IND vs ENG 4th Test: গুরুতর আহত পন্থের জায়গায় অন্য কেউ ব্যাট করতে পারবে? কী বলছে ICC-র নিয়ম?

IND vs ENG 4th Test Day 1: ৬৮তম ওভারের চতুর্থ বলটি ছিল ক্রিস ওকসের। সেই বল রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন পন্থ, আর বল সরাসরি এসে লাগে তাঁর ডান পায়ে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি।

IND vs ENG 4th Test Day 1: ৬৮তম ওভারের চতুর্থ বলটি ছিল ক্রিস ওকসের। সেই বল রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন পন্থ, আর বল সরাসরি এসে লাগে তাঁর ডান পায়ে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Injury Update: যদি পন্থের চোট গুরুতর হয়, তাহলে কি ভারত ‘কনকাশন সাবস্টিটিউট’ নিতে পারবে?

Rishabh Pant Injury Update: যদি পন্থের চোট গুরুতর হয়, তাহলে কি ভারত ‘কনকাশন সাবস্টিটিউট’ নিতে পারবে?

Rishabh Pant Injury ICC Concussion Substitute rules: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) প্রথম দিনে ব্যাটিং করার সময় মারাত্মক চোট পেয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তড়িঘড়ি তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর স্ক্যান করা হয়। যদিও স্ক্যান রিপোর্ট এখনও আসেনি। ফলে দ্বিতীয় দিনে তিনি ব্যাটিং করতে পারবেন কি না, তা বলা কঠিন। যদি স্ক্যানে বড় কিছু না ধরা পড়ে, তাহলে পন্থ ফের ব্যাট করতে পারেন। তিনি 'রিটায়ার্ড হার্ট' হয়েছেন। যদি তিনি 'রিটায়ার্ড আউট' হতেন, তাহলে আর ব্যাট করতে পারতেন না।

Advertisment

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যদি পন্থের চোট গুরুতর হয়, তাহলে কি ভারত ‘কনকাশন সাবস্টিটিউট’ নিতে পারবে? ৬৮তম ওভারের চতুর্থ বলটি ছিল ক্রিস ওকসের। সেই বল রিভার্স সুইপ করতে গিয়ে মিস করেন পন্থ, আর বল সরাসরি এসে লাগে তাঁর ডান পায়ে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। মাঠে ফিজিও এসে দীর্ঘক্ষণ তাঁকে দেখেন। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পায়ে আঘাতের জেরে রক্ত ঝরতে দেখা যায় এবং প্রচণ্ড ফুলে যায় পা। তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠে ছাড়েন।

আরও পড়ুন কতটা উদ্বেগজনক পন্থের চোট, বাকি ম্যাচে আর খেলতে পারবেন তো টিম ইন্ডিয়ার তারকা?

Advertisment

আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট পাবেন না পন্থ

আইসিসি-র (ICC) নিয়ম অনুযায়ী কনকাশন সাবস্টিটিউট তখনই দেওয়া হয়, যখন কোনও খেলোয়াড়ের মাথায় চোট লাগে এবং সে আর খেলতে না পারে। মাথাব্যথা, ঝাপসা দেখা, এই ধরণের উপসর্গ থাকলে সেই খেলোয়াড়কে বদলে অন্য একজনকে দলে নেওয়া যায়। যেমন, যদি পন্থ না খেলতে পারেন, তাহলে ধ্রুব জুরেল উইকেটকিপিং করতে পারেন ইংল্যান্ডের ইনিংসে, কিন্তু ব্যাট করতে পারবেন না। কারণ, পন্থের চোট পায়ে মাথায় নয়। ফলে ভারত কেবল সাবস্টিটিউট ফিল্ডার পাবে, ব্যাটার নয়।

লর্ডসেও একই ঘটনার পুনরাবৃত্তি

চলতি ম্যাচে ব্যাটিং করার সময় ৪৮ বল খেলে ৩৭ রান তোলা পন্থ সাই সুদর্শনের সঙ্গে পার্টনারশিপ করছিলেন। ওকসের একটি বল রিভার্স হিট করতে গিয়ে তাঁর ডান পায়ে লাগে। এরপর তাঁকে গলফ কার্টে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়। চোটের জায়গা দিয়ে রক্তপাত হচ্ছিল, যা দেখে ড্রেসিংরুম এবং সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। লর্ডস টেস্টেও (IND vs ENG) এমনই ঘটেছিল, তখন উইকেটকিপিংয়ের সময় পন্থের আঙুলে চোট লাগে, কিন্তু তিনি পরে ব্যাটিং করেছিলেন।

আরও পড়ুন গুরুতর আহত ঋষভ পন্থ, মাঠেই রক্তারক্তি কাণ্ড, চোখের জলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরলেন ড্রেসিংরুমে

ভারতের স্কোর: প্রথম দিনে ৪ উইকেটে ২৬৪

ওপেনার যশস্বী জয়সওয়াল (৫৮) ও সাই সুদর্শন (৬১) দারুণ ব্যাটিং করে প্রথম দিনে ভারতকে মজবুত জায়গায় পৌঁছে দেন। দিন শেষ হওয়ার সময় ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা ও শার্দুল ঠাকুর। দুজনেই ১৯ রান করে অপরাজিত। উইকেটকিপার পন্থ চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। মেঘলা আকাশের মধ্যে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতীয় দলের হয়ে শুরুতে রাহুল (৪৬) ও যশস্বী ৯৪ রানের পার্টনারশিপ গড়ে সিরিজের সেরা ওপেনিং জুটি গড়েন। পরে চাপের মধ্যে দুর্দান্ত ইনিংস খেলেন সুদর্শন। করুণ নায়ারের পরিবর্তে এই টেস্টে খেলছেন তিনি। তাঁকে দলে নেওয়া যে ভুল হয়নি সেটা হাফসেঞ্চুরি করে প্রমাণ করেছেন সুদর্শন।

ICC Rishabh Pant IND vs ENG IND vs ENG 4th Test Match