/indian-express-bangla/media/media_files/2025/07/15/ind-vs-eng-3rd-test-sourav-2025-07-15-16-48-06.jpg)
IND vs ENG 3rd Test Sourav: সৌরভ রীতিমতো তুলেধনা করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটারদের
India vs England 3rd Test: এই লর্ডসের মাঠে এই ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি জয়। লর্ডসের ব্যালকনিতে সেই জামা উড়িয়ে দাদাগিরি! এখানেই টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। আর সেই লর্ডসেই ২২ রানে ভারতের টেস্ট ম্যাচ (IND vs ENG 3rd Test Match) হার মানতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দাদা সৌরভের অনেক কীর্তি রয়েছে এই লর্ডস গ্রাউন্ডে। সেখানে জেতা ম্যাচ হাতছাড়া হওয়ায় আফশোস যাচ্ছে না ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের। রীতিমতো তুলোধনা করেছেন তিনি টিম ইন্ডিয়াকে।
লর্ডস টেস্টের (India vs England) পঞ্চম দিনে ২২ রানে হেরেছে টিম ইন্ডিয়া। দিনভর লড়াইয়ের শেষে সিরাজের একটা ছোট্ট ভুলে ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। জলে গিয়েছে একা কুম্ভ রবীন্দ্র জাডেজার ল়ড়াকু ৬১ রানের ইনিংস। এই উইকেটে কীভাবে একের পর এক ভারতীয় ব্যাটার উইকেট ছুড়ে দিয়ে এলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ। হ্যাঁ, ছুড়ে দেওয়াই কারণ যশস্বী, শুভমানরা যেভাবে আউট হয়েছেন তাতে তাঁদের ব্যাটিং স্কিল নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
আরও পড়ুন কেন বসিয়ে রাখা হচ্ছে অভিমন্যুকে! কী দোষ করলেন বাংলার এই ক্রিকেটার?
এই লর্ডসেই আজ থেকে ২৩ বছর আগে জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ। দিনটা ছিল ১৩ জুলাই, সাল ২০০২। সেই ঘটনার বর্ষপূর্তি ছিল লর্ডস টেস্ট চলাকালীন। যেখানে সৌরভের এত কীর্তি, এত গৌরব, সেখানে ভারতের এই অসহায় আত্মসমর্পণে মোটেও খুশি নন সৌরভ। নিজের এক্স হ্যান্ডেলে সৌরভ রীতিমতো তুলেধনা করেছেন টিম ইন্ডিয়ার ব্যাটারদের।
আরও পড়ুন লর্ডসে 'স্যার' জাদেজার টপ ক্লাস ব্য়াটিং, ভাঙলেন ৯৩ বছরের পুরনো রেকর্ড!
কী লিখেছেন সৌরভ?
লর্ডস টেস্ট ভারত হারতেই সৌরভ এক্স হ্যান্ডেলে লেখেন, 'কী অসাধারণ একটা টেস্ট ম্যাচ। কিন্তু লর্ডস থেকে হতাশা নিয়েই ফিরল ভারত। তিনটে টেস্টেই তারা কী অসাধারণ খেলেছে। কিন্তু এবার ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ল। এটা এমন একটা টেস্ট ম্যাচ ছিল যেটা ভারতের জেতার কথা। জাডেজা লড়াই করে দেখিয়ে দিয়েছে ১৯৩ রানের টার্গেট একেবারেই বড় কিছু ছিল না।'
আরও পড়ুন লর্ডসে জিতল ক্রিকেটের স্পিরিট! কান্নায় ভেঙে পড়া সিরাজকে বুকে টেনে নিলেন স্টোকস
What a test match .. India will leave Lords very disappointed .. they played so well all 3 test matches . But down 2-1 ..it was a test match to be won.. jadeja fought hard and showed 193 was not a big total ..@bcci@Teamindiacrick
— Sourav Ganguly (@SGanguly99) July 14, 2025
জাডেজার প্রশংসা করে একপ্রকার টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটিংকেই দুষেছেন সৌরভ। যশস্বী জয়সোয়াল, করুণ নায়ার, শুভমান গিল, ঋষভ পন্থ প্রত্যেকেই ব্যর্থ। কেএল রাহুল কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু তিনিও ফিরে যান বড় রান না করেই। একমাত্র জাডেজাই কঠিন মানসিকতা দেখান। দেখিয়ে দেন কঠিন সময়ে টেস্ট ব্যাটিং কাকে বলে। কিন্তু তিনি একা আর কী-ই বা করবেন। অপরদিক থেকে কারও তেমন সাহায্য পাননি। শেষদিকে, বুমরাহ এবং সিরাজ যোগ্য সঙ্গত দিয়েছিলেন। কিন্তু ইংরেজ বোলারদের আগ্রাসনের কাছে হার মানেন তাঁরা। কোচ গৌতম গম্ভীরের কাছে এখন ব্যাটিং মেরামতি নিয়ে ভাবার সময় এসেছে।