IND vs ENG 4th Test: প্রশংসা করেও মুখ ফেরালেন শুভমান, চতুর্থ টেস্টে বাদ পড়ে কেরিয়ারই শেষ করুণ নায়ারের?

Karun Nair dropped: ম্যাচের আগের দিন অধিনায়ক শুভমান গিল করুণ নায়ারের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, “ও খুব ভাল ছন্দে আছে।” কিন্তু অনেকের মতে, এমন প্রশংসাই হয়তো ইঙ্গিত ছিল যে নায়ার এবার বাদ পড়তে চলেছেন।

Karun Nair dropped: ম্যাচের আগের দিন অধিনায়ক শুভমান গিল করুণ নায়ারের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, “ও খুব ভাল ছন্দে আছে।” কিন্তু অনেকের মতে, এমন প্রশংসাই হয়তো ইঙ্গিত ছিল যে নায়ার এবার বাদ পড়তে চলেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Karun Nair Dropped: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে করুণ নায়ার একাদশ থেকে বাদ পড়তে পারেন, এমন সম্ভাবনাই প্রবল হচ্ছে

Karun Nair Dropped: ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে করুণ নায়ার একাদশ থেকে বাদ পড়তে পারেন, এমন সম্ভাবনা ছিলই

Karun Nair Dropped from Team India Playing Eleven: ৮ বছর পর টিম ইন্ডিয়াতে ফিরেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ করুণ নায়ার (Karun Nair)। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের (IND vs ENG 4th Test Match) একাদশে জায়গা হয়নি তাঁর। তাঁর বদলে তিন নম্বরে ব্যাট করতে দেখা যাবে সাই সুদর্শনকে (Sai Sudarshan)। ম্যানচেস্টারে শুরু হওয়া এই টেস্টে ভারতের প্লেয়িং ইলেভেনে তিনটি বড় পরিবর্তন হয়েছে। আকাশ দীপের বদলে জায়গা পেয়েছেন অংশুল কাম্বোজ (Anshul Kamboj) এবং নীতীশ রেড্ডির (Nitish Kumar Reddy) পরিবর্তে দলে এসেছেন শার্দূল ঠাকুর (Shardul Thakur)। এই ম্যাচ দিয়েই অংশুল কাম্বোজ টেস্ট ক্রিকেটে অভিষেক করছেন।

Advertisment

ম্যাচের আগের দিন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) করুণ নায়ারের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, “ও খুব ভাল ছন্দে আছে।” কিন্তু অনেকের মতে, এমন প্রশংসাই হয়তো ইঙ্গিত ছিল যে নায়ার এবার বাদ পড়তে চলেছেন। কারণ গত এক বছরে বহুবার দেখা গেছে, যে খেলোয়াড়কে বেশি প্রশংসা করা হচ্ছে, তিনি পরের ম্যাচে দলে থাকছেন না। গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হওয়ার পর এটা যেন ভারতীয় টিম ম্যানেজমেন্টের এক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন 'ডিয়ার ক্রিকেট' থেকে আরও সুযোগ চাই? শনির দশা কাটছেই না এই তারকা ব্যাটারের!

Advertisment

ইংল্যান্ডের বিরুদ্ধে করুণ নায়ার তিনটি টেস্টে ছয় ইনিংসে করেছেন মাত্র ১৩১ রান। সর্বোচ্চ স্কোর ছিল ৪০। প্রথম টেস্টে ছয় নম্বরে ব্যাট করেছিলেন, এরপর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তিন নম্বরে নেমেছিলেন। এই চারটি ইনিংসে তিনবারই তিনি ব্যাট করতে এসেছিলেন যখন দলের রান ছিল ১৫-এর কম। তিনি কিছু বাউন্ডারি মেরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও, বড় ইনিংস খেলতে পারেননি, এটাই হয়তো তাঁর জায়গা হারানোর মূল কারণ।

চতুর্থ টেস্টে জায়গা না পাওয়ায় কার্যত ইংল্যান্ড সফর শেষ হয়ে গেল করুণ নায়ারের জন্য। পঞ্চম টেস্টে তাঁর খেলার সম্ভাবনাও কম। যদি না কোনও ব্যাটার চোট পান, তখনই কপাল খুলতে পারে তাঁর। যেমনটা হয়েছে শার্দূল ঠাকুর ও অংশুল কাম্বোজের ক্ষেত্রে। তাঁরা দু’জনেই চোটগ্রস্ত ক্রিকেটারদের পরিবর্তে সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ায় ৩ বদল, অভিষেক তরুণ ক্রিকেটারের, বাদ পড়লেন কারা?

এমন পরিস্থিতিতে করুণ নায়ারের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছেন ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, এই সুযোগ হারানো মানে হয়তো তাঁর কেরিয়ার শেষ। ভবিষ্যতে যদি আর সুযোগ না আসে, তাহলে হয়তো লর্ডস টেস্টই থেকে যাবে করুণ নায়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে।

Shubman Gill Karun Nair IND vs ENG 4th Test Match