Rishabh Pant: লর্ডস টেস্ট ম্য়াচের প্রথম দিনই ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) শিবিরে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে। জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) একটি ডেলিভারিতে ঋষভ পন্থ তাঁর বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছেন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার-ব্যাটার শেষপর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান। এরপর পন্থের বাঁ-হাতে মোটা করে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করেছিলেন, ঋষভ হয়ত কিছুক্ষণের মধ্যেই মাঠে ফিরে আসবেন। কিন্তু, তাঁর বদলে কিপিং গ্লাভস হাতে মাঠে নামেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। আর এই দৃশ্য দেখামাত্রই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। প্রসঙ্গত, এই দুর্ঘটনাটি দিনের প্রথম সেশনেই হয়েছিল। এরপর গোটা দিন জুরেলকেই উইকেটের পিছনে দেখতে পাওয়া যায়।
ঋষভের চোট হয়ত গুরুতর নয়: সূত্র
ঋষভের চোট নিয়ে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে খুব বেশি আপডেট দেওয়া হয়নি। বেশ কয়েকটি সূত্র মারফৎ খবর পাওয়া গিয়েছে, সাবধানতা অবলম্বন করার জন্যই ঋষভকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। টিম ইন্ডিয়ার চিকিৎসক এবং ফিজিও গোটা ব্যাপারটি পর্যবেক্ষণ করছেন। শুক্রবারই হয়ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
IND vs ENG 3rd Test Day 1: ভারতের বিরুদ্ধে নয়া ইতিহাস জো রুটের, লর্ডস টেস্টে অনন্য কীর্তি ইংরেজ তারকার
ভারতীয় ড্রেসিংরুম থেকে পাওয়া সর্বশেষ খবর অনুসারে, ঋষভ তাঁর আঙুলে আপাতত বরফ লাগাচ্ছেন। এখনই তেমন একটা উদ্বেগের কোনও কারণ নেই। ভারতীয় ক্রিকেট সমর্থকরা আশা করতে পারেন যে ঋষভের চোট খুব একটা গুরুতর নয়। শীঘ্রই তিনি মাঠে আবারও প্রত্যাবর্তন করবেন।
IND vs ENG 3rd Test Day 1: টসে জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড, লর্ডস টেস্ট ভারতের প্রথম একাদশে কারা, জেনে নিন
কী বলছে নিয়ম, জেনে নিন
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, চোটের কারণে ঋষভ যদি একান্তই ব্যাট করতে না পারেন, তাহলে কী হবে? ঋষভের জায়গায় কি ধ্রুব জুরেল ব্যাট করতে পারবেন? উত্তরটা হচ্ছে, একেবারেই নয়। ২০১৯ সালে MCC-র যে নতুন নিয়ম প্রবর্তন করা হয়েছিল।
IND vs ENG: লর্ডসে সেরা অস্ত্রকে নামাচ্ছে ইংল্যান্ড, 'আসতে দাও মজা হবে', হুঙ্কার ঋষভ পন্থের
সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে যে একমাত্র কনকাশন (মাথায় চোট) ছাড়া অন্য কোনও ক্ষেত্রেই একজন ক্রিকেটারের বদলি হিসেবে অপর কেউ ব্যাট, বল কিংবা অধিনায়কত্ব করতে পারবে না। তবে আম্পায়ারের বিশেষ অনুমতি নিয়ে ফিল্ডিং অবশ্য করতে পারে। অর্থাৎ নিয়ম অনুসারে, ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল উইকেটকিপিং করলেও ব্যাট করতে পারবেন না।
Rishabh Pant Record: ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ঋষভ, ভাঙার মুখে সেহওয়াগ-রোহিতের রেকর্ড
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচটি লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। এই ম্য়াচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল। প্রথম দিনের শেষে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে। ৯৯ রানে ব্যাট করছেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট। আর বর্তমান অধিনায়ক বেন স্টোকস ৩৯ রানে দাঁড়িয়ে রয়েছেন।