায়। আসুন, লর্ডসের ঝামেলা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
লর্ডস টেস্টে টিম ইন্ডিয়ার সঙ্গে 'বেইমানি'?
ম্য়াচের প্রথম দিন টিম ইন্ডিয়া ৮০.১ ওভারের পর নতুন বল নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এরপর দ্বিতীয় দিন আবারও বলের শ্যেপ খারাপ হয়ে যায়। সেকারণে তা আবারও বদল করতে হয়। সেকারণে শুভমান গিল যথেষ্ট অসন্তুষ্ট হন। রাগের মাথায় আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি পর্যন্ত শুরু করে দেন। এরপর সিরাজ যখন বল করতে আসেন, সেই সময় স্টাম্প মাইকে শুভমানকে বলতে শোনা যায়, 'এটা ১০ ওভারের পুরনো বল, সিরিয়াসলি?' ভারতীয় ক্রিকেটারদের চোখ-মুখ দেখে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছিল, আম্পায়ারের সিদ্ধান্তে তাঁরা একেবারে খুশি হতে পারেননি। কারণ নতুন যে বলটা তাঁদের হাতে দেওয়া হয়, সেটা আগের তুলনায় আরও বেশি পুরনো বলেই মনে হচ্ছিল।
আম্পায়ারই গ্রহণ করেন যাবতীয় সিদ্ধান্ত
টেস্ট ক্রিকেট ম্য়াচ চলাকালীন কোন পরিস্থিতিতে কী ধরনের বল দেওয়া হবে, সেই ব্যাপারে আম্পায়ারই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। এই ম্য়াচেও সেটাই দেখতে পাওয়া গিয়েছে। আম্পায়ার যখন বক্সের মধ্য়ে থেকে বল নির্বাচন করছিলেন, সেইসময় অধিনায়ক গিল এবং সিরাজ একেবারে সামনে থেকে দাঁড়িয়ে দেখছিলেন। শেষ পর্যন্ত আম্পায়ার যে বলটা বেছে নেন, সেটা দেখে একেবারেই খুশি হতে পারেনি ভারতীয় শিবির। গিলকে দেখে মনে হচ্ছিল যে তিনি অত্য়ন্ত রেগে গিয়েছেন। আম্পায়ারকে অন্য একটা বল দেওয়ার জন্য অনুরোধও করেন। এরপর জলপানের বিরতিতেও আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি হয় শুভমানের।