/indian-express-bangla/media/media_files/2025/07/14/jofra-archer-bowled-pant-2025-07-14-18-32-55.jpg)
Jofra Archer Bowled Pant: পন্থের জারিজুরি শেষ আর্চারের দুর্ধর্ষ ডেলিভারিতে
IND vs ENG 3rd Test Day 5 Lords: 'আসতে দাও, মজা হবে' বলেছিলেন। যাঁর প্রত্যাবর্তনে মজা দেখানোর কথা বলেছিলেন, তাঁর বলেই কুপোকাত হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। লর্ডস টেস্টের শেষ দিনে (IND vs ENG 3rd Test Match) যেই মুহূর্তে জোফ্রা আর্চার (Jofra Archer) তাঁর দুরন্ত গতির বলে ঋষভ পন্থকে ক্লিন বোল্ড করলেন, মাঠে যেন আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। গ্যালারি হাততালির গর্জনে মুখর হয়ে উঠল। অথচ লর্ডসের ব্যালকনিতে বসে থাকা ভারতীয় দলের মধ্যে হতাশার ছায়া নেমে এল।
জোফ্রা আর্চারের দুর্দান্ত ডেলিভারি
চতুর্থ দিনের শেষ ওভারে আকাশদীপ আউট হওয়ার পরই স্টাম্পের ঘোষণা হয়ে গিয়েছিল। পঞ্চম দিন ব্যাট করতে নামা ঋষভ পন্থ কয়েকটি সুন্দর শট খেলেন। ১২ বলে ৯ রান তুলতে তিনি দুটি চারের সাহায্য নেন। তবে আরও বড় ইনিংস খেলার আগে জোফ্রা আর্চারের এক অসাধারণ বলে তাঁর ইনিংস শেষ হয়ে যায়।
আরও পড়ুন লর্ডস টেস্টের মাঝেই বিরাট ধাক্কা! আগ্রাসনের চরম খেসারত দিলেন সিরাজ
অনেক দূর গিয়ে পড়ল স্টাম্প
চার বছর চার মাস পর প্রথম টেস্ট খেলতে নেমে জোফ্রা আর্চার ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে অফ-সাইডের বাইরের দিকে সিমে নিখুঁত বলটি করেন। পিচে পড়েই বলটি ভয়ঙ্করভাবে সুইং করে পন্থের অফ-স্টাম্প উপড়ে ফেলে। স্টাম্প উড়ে গিয়ে কয়েক ফুট দূরে গিয়ে পড়ে।
Stumps knocked back! 💥
— England Cricket (@englandcricket) July 14, 2025
And some chat 🗣
BIG wicket ☝ pic.twitter.com/JiJjkzJByX
পন্থের আউট হওয়া বড় ধাক্কা
এটি পঞ্চম ও শেষ দিনের ভারতের প্রথম এবং পুরো ইনিংসের পঞ্চম উইকেট পতন ছিল। ভারতের জন্য পন্থের ক্রিজে থাকা ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। তিনি টিকে থাকলে রান হতে থাকত, কিন্তু জোফ্রা আর্চারের স্পেল ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াল।
আরও পড়ুন 'এক ঘণ্টার মধ্যেই তুলে নেব ৬ উইকেট...', ভারতের কাম-তামাম করতে মরিয়া ইংল্যান্ড
ভারতের হাতছাড়া হতে বসা ম্যাচ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চের মধ্যে ভারত মাত্র ১১২ রানেই আটটি উইকেট হারিয়ে ফেলেছে। এখন কেবল রবীন্দ্র জাডেজা একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে ক্রিজে আছেন। জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে বাকি ৮১ রান করা খুবই কঠিন কাজ মনে হচ্ছে। এরই মধ্যে আজ ভারত কে এল রাহুল, ওয়াশিংটন সুন্দর ও নীতীশ রেড্ডির উইকেট হারিয়ে ফেলেছে।
আরও পড়ুন লর্ডসেই সব শেষ! আর কত 'সুযোগ' করুণকে? প্রশ্ন হতাশ সমর্থকদের