IND vs ENG: লর্ডসে সৌরভের 'দাদাগিরি'তেই অনুপ্রাণিত আর্চার, টেস্ট জিতেই রহস্য ফাঁস স্টোকসের

IND vs ENG 3rd Test Lords: স্টোকস যখন আর্চারকে ছয় বছর আগের সেই গুরুত্বপূর্ণ দিনের কথা মনে করিয়ে দেন, তখন আর্চারের মনে পড়ে যায় ২৩ বছর আগের গাঙ্গুলির সেই ঐতিহাসিক মুহূর্ত!

IND vs ENG 3rd Test Lords: স্টোকস যখন আর্চারকে ছয় বছর আগের সেই গুরুত্বপূর্ণ দিনের কথা মনে করিয়ে দেন, তখন আর্চারের মনে পড়ে যায় ২৩ বছর আগের গাঙ্গুলির সেই ঐতিহাসিক মুহূর্ত!

author-image
IE Bangla Sports Desk
New Update
Jofra Archer-Sourav Ganguly: লর্ডসের ব্যালকনিতে সৌরভের জামা ওড়ানো দেখেই অনুপ্রাণিত আর্চার!

Jofra Archer-Sourav Ganguly: লর্ডসের ব্যালকনিতে সৌরভের জামা ওড়ানো দেখেই অনুপ্রাণিত আর্চার!

IND vs ENG 3rd Test: ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) জানিয়েছেন, ২০০২ সালে লর্ডসের ব্যালকনিতে সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) সেই ঐতিহাসিক শার্ট ওড়ানোর ঘটনা জোফ্রা আর্চারকে (Jofra Archer) তৃতীয় টেস্টে দারুণ পারফর্ম করতে অনুপ্রাণিত করেছে।

Advertisment

আর্চার তৃতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে (IND vs ENG 3rd Test Match) সোমবার ভয়ঙ্কর ফর্মে থাকা ঋষভ পন্থকে বোল্ড করেন আর তারপর ওয়াশিংটন সুন্দরকে নিজের বলেই দুর্দান্ত ক্যাচ নেন। ভারত এই ম্যাচটি ২২ রানে হেরে গিয়েছিল। ম্যাচ শেষে স্টোকস সাংবাদিকদের বললেন, “আমি আজ সকালে ওকে বললাম, জানিস তো আজ কী দিন? ও বলল, জানি। ওইদিন ভারত ৩০০-র বেশি রান করে জিতেছিল আর গাঙ্গুলি লর্ডসের ব্যালকনিতে শার্ট খুলে ওড়াচ্ছিল। ওর মনে হচ্ছিল ওটা নাকি বিশ্বকাপ ফাইনাল ছিল আর আজ সেই ঘটনার ছয় বছর পূর্ণ হচ্ছে।”

আরও পড়ুন শ্রীনাথ থেকে সিরাজ, একটা গড়ানে বলেই সব শেষ! ২৬ বছর আগের ক্ষত তাজা করল লর্ডস

Advertisment

আশ্চর্যের বিষয় হল, ঠিক এই দিনেই ইংল্যান্ড ২০১৯ সালে লর্ডসেই ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাউন্ডারি কাউন্টব্যাক নিয়মে শিরোপা জিতেছিল, ম্যাচ স্কোর টাই হয়ে যাওয়ার পর। তবে স্টোকস যখন আর্চারকে ছয় বছর আগের সেই গুরুত্বপূর্ণ দিনের কথা মনে করিয়ে দেন, তখন আর্চারের মনে পড়ে যায় ২৩ বছর আগের গাঙ্গুলির সেই ঐতিহাসিক মুহূর্ত!

স্টোকস বললেন, “আমি ওকে আমাদের বিশ্বকাপ জয়ের দিনের কথা মনে করিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও বলছিল- ‘ওহ, ওইটা!’ ও সত্যিই দারুণ ছেলে। ছোট টার্গেটের ম্যাচে ঋষভ পন্থের উইকেটটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। আমার পুরো বিশ্বাস ছিল, জোফ্রা আজ এমন কিছু করবে যাতে ম্যাচের ভাগ্য বদলে যাবে।”

আরও পড়ুন বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ

চোট কাটিয়ে ফেরা স্টোকস ভারতীয় ব্যাটারদের উপর চাপ বজায় রাখতে ৯.২ ওভার এবং ১০ ওভারের দুটি স্পেল করেন। তিনি জানিয়েছেন, ২৩ জুলাই থেকে ম্যানচেস্টারে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের জন্য তিনি পুরোপুরি ফিট থাকবেন।

Sourav Ganguly Ben Stokes Jofra Archer IND vs ENG 3rd Test Match