/indian-express-bangla/media/media_files/2025/07/12/jasprit-bumrah-1-2025-07-12-12-17-50.jpg)
সাংবাদিক বৈঠকে জসপ্রীত বুমরাহ
Jasprit Bumrah: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা পেসার জসপ্রীত বুমরাহ মাঠের মধ্যে মাথা ঠাণ্ডা রাখতেই ভালবাসেন। যদিও লর্ডসের (Lord's Cricket Ground) প্রেস কনফারেন্সে তাঁকে একেবারে আলাদা মেজাজে দেখতে পাওয়া গেল। লর্ডস টেস্ট ম্য়াচের (IND vs ENG 3rd Test Match) দ্বিতীয় দিন শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন বুমরাহ। সেখানে তাঁর আচরণ সকলের হৃদয় জয় করে নিল। এই বৈঠক চলাকালীন একজন সাংবাদিকের স্ত্রী ফোন করেছিলেন। কিন্তু, মজার ছলে বুমরাহ সেই ফোনটি ধরলেন না। পাশে সরিয়ে রাখলেন।
ফোন ধরলেন না জসপ্রীত বুমরাহ
লর্ডস টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন খেলা শেষ হওয়ার পর জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রেস কনফারেন্সে আসেন। এই বৈঠকে তিনি টিম ইন্ডিয়ার ব্যাটিং মায়েস্ট্রো শচীন তেন্ডুলকরকে নিয়ে কথা বলছিলেন। ঠিক সেইসময় কোনও এক সাংবাদিকের স্ত্রী ফোন করে বসেন। এটা দেখে বুমরাহ বললেন, 'কারোর স্ত্রী ফোন করেছেন। কিন্তু, আমি ফোন ধরব না। আমি এটাকে বরং পাশে সরিয়ে রাখি।' এটা বলার পরই বুমরাহ মুচকি-মুচকি হাসতে শুরু করেন। আর বুমরাহকে দেখে গোটা প্রেস কনফারেন্স হাসিতে লুটিয়ে পড়ে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে।
দেখে নিন ভিডিও:
Jasprit Bumrah at the PC. 🤣❤️pic.twitter.com/BfqrHMePn1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 12, 2025
নিজের কৃতিত্বের কথা ছেলেকে বলব
এই ম্য়াচে জসপ্রীত বুমরাহ ৭৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। আর সেইসঙ্গে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে টিম ইন্ডিয়ার এই আগুন পেসার নিজের নাম খোদাই করে ফেলেছেন। এই ব্যাপারে প্রশ্ন করা হলে বুমরাহ বললেন, 'অনার্স বোর্ডে নাম তুলতে পেরে খুব ভাল লাগছে। আমি ভবিষ্যতে এই কৃতিত্বের কথা ছেলেকে বলতে পারব।' ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বুমরাহ এখনও পর্যন্ত ৩ ইনিংসে বল করেছেন। এরমধ্যে ২ ইনিংসে তিনি পাঁচটি করে উইকেট শিকার করেছেন। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে বুমরাহ কেমন বোলিং পারফরম্য়ান্স করেন, সেদিকেই আপাতত সকলে তাকিয়ে রয়েছেন।