India vs England 4th Test Day 1: টিম ইন্ডিয়ার ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test Match) নয়া ইতিহাস সৃষ্টি করলেন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট করতে নেমে তিনি তাঁর দ্বাদশ টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। আর এর সঙ্গেই ৫১ বছর পর ম্যানচেস্টারে টেস্টে (IND vs ENG) হাফসেঞ্চুরি করা প্রথম ভারতীয় ওপেনার হয়ে উঠলেন তিনি।
এই মাঠে শেষবার কোনও ভারতীয় ওপেনার হাফসেঞ্চুরি করেছিলেন ১৯৭৪ সালে, আর তিনি ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সেই ম্যাচে গাভাসকর ২৫১ বলে করেছিলেন ১০১ রান, আর দ্বিতীয় ইনিংসে খেলেছিলেন ১৪০ বলে ৫৮ রানের লড়াকু ইনিংস। যদিও ভারত সেই ম্যাচে ১১৩ রানে হেরে গিয়েছিল।
আরও পড়ুন ম্যানচেস্টারে বিরল নজির রাহুল-যশস্বীর, ভাঙলেন ৭৮ বছরের পুরনো রেকর্ড
এবার, ২০২৫ সালে, ভারত প্রায় এক দশক পর যখন ওল্ড ট্র্যাফোর্ডে আবার টেস্ট খেলছে, তখন যশস্বী জয়সোয়াল প্রথম ইনিংসে কেএল রাহুলের সঙ্গে ৯৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন এবং দ্বিতীয় সেশনে অর্ধশতরান পূর্ণ করেন। সেই সঙ্গে তিনি নিজের নাম রেকর্ডবুকে তুলে নেন।
দেখার বিষয়, গত দুই দশকে ভারত ম্যানচেস্টারে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছে।
- ১৯৯০ সালে, এই মাঠেই সচিন তেন্ডুলকর তাঁর প্রথম টেস্ট শতরান করেন।
- একই ম্যাচে অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন প্রথম ইনিংসে করেছিলেন ১৭৯ রান। ম্যাচটি শেষমেশ ড্র হয়।
- তবে এরপর এই মাঠে কোনও ভারতীয় ব্যাটার আর শতরান করতে পারেননি।
- ২০১৪ সালে, ম্যানচেস্টারে শেষবার টেস্ট খেলে ভারত ইনিংসে ম্যাচ হেরে যায়।
এদিকে, ভারতের দুই ওপেনার কেএল রাহুল এবং যশস্বী জয়সোয়াল একটি বিরল নজির গড়েছেন প্রথম সেশনে। ম্যানচেস্টারে ১৯৪৬ সালের পর প্রথম কোনও ভারতীয় ওপেনিং পার্টনারশিপ ৫০ রান পার করল। এই ম্যানচেস্টারে গত ৭৮ বছরে ভারতের কোনও ওপেনিং পার্টনারশিপ হাফসেঞ্চুরি পেরোয়নি। এতদিন বাদে নয়া ইতিহাস গড়লেন রাহুল-যশস্বী।
আরও পড়ুন প্রশংসা করেও মুখ ফেরালেন শুভমান, চতুর্থ টেস্টে বাদ পড়ে কেরিয়ারই শেষ করুণ নায়ারের?
ম্যানচেস্টারে ভারতের রেকর্ড খুবই খারাপ। ওল্ড ট্রাফোর্ড গ্রাউন্ডে ভারত এখনও পর্যন্ত খেলেছে ৯টি টেস্ট ম্যাচ। একটিও তারা জিততে পারেনি। ৪টি ম্যাচ হেরেছে এবং ৫টি ড্র করেছে। তাই খুব একটা পয়া মাঠ নয় ভারতের জন্য। তবে এই টেস্ট ভারতের জন্য ডু-অর-ডাই ম্যাচ। এই টেস্টে হারলে সিরিজ ইংল্যান্ড পকেটে পুরবে। সেইসঙ্গে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি উঠবে বেন স্টোকসদের হাতে। এই ম্যাচ ড্র হলেও ইংল্যান্ডের সুবিধা। তখন তারা শেষ ম্যাচ ওভালে হারলেও সিরিজ ড্র হবে। ভারত যদি এই ম্যাচে জেতে তাহলে সিরিজে কামব্যাক করবে তারা। তখন ওভালে হবে সিরিজের ফয়সালা।