IND vs ENG 4th Test: গুরুতর আহত ঋষভ পন্থ, মাঠেই রক্তারক্তি কাণ্ড, চোখের জলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ফিরলেন ড্রেসিংরুমে

IND vs ENG 4th Test Day 1: পায়ে মারাত্মক চোট পেলেন ঋষভ পন্থ। ব্যাট করার সময় একটি ইয়র্কার লেংথের বল বাঁ পায়ের পাতায় লাগে। চোট এতটাই মারাত্মক যে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। চোখের জলে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ।

IND vs ENG 4th Test Day 1: পায়ে মারাত্মক চোট পেলেন ঋষভ পন্থ। ব্যাট করার সময় একটি ইয়র্কার লেংথের বল বাঁ পায়ের পাতায় লাগে। চোট এতটাই মারাত্মক যে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। চোখের জলে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant Retired Hurt: কাঁদতে কাঁদতে সাজঘরে ফিরলেন যন্ত্রণায় কাতর ঋষভ পন্থ

Rishabh Pant Retired Hurt: কাঁদতে কাঁদতে সাজঘরে ফিরলেন যন্ত্রণায় কাতর ঋষভ পন্থ

IND vs ENG 4th Test Day 1 Rishabh Pant Injury: ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) মরণবাঁচন লড়াই ভারতের। আর প্রথম দিনের শেষ সেশনের একেবারে অন্তিম লগ্নে চরম দুঃসংবাদ টিম ইন্ডিয়ার। পায়ে মারাত্মক চোট পেলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ব্যাট করার সময় একটি ইয়র্কার লেংথের বল বাঁ পায়ের পাতায় লাগে। চোট এতটাই মারাত্মক যে রক্তারক্তি কাণ্ড হয়ে যায়। চোখের জলে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। এই ম্যাচে আর তিনি খেলতে পারবেন কি না তা নিয়েই দেখা দিয়েছে সংশয়।

Advertisment

লর্ডস টেস্টের ভূত তাড়া করল ম্যানচেস্টারেও (IND vs ENG)। যে কারণে লর্ডস টেস্টে ছন্দ হারিয়েছিলেন, সেই একই জিনিস হল ম্যানচেস্টার টেস্ট ম্যাচেও। গুরুত্বপূর্ণ সময়ে মারাত্মক চোট পেলেন পন্থ। দিব্যি ব্যাট করছিলেন তিনি। ৩৭ রানে ব্যাট করার সময় ক্রিস ওকসের একটি ইয়র্কার লেংথের বল রিভার্স সুইপ করতে যান পন্থ। বল ব্যাট ছুঁয়ে তাঁর বাঁ পায়ে লাগে। যন্ত্রণায় কুঁকড়ে যান তিনি। ডাক পড়ে ফিজিওর। ফিজিও এসে পন্থের জুতো-মোজা খুলে দেখেন, পায়ের পাতায় কড়ে আঙুলের কাছে ফুলে গিয়েছে। রক্তও বের হচ্ছিল। ততক্ষণে মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন পন্থ।

আরও পড়ুন ম্যানচেস্টারে নয়া ইতিহাস যশস্বীর, ভাঙলেন ৫১ বছর আগের গাভাসকরের রেকর্ড

Advertisment

এই অবস্থায় আর ব্যাট করার মতো পরিস্থিতিতে ছিলেন না পন্থ। খোঁড়াতে খোঁড়াতে ফিরে যান ড্রেসিংরুমে। রিটায়ার্ড হার্ট হয়ে যাওয়ায় তাঁর জায়গায় ব্যাট করতে নামেন রবীন্দ্র জাডেজা। এই ঘটনায় কিছুটা সুবিধা পেয়ে গেল ইংল্যান্ড। সেট ব্যাটার পন্থ ফিরে যাওয়ায় ভারতের সমস্যা বাড়ল। চোট পেয়ে সাজঘরে ফেরার সময় পন্থের চোখে-মুখে যন্ত্রণার পাশাপাশি বিরক্তিও ফুটে উঠছিল। বেমক্কা রিভার্স সুইপ খেলতে গিয়েই বিপত্তি হল। আর দলকেও বিপদে ফেললেন তিনি।

প্রথম দিন ব্যাট করতে নেমে দুর্দান্ত না হলেও মোটামুটি ভাল জায়গায় রয়েছে ভারত। মধ্যাহ্নভোজের বিরতির আগে বিনা উইকেটে ভারতের স্কোর ছিল ৭৮। দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সোয়াল ভাল শুরুয়াত দিয়েছেন টিম ইন্ডিয়াকে। মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হতেই ৪৬ রানে আউট হন রাহুল। এরপর সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন যশস্বী। ৯৬ বলে নিজের দ্বাদশ হাফসেঞ্চুরি পূর্ণ করেন জয়সোয়াল। এরপর ৮ বছর পর টেস্ট খেলতে নামা লিয়াম ডসনের বলে যশস্বী আউট হন ৫৮ রান করে।

আরও পড়ুন ম্যানচেস্টারে বিরল নজির রাহুল-যশস্বীর, ভাঙলেন ৭৮ বছরের পুরনো রেকর্ড

লর্ডস টেস্টের মতো ম্যানচেস্টারেও প্রথম ইনিংসে ব্যর্থ অধিনায়ক শুভমান গিল। মাত্র ১২ রান করে স্টোকসের বলে আউট হয়ে ফেরেন তিনি। ১৪০ রানে ৩ উইকেট পড়ে যায় ভারতের। সেই জায়গা থেকে ভারতের রান এগিয়ে নিয়ে যান সুদর্শন এবং পন্থ। ভালই খেলছিলেন দুজনে। বাদ সাধল পন্থের চোট। এবার নতুন মাথাব্যথা শুরু হল ভারতের। ম্যাচে আর যদি খেলতে না পারেন পন্থ, তাহলে ভারতের জন্য বিরাট ধাক্কা হবে সেটা।

Rishabh Pant IND vs ENG IND vs ENG 4th Test Match