IND vs ENG 4th Test: অভিষেকেই বড় সাফল্য টিম ইন্ডিয়ার 'AK-47'র, সেঞ্চুরির মুখ থেকে ফেরালেন ডাকেটকে

IND vs ENG 4th Test Day 2: অভিষেক টেস্টেই বড় সাফল্য অংশুল কাম্বোজের। বিধ্বংসী ফর্মে থাকা ব্রিটিশ ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) সেঞ্চুরির মুখ থেকে আউট করে টিম ইন্ডিয়ার মান রাখলেন হরিয়ানার পেসার।

IND vs ENG 4th Test Day 2: অভিষেক টেস্টেই বড় সাফল্য অংশুল কাম্বোজের। বিধ্বংসী ফর্মে থাকা ব্রিটিশ ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) সেঞ্চুরির মুখ থেকে আউট করে টিম ইন্ডিয়ার মান রাখলেন হরিয়ানার পেসার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Anshul Kamboj Debut Wicket: সেঞ্চুরির মুখ থেকে কাম্বোজ ফেরালেন ডাকেটকে

Anshul Kamboj Debut Wicket: সেঞ্চুরির মুখ থেকে কাম্বোজ ফেরালেন ডাকেটকে

Anshul Kamboj dismisses Ben Duckett on 94 runs: অভিষেক টেস্টেই বড় সাফল্য অংশুল কাম্বোজের (Anshul Kamboj)। বিধ্বংসী ফর্মে থাকা ব্রিটিশ ওপেনার বেন ডাকেটকে (Ben Duckett) সেঞ্চুরির মুখ থেকে আউট করে টিম ইন্ডিয়ার মান রাখলেন হরিয়ানার পেসার। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে (IND vs ENG 4th Test Match) ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার বেন ডাকেট দুর্দান্ত ফর্ম বজায় রেখে প্রথম ইনিংসে ৯৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন ডাকেট। সৌজন্যে কাম্বোজের দুর্দান্ত বোলিং। এই উইকেট নিয়ে ম্যানচেস্টার টেস্টে হইচই ফেলে দিয়েছেন কাম্বোজ।

Advertisment

শুরু থেকেই ডাকেট নিজের ছন্দে ছিলেন। একবারের জন্যও মনে হয়নি যে তিনি সমস্যায় পড়েছেন। তিনি জ্যাক ক্রলির সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে দেন। ক্রলি ১১৩ বলে ৮৪ রান করে আউট হন, কিন্তু ডাকেট ক্রিজে টিকে থাকেন এবং চাপ সামলে খেলতে থাকেন। এর আগে, প্রথম টেস্ট ম্যাচেও তিনি শতরান করেছিলেন, যেটি ইংল্যান্ড পাঁচ উইকেটে জিতেছিল।

আরও পড়ুন বিপদকালে নারায়ণ শরণে টিম ইন্ডিয়া, পন্থের চোটে কপাল খুলতে পারে CSK তারকার

Advertisment

ভারতের ইনিংস থামল ৩৫৮ রানে

এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে ৩৫৮ রান তোলে। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ৭২ রানে ৫ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে ৮ বছর পর ৫ উইকেট নিলেন। ভারত দিনের খেলা শুরু করেছিল ৪ উইকেটে ২৬৪ রান নিয়ে। রবীন্দ্র জাডেজা ২০ রান করেন এবং শার্দুল ঠাকুর ৮৮ বলে ৪১ রান করেন।

আরও পড়ুন ভাঙা পায়েই ম্যানচেস্টারে নয়া ইতিহাস পন্থের, ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও

চোট নিয়েও ব্যাট করলেন পন্থ

এরপর ঋষভ পন্থ দুর্দান্ত মানসিক দৃঢ়তা দেখিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। প্রথম দিনের খেলা চলাকালীন পন্থ চোট পান। তাঁর ডান পায়ের বুড়ো আঙুলে চিড় ধরা সত্ত্বেও তিনি ব্যাট করতে নামেন এবং ইংল্যান্ডের ফাস্ট বোলারদের সামনে সাহসিকতার সঙ্গে লড়াই করেন। দৌড়ে এক রান নিতে তাঁর কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি যে ক্রিজে নেমে ফিফটি করে ফিরলেন, সেটাই ছিল দলের জন্য বড় অনুপ্রেরণা।

Anshul Kamboj Ben Duckett IND vs ENG 4th Test Match