Rishabh Pant Retired Hurt: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) প্রথম দিনে ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তোলে। টস হেরে ব্যাট করতে নেমে এমন পারফরম্যান্স ভারতীয় দলের কাছে ভালই বলা যায়। তবে ম্যাচের প্রথম ইনিংসে শেষ সেশনে বড়সড় ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া, যা গোটা ম্যাচেই প্রভাব ফেলতে পারে। এই ধাক্কা হল ঋষভ পন্থের চোট (Rishabh Pant)। চোটের কারণে তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। এখনও নিশ্চিত নয়, তিনি বৃহস্পতিবার ব্যাটিংয়ে নামতে পারবেন কি না।
ভারত ও ইংল্যান্ডের মধ্যে এই চতুর্থ টেস্ট (IND vs ENG) ম্যাচটি হচ্ছে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। প্রথম দিন ভারতের চারজন ব্যাটার আউট হন। তাদের মধ্যে সাই সুদর্শন (৬১) ও যশস্বী জয়সওয়াল (৫৮) হাফ সেঞ্চুরি করেন। কে এল রাহুল ৪৬ ও শুভমন গিল ১২ রান করে আউট হন। ঋষভ পন্থ ৩৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। অনেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই মনে করছেন, প্রথম দিনে চার উইকেট পড়ার চেয়ে বড় ধাক্কা পন্থের চোট।
আরও পড়ুন গুরুতর আহত ঋষভ পন্থ, মাঠেই রক্তারক্তি কাণ্ড, চোখের জলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরলেন ড্রেসিংরুমে
প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বদানি বলেন, ‘‘আশা করছি ঋষভ পন্থ কাল ফিরে আসবেন এবং ব্যাটিং করবেন। কিন্তু আপাতত ওর অবস্থা উদ্বেগজনক।’’ প্রাক্তন পেসার আরপি সিং বলেন, ‘‘যদি চোট খুব গুরুতর না হয়, তাহলে পন্থ নিশ্চিতভাবেই ব্যাটিং করতে নামবেন। তবে চোট গভীর হলে টিম ম্যানেজমেন্ট কোনও রকম ঝুঁকি নেবে না।’’
আরও পড়ুন ম্যানচেস্টারে নয়া ইতিহাস যশস্বীর, ভাঙলেন ৫১ বছর আগের গাভাসকরের রেকর্ড
পন্থের এই চোট পরিস্থিতি অনেকটা তৃতীয় টেস্টের মতোই। লর্ডসে হওয়া সেই ম্যাচের প্রথম দিনেও পন্থের আঙুলে চোট লেগেছিল। এরপর ম্যাচের বাকি সময় উইকেটকিপিং করেছিলেন ধ্রুব জুরেল। যদিও সেই ম্যাচে পন্থ দু’টি ইনিংসেই ব্যাটিং করেছিলেন। এখন লর্ডসের পর ম্যানচেস্টারেও তেমন পরিস্থিতিই তৈরি হচ্ছে।
আরও পড়ুন প্রশংসা করেও মুখ ফেরালেন শুভমান, চতুর্থ টেস্টে বাদ পড়ে কেরিয়ারই শেষ করুণ নায়ারের?