/indian-express-bangla/media/media_files/2025/07/13/shubman-gill-angry-2025-07-13-11-01-43.jpg)
শুভমান গিলের বিরুদ্ধে পালটা অভিযোগ করলেন টিম সাউদি
India vs England: লর্ডস টেস্ট ম্য়াচে ইংল্যান্ড ক্রিকেট দল ৩৮৭ রানে অলআউট হওয়ার পর টিম ইন্ডিয়াও এই একই রানে গুটিয়ে যায়। এরপর তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড মাত্র ২ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল। কিন্তু, জ্যাক ক্রলি চোট পাওয়ার কারণে মাত্র ১ ওভারই খেলা সম্ভব হয়। ভারতীয় ক্রিকেটারদের অভিযোগ, শুধুমাত্র সময় কাটানোর জন্যই ক্রলি 'নাটক' করছেন। এবার ব্রিটিশ ক্রিকেটারদের পেস বোলিং পরামর্শদাতা টিম সাউদি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) বিরুদ্ধেই বড়সড় অভিযোগ করে বসলেন।
টিম সাউদির চাঞ্চল্যকর বিবৃতি
তৃতীয় দিনের খেলা শেষ হতে তখনও ৬ মিনিট সময় বাকি ছিল। ব্যাটিং করছিল ইংল্যান্ড। এমন সময় জ্যাক ক্রলি স্ট্রাইকে আসেন। এরপর ২ বার তিনি বুমরাহকে বল করার আগে আটকে দেন। এরপর ওভারের চতুর্থ বলে তিনি চোট পেয়ে যায়। এই পরিস্থিতিতে এক ওভার হতেই ৬ মিনিট সময় কেটে যায়।
Shubman Gill Angry: শুরু হয়ে গেল ইংরেজদের 'অসভ্যতা', অওকাত বুঝিয়ে দিলেন শুভমানও! দেখুন ভিডিও
এই ঘটনায় ভারতীয় ক্রিকেটার এবং অধিনায়ক একেবারে খুশি হতে পারেননি। ভারতীয় ক্রিকেটাররা ক্রলির বিরুদ্ধে 'নাটক' করার অভিযোগ তোলেন। এর জবাবে ইংল্যান্ড ক্রিকেট দলের পেস বোলিং পরামর্শদাতা টিম সাউদি বললেন, 'ভারতীয় ক্রিকেটাররা কেন অভিযোগ করছেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। যখন শুভমান নিজেই মাসাজের জন্য শুয়েছিলেন।'
IND vs ENG 3rd Test: শুভমানদের পাতে 'গোমাংস'? লর্ডস টেস্টের মেন্যু দেখে তুলকালাম ভারতীয়দের
দেখে নিন ভিডিও:
KL RAHUL & TIM SOUTHEE TALKS ABOUT ON CAPTAIN SHUBMAN GILL AND ZAK CRAWLEY MOMENT AT LORD'S.!!!
— MANU. (@IMManu_18) July 13, 2025
Tim Southee Said " Zak Crawley Will be assessed overnight, hopefully he will be alright to carry on".🤣 (ESPNcricinfo)
pic.twitter.com/r5kZbosUnH
দিনের শেষ ওভার নিয়েও মুখ খুললেন সাউদি
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পর সব জায়গাতেই জ্যাক ক্রলি এবং শুভমান গিলের ঝামেলা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এমনকী, সাংবাদিক বৈঠকেও এই ব্যাপারটা নিয়ে আলোচনা চলতেই থাকে। এই ব্যাপারে টিম সাউদি বললেন, 'এটা খেলারই একটা অংশ। দিনের বাকি সময়টা শেষ করার জন্য এটা একটা রোমাঞ্চকর উপায়। এখনও পর্যন্ত এই টেস্ট সিরিজে দুর্দান্ত লড়াই দেখতে পাওয়া গিয়েছে। দুটো দলই ইতিবাচক মানসিকতা নিয়ে ম্য়াচ খেলছেন। আজ দুটো দলই বেশ চনমনে ছিল। আমি বারংবার অতীতে ফিরে যাচ্ছিলাম। আশা করছি, আগামী ২ দিন ধামাকাদার পারফরম্য়ান্স দেখতে পাব।'