Mohammed Siraj Crying: বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ

Mohammed Siraj Crying: লর্ডস টেস্ট ম্য়াচে ভারত হারতেই হতাশায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ। ড্রেসিংরুমে যাওয়ার পথে তিনি কেঁদেও ফেললেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Mohammed Siraj Crying: লর্ডস টেস্ট ম্য়াচে ভারত হারতেই হতাশায় ভেঙে পড়লেন মহম্মদ সিরাজ। ড্রেসিংরুমে যাওয়ার পথে তিনি কেঁদেও ফেললেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Siraj Crying

লর্ডস টেস্টে হারের পর কেঁদে ফেললেন মহম্মদ সিরাজ

India vs England: লর্ডসে আয়োজিত তৃতীয় টেস্ট ম্য়াচে হেরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ক্রিকেটের মক্কা নামে খ্যাত লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে (Lord's Cricket Ground) আয়োজিত এই ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গিয়েছে। দুটো দলই একেবারে শেষবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে। শেষ ২ উইকেট টিকিটে রাখার জন্য টিম ইন্ডিয়া সর্বস্ব উজাড় করে দিয়েছিল। কিন্তু, ভাগ্য বিধাতা বোধহয় অন্যকিছু লিখে রেখেছিলেন। দূর্ভাগ্যজনকভাবে আউট হলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) এবং শেষপর্যন্ত ভারত হেরে যায়।

3 Reasons India Loss: এই ৩ ভুলেই লর্ডসে হারল ভারত, এখনই মিলিয়ে নিন

Advertisment

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দেখা যাচ্ছে, সিরাজ যখন প্যাভিলিয়নে ফিরে আসছিলেন, সেইসময় তাঁর চোখের জল কিছুতেই বাঁধ মানছিল না। হাউহাউ করে কাঁদছিলেন তিনি। আর একটা হাত দিয়ে ক্রমাগত চোখ মুছে যাচ্ছিলেন। এই ছবি প্রকাশ্যে আসতেই হৃদয় ভিজেছে গোটা দেশের। কারণ বুমরাহ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর যেভাবে রবীন্দ্র জাদেজার সঙ্গে সিরাজ লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।

IND vs ENG 3rd Test: কেন বসিয়ে রাখা হচ্ছে অভিমন্যুকে! কী দোষ করলেন বাংলার এই ক্রিকেটার?

Advertisment

ধীর পায়ে হলেও জাদেজার চওড়া ব্যাটে ভর করে টিম ইন্ডিয়া যে ক্রমশ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, তা বলা যেতেই পারে। জয়ের জন্য বাকি ছিল আর মাত্র ২২ রান। এমন সময় শোয়েব বশীরের একটি বল ব্যাকফুটে ডিফেন্স করতে যান সিরাজ। বলটা তাঁর ব্যাটে লাগার পর আচমকা পিছনে ঘুরে উইকেটে গিয়ে লাগে। আর সেইসঙ্গে টিম ইন্ডিয়ার শেষ উইকেটেরও পতন হয়। লর্ডস টেস্টে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে ১৯৩ রান করতে হত। কিন্তু, ১৭০ রানেই ভারত অলআউট হয়ে যায়।

IND vs ENG 3rd Test: ভারতের হারে ক্ষুব্ধ সৌরভ, টিম ইন্ডিয়ার ব্যাটিংকে তুলোধনা লর্ডসে 'দাদাগিরি'র নায়কের

দেখে নিন ভিডিও:

সিরাজ আউট হতে না হতেই অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা রবীন্দ্র জাদেজাও হতাশায় ভেঙে পড়েন। প্রবল মানসিক যন্ত্রণায় তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন। এমনকী, সিরাজ নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে বলটা স্টাম্পে গিয়ে লাগতে পারে। ঘটনার আকস্মিকতায় তিনিও হতবাক হয়ে যান। এরপর তিনি একেবারে হতাশায় ভেঙে পড়েন। ইতিমধ্যে ইংল্যান্ডের দুই ক্রিকেটার হ্যারি ব্রুক এবং জো রুট এসে সিরাজকে স্বান্ত্বনা দেন। তাঁরাই সিরাজকে মাটি থেকে টেনে দাঁড় করান এবং দুর্দান্ত লড়াইয়ের জন্য অভিনন্দন জানান।

Mohammed Siraj Lord's Cricket Ground Indian Cricket Team India vs England