IND vs ENG: শ্রীনাথ থেকে সিরাজ, একটা গড়ানে বলেই সব শেষ! ২৬ বছর আগের ক্ষত তাজা করল লর্ডস

IND vs ENG 3rd Test: এমনই কিছু ঘটেছিল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ঐতিহাসিক ম্যাচে। আর সিরাজের বোল্ড হওয়া যেন সেই পুরনো ক্ষতকেই নতুন করে তাজা করে দিল।

IND vs ENG 3rd Test: এমনই কিছু ঘটেছিল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ঐতিহাসিক ম্যাচে। আর সিরাজের বোল্ড হওয়া যেন সেই পুরনো ক্ষতকেই নতুন করে তাজা করে দিল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Siraj Dismissal: ২৬ বছর আগে ঠিক একইভাবে শ্রীনাথের আউট কোটি কোটি ভারতীয় সমর্থকের মন ভেঙে দেয়

Mohammed Siraj Dismissal: ২৬ বছর আগে ঠিক একইভাবে শ্রীনাথের আউট কোটি কোটি ভারতীয় সমর্থকের মন ভেঙে দেয়

IND vs ENG 3rd Test Mohammed Siraj Dismissal: লর্ডস টেস্টের (IND vs ENG 3rd Test Match) শেষ দিনে শেষ সেশনে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উইকেট পড়তেই কোটি কোটি ভারতীয় সমর্থকের স্বপ্নভঙ্গ হল। মাত্র ২২ রানের ব্যবধান তখন বাকি ছিল, আর ঠিক সেই সময়ে তাঁর উইকেট হারানো ছিল ভীষণ যন্ত্রণাদায়ক। বলটিকে সিরাজ খেলেছিলেন, কিন্তু সেটি পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গিয়ে সোজা স্টাম্পে লেগে যায়। এমনই কিছু ঘটেছিল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ঐতিহাসিক ম্যাচে (India vs Pakistan)। আর সিরাজের বোল্ড হওয়া যেন সেই পুরনো ক্ষতকেই নতুন করে তাজা করে দিল।

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারত লর্ডস টেস্টে শেষ দিনে ১৭০ রানে অলআউট হয়ে যায়। প্রায় ৩০ বল ধরে ইংলিশ বোলারদের সামনে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মহম্মদ সিরাজ, কিন্তু শেষ পর্যন্ত শোয়েব বশিরের বলে বোল্ড হয়ে যান। বলটা সিরাজ ঠিকমতো ব্যাটে মিট করেওছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে বল পায়ের ফাঁক গলে স্টাম্পে লেগে যায়। বেল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের খেলা শেষ হয়ে যায়।

আরও পড়ুন বাঁধ মানল না চোখের জল, ড্রেসিংরুমে ফেরার পথেই কেঁদে ভাসালেন সিরাজ

Advertisment

ভাঙা আঙুল নিয়েই বল করছিলেন শোয়েব বশির। তাঁর ওভারস্পিন বলে সিরাজ ডেড ব্যাট দিয়ে খেলেছিলেন। বল ব্যাটে লেগেছিল, কিন্তু অতিরিক্ত স্পিনে ঘুরে গিয়ে স্টাম্পে লেগে বেলস ফেলে দেয়। ঠিক এমনই কাহিনি ১৯৯৯ সালে চেন্নাই টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ঘটেছিল জাভাগল শ্রীনাথের (Javagal Srinath) সঙ্গে। আর এবার সিরাজ আউট হওয়ার পরই সেই শ্রীনাথের বোল্ড হওয়ার ভিডিও আবার ভাইরাল হয়ে গিয়েছে।

১৯৯৯ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ২৭১ রানের লক্ষ্য তাড়া করছিল ভারত। শচীন তেন্ডুলকরের সেঞ্চুরি আর নয়ন মোঙ্গিয়ার হাফ-সেঞ্চুরিতে ভারত ম্যাচে টিকে ছিল। কিন্তু শেষদিকে ব্যাটিংয়ের ভাঙনই হারের কারণ হয়ে দাঁড়িয়েছিল। লর্ডসেও একই ছবি দেখা গেল। ব্যাটিং লাইনআপ একে একে ভেঙে পড়ল। যেভাবে জাডেজার সঙ্গে সিরাজ লড়াই করেছিলেন, সেভাবেই চেন্নাইয়ে শ্রীনাথ ও ভেঙ্কটেশ প্রসাদ শেষ চেষ্টা করেছিলেন।

আরও পড়ুন ভারতের হারে ক্ষুব্ধ সৌরভ, টিম ইন্ডিয়ার ব্যাটিংকে তুলোধনা লর্ডসে 'দাদাগিরি'র নায়কের

ইংল্যান্ড লর্ডসে ২২ রানে জিতল, আর পাকিস্তান সেবার ভারতকে ১২ রানে হারিয়েছিল। শ্রীনাথ ছিলেন শেষ ব্যাটার যিনি আউট হয়েছিলেন। একেবারে সিরাজের মতোই। সাকলিন মুস্তাকের অফস্পিনে ডিফেন্সিভ শট খেলতে গিয়ে বল পিচে পড়ে ঘুরে স্টাম্পে লাগে আর বেলস পড়ে যায়। সেই আউটই লাখ লাখ ভারতীয় সমর্থকের মন ভেঙে দিয়েছিল। আর লর্ডসে সিরাজের আউট যেন সেই স্মৃতিকে আবার ফিরিয়ে আনল।

Mohammed Siraj India vs Pakistan IND vs ENG 3rd Test Match