India vs England 3rd Test Day 2: লর্ডস টেস্টের (IND vs ENG 3rd Test Match) দ্বিতীয় দিনের শুরুতেই একের পর এক ধাক্কা খেল ইংল্যান্ড (India vs England)। ক্ষুধার্ত বাঘের মতো ইংল্যান্ড ব্যাটারদের উপর ঝাঁপিয়ে পড়লেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। প্রথম দিন স্টাম্পের সময় অপরাজিত ছিলেন জো রুট (৯৯) এবং অধিনায়ক বেন স্টোকস (৩৯)।
অনেকেই ধরে নিয়েছিলেন, দ্বিতীয় দিনে বড় ইনিংস গড়বে ইংল্যান্ড। কিন্তু কোথায় কী! দ্বিতীয় দিনের শুরুতে পর পর ধাক্কা দিলেন বুমরাহ। পর পর দুই বলে ফেরালেন জো রুট (১০৪) এবং ক্রিস ওকসকে (০)।
ইংল্যান্ডকে দ্বিতীয় দিনে সবচেয়ে বড় ঝটকা দিয়েছেন বুমরাহ। বেন স্টোকসকে (৪৪) প্রথমে বোল্ড করেন বুমরাহ। তার পর কেরিয়ারের ৩৭তম সেঞ্চুরি করা রুটকেও বোল্ড করেন বুমরাহ। এর পরের বলেই ক্রিস ওকসকে ফেরান বুমরাহ। উইকেটের পিছনে ওকসের ক্যাচ নেন ধ্রুব জুরেল।
আরও পড়ুন চোটে কাহিল ঋষভ, বদলে অন্য কেউ ব্যাট করতে পারবেন? কী বলছে ক্রিকেটের নিয়ম?
আরও উইকেট পড়ত ইংল্যান্ডের। কিন্তু কে এল রাহুল ইংল্যান্ডের উইকেটকিপার জেমি স্মিথের ক্যাচ ফসকান। স্লিপে দাঁড়িয়ে স্মিথের সহজ ক্যাচ মিস করেন রাহুল। যা নিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছেন ভারতের ওপেনার।
গতকাল ২৫১-৪ উইকেটে দিন শেষ করার পর দ্বিতীয় দিন অল্প রানের মধ্যেই ৩ উইকেট হারায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছেন জো রুট। ১৯৯ বল খেলে ১০৪ রান করে বুমরাহের বলে আউট হন রুট।
এদিকে, ভারতের বিরুদ্ধে অনন্য নজির গড়েছেন জো রুট। প্রথম ব্যাটার হিসাবে ভারতের বিরুদ্ধে ৩০০০ রান সম্পূর্ণ করেছেন রুট। তিনি বিশ্বের প্রথম ব্যাটার, যিনি ভারতের বিরুদ্ধে এই অনন্য কৃতিত্ব অর্জন করলেন। লর্ডস টেস্টের প্রথম দিনেই রুট এই রেকর্ডটি গড়েন।
এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২০০০-এর বেশি রান করেছেন ৮ জন ব্যাটার। এই তালিকায় শীর্ষে জো রুট, দ্বিতীয় স্থানে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার পন্টিং ২৯টি টেস্টে ৫৪.৩৬ গড়ে ভারতের বিপক্ষে ২,৫৫৫ রান করেছিলেন। তালিকায় তৃতীয় স্থানে আছেন অ্যালিস্টার কুক (২৪৩১), চতুর্থ স্থানে স্টিভ স্মিথ (২৩৫৬) এবং পঞ্চম স্থানে ক্লাইভ লয়েড (২৩৪৪)। জাভেদ মিয়াঁদাদ (২২২৮), শিবনারায়ণ চন্দরপল (২১৭১) এবং মাইকেল ক্লার্ক (২০৪৯) ভারতের বিরুদ্ধে দুই হাজারের বেশি রান করা বাকি ব্যাটারদের মধ্যে আছেন।