IND vs ENG 3rd Test: শোধরাবে না কিছুতেই, জয়ের গন্ধ পেতেই 'অসভ্যতামি' ইংরেজদের! দেখুন ভিডিও

IND vs ENG 3rd Test 2025: পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর থেকেই উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া। এখন হাতে আর ২ উইকেট বাকি রয়েছে। দরকার ৫৬ রান। ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ।

IND vs ENG 3rd Test 2025: পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর থেকেই উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া। এখন হাতে আর ২ উইকেট বাকি রয়েছে। দরকার ৫৬ রান। ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jadeja Carse

মুখোমুখি ধাক্কা জাদেজা এবং কার্সের

IND vs ENG 3rd Test Match: লর্ডস টেস্টের পঞ্চম দিন যে রোমাঞ্চে পরিপূর্ণ হয়ে রয়েছে, তা বলা যেতেই পারে। ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাচ্ছে। দুটো দলই আপাতত জয়ের আপ্রাণ চেষ্টা। তবে অন্তিম দিনের খেলা চলাকালীন লর্ডসের হাওয়া গরম হয়ে ওঠে। ভারতীয় ব্যাটারদের বাগে পেয়ে ইংরেজরা মনের সুখে স্লেজিং করতে শুরু করে। ম্যাচের চতুর্থ দিন ভারতীয় বোলাররা যেমন ব্রিটিশ ব্যাটারদের চাপে ফেলেছিল, ঠিক তেমনই স্টোকস অ্য়ান্ড কোম্পানি কড়ায়-গণ্ডায় হিসেব বুঝে নিল। ভারতীয় ক্রিকেটাররা যখন ব্যাট করতে নামে, ঠিক তখনই ইংল্য়ান্ড টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) উপর মানসিক চাপ বাড়াতে শুরু করে। ইতিমধ্যে ৩৫ ওভারের মাথায় ভারতীয় ব্যাটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ইংল্যান্ডের ব্রায়ডন কার্সের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। শেষপর্যন্ত বেন স্টোকসের মধ্যস্থতায় সেই ঝামেলা থামে। 

Advertisment

জাদেজার সঙ্গে ঝামেলা ব্রায়ডন কার্সের

ভারতীয় ক্রিকেট দল আপাতত ১৯২ রানের টার্গেট তাড়া করছে। আর ইংল্যান্ড অলআউট করার চেষ্টা করছে টিম ইন্ডিয়াকে। ইতিমধ্যে কার্সের একটি বলে রবীন্দ্র জাদেজা শট মেরে রান নিতে শুরু করেন। কার্স আচমকাই তাঁর রান আপের মাঝখানে চলে আসেন। দুজনেই একে অপরকে ধাক্কা মারেন। রান পূরণ করার পর জাদেজা এবং কার্সের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এটা দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন স্টোকস। তিনি দুজনকে আলাদা করে দেন। নাহলে বিষয়টা আরও উত্তপ্ত হতে পারত।

Advertisment

IND vs ENG 3rd Test: ৪ ফুট দূরে ছিটকে পড়ল স্টাম্প, আগুনে গোলায় পন্থকে বোল্ড করেই হিংস্র উল্লাস আর্চারের

দেখে নিন ভিডিও:

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আপাতত ব্যাকফুটে টিম ইন্ডিয়া

লর্ডসের ঐতিহাসিক ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্য়াচ যে বেশ হাড্ডাহাড্ডি হচ্ছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। পঞ্চম দিনের খেলা শুরু হওয়ার পর থেকেই উইকেট হারাতে শুরু করে টিম ইন্ডিয়া। এখন হাতে আর ২ উইকেট বাকি রয়েছে। দরকার ৫৬ রান। ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা এবং জসপ্রীত বুমরাহ। এই জায়গা থেকে যদি ভারত ম্য়াচটা জিততে পারে, তাহলে সেটা মিরাকল বলাই যায়। প্রসঙ্গত, দ্বিতীয় ইনিংসে হাওয়া তুলনামূলক অনেকটাই গরম দেখতে পাওয়া যায়। ইতিপূর্বে, শুভমান গিল এবং জ্যাক ক্রলির মধ্য়েও একটা ঝামেলা হয়েছিল। এছাড়া বেন ডাকেটকে আউট করার পর সিরাজ এমন চিৎকার করেন যে তাঁকে আইসিসি জরিমানা পর্যন্ত করে।

Ravindra Jadeja Indian Cricket Team India vs England IND vs ENG 3rd Test Match